What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Google Chrome or Microsoft Edge (1 Viewer)

Joined
Aug 23, 2020
Threads
74
Messages
111
Credits
7,126
gflD81Q.jpg


Google Chrome Alternative New Microsoft Edge?!

যতই ব্রাউজার থাকুক না কেন গুগল ক্রোম যে ব্রাউজার এর কিং এটা সবাই মানে! কিন্তু বর্তমানে উইন্ডোজ ১০ এর নতুন মাইক্রোসফট এজ এর আপডেট টা আমার কাছে বেশ এবং হালকা লেগেছে। বর্তমানে এটা ক্রোমের বিকল্প হিসেবে নাম্বার ১ এ আছে এটা বলাই যায়! তাহলে কোন ব্রাউজার টা ব্যবহার আমাদের জন্য ভালো হবে? যদি ও ক্রোম এবং এডজ এর মধ্যে অনেককিছুই সিমিলার কিন্তু এখানে কিছু key differences আছে যেখান থেকে বোঝা যায় কোনটা উইনার!

Design (Homepage, Search engine, layout)

মাইক্রোসফট এজ এর ওল্ড ভার্সনের উইজার ইন্টারফেস নতুন আপডেটেরটা বেশ ক্লিন এবং ব্যবহারযোগ্য! অ্যারো বাটন এবং আইকন গুলো ক্রোমের থেকে কিছুটা ভিন্ন। কিন্তু সার্চ বার অনেকটা ক্রোমের মতো সেম। তবে সবথেকে বেশি ভিন্নতা রয়েছে ডিফল্ট সার্চ ইঞ্জিন এবং এবং হোমপেজের মধ্যে। এজ এর ডিফল্ট সার্চ ইঞ্জিন হলো মাইক্রোসফট বিং যেখানে ক্রোমের গুগল যেটা সবাই জানে। এজের হোমপেজে লেআউট চেঞ্জ করার তিনটা অপশন আছে; "ফোকাস" "ইন্সপারেশনাল" "ইনফর্মাশনাল" এছাড়াও আপনি ইচ্ছা মতো এজের হোমপেজ কাস্টমাইজ করার ও একটা অপশন আছে যেটা ক্রোম এর থেকে আমার বেশি ভালো লেগেছে! এছাড়াও এজের নতুন আইকন টা প্রাচীনকালের উইন্ডোস ৭ এর ইন্টারনেট এক্সপ্লোরারের মতো না! এখন এটা বেশ ইউনিক এবং আমার কাছে ভালোই লাগে!

Performance

পারফরমেন্স এর দিক দিয়ে বলতে গেলে ক্রোম এবং এজ দুইটাই সমান সার্ভিস দিবে আপনাকে! তবে আপনারা সবাই জানেন ক্রোম বরাবরের মতোই অনেক বেশি খায়! এই দিক থেকে এজ এগিয়ে আছে, যেখানে ক্রোম ৬ টা ট্যাব লোড করতে 1.4GB of RAM খায় সেখানে এজ মাত্র 665MB ইউজ করে। যেটা আসলেই একটা মিনিংফুল ডিফারেন্স এই দুইটি ব্রাউজারের মধ্যে। যদি RAM ইউসড নিয়ে আপনি বিরক্ত হন তাহলে এই ক্ষেত্রে অবস্যই এজ উইনার!! এছাড়াও এজ ব্যবহার করতে আমার কাছে অনেক হালকা লেগেছে, ওপেনিং টাইম ও অনেক কম নেয়!

Features

যদি আপনি ফিচারের প্রতি অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন তাহলে আপনি নিশ্চিন্তে ক্রোম থেকে এজ এ সুইচ করতে পারেন! এজে কিছু মজার মজার ফিচার আছে যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তার মধ্যে একটা হচ্ছে আপনি যেকোনো ওয়েবসাইট কে খুব সহজেই এপপ্স বানিয়ে ফেলতে পারবেন, যেটার কারণে আপনি অন্যরকম ব্রাউজিং এক্সপেরিয়েন্স পাবেন, তবে এই ফিচার টি ক্রোমেও আছে কিন্তু ভিন্ন পদ্ধতিতে করতে হয়! এছাড়াও আরেকটি মজার ফীচার হচ্ছে "কালেকশন" যেখানে আপনি ইচ্ছামতো ওয়েবসাইট বা কনটেন্ট কালেকশন হিসেবে সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবেন। ক্রমে যেমন আপনাকে লেখার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্যে এক্সট্রা করে গ্রামারলি টাইপের এক্সটেনশন ইনস্টল করা লাগে, এজে এই ঝামেলা টা করা লাগবে না। এজে ডিফল্ট ভাবেই বিল্ট ইন গ্রামারলি এর মতো রাইটিং অ্যাসিস্ট্যান্ট থাকে। তবে ক্রোম একদিক থেকে এগিয়ে আছে। যেহেতু ক্রোম গুগল এর সম্পূর্ণ ইকোসিস্টেম ধরে রেখেছে তাই যদি আপনি জিমেইল, গুগল ম্যাপ, গুগল ক্যালেন্ডার অথবা গুগল ডক্স ব্যবহার করে থাকেন তাহলে অন্য ব্রাউজারে সুইচ করতে আপনার কষ্ট হতে পারে!

Security & privacy

ব্রাউজার যেটাই হোক না কেন সবথেকে গুরুত্বপূর্ণ হলো কোনটা বেশি সিকিউর। এজে ক্রোমের থেকেও বেশি প্রাইভেসি সেটিংস আছে যেটার কারণে খুব সহজেই ট্রেকারদের কে ধরতে পারবেন। এখানে ট্র্যাকার এর তিনটি প্রিভেনশন লেভেল ও রয়েছে। নিচের পিচের গুলো দেখে আপনি বুঝতে পারবেন এই বিষয়টি। এছাড়াও এজ মাইক্রোসফট ডিফেন্ডার ইউজ করে মালিসিয়াস ওয়েবসাইট এবং ভাইরাস ডাউনলোড থেকে আপনাকে রেহাই দিতে পারে। অন্যদিকে ক্রোমের থার্ড পার্টি কুকিস ব্লক লিমিটেড করে রাখা। তবে ক্রোম ও আপনাকে মালিসিয়াস ওয়েবসাইট , ডাউনলোড অথবা এক্সটেনশন থেকে আপনাকে রক্ষা করতে পারবে। কিন্তু আমার কাছে ক্রোম এবং এজ দুই ওয়েবসাইটেরই সিকিউর ব্যবস্থা ভালো লেগেছে।

তাহলে কোন টা আপনার জন্য ভালো হতে পারে ? যদিও নতুন এজ ক্রোমের থেকে বেশি ক্লিন ডিজাইন এবং ব্যবহার করতে সহজ, তবে এটার একটাই সমস্যা আর সেটা হলো এখানে আপনি ক্রোমের মতো সাইন্স ডাটা করে রাখতে পারবেন না, যেদিক দিয়ে ক্রোম এগিয়ে আছে। তবে এর সিকিউর ব্যবস্থা, হোমপেজ ডিজাইন, পারফরমেন্স দিয়ে আপনি নিঃসন্দেহে এটা ক্রোমের বিকল্প ব্রাউজার হিসেবে ব্যবহার করতে পারেন। আমি নিজেও এখন মোজিলার বদলে এটা ইউজ করছি।

আশা করছি এই পোস্টটি আপনাকে কিছুটা হলেও হেল্প করবে। বোঝার সুবিধার্থে পুরো পোস্ট মার্তৃভাষায় লিখলাম😌। কিন্তু অনেক ভুলত্রূটিও হতে পারে তাই কমেন্টে আমাকে জানিয়ে দিবেন! ধন্যবাদ!!
 
These are the rules that are to be followed throughout the entire site. Please ensure you follow them when you post. Those who violate the rules may be punished including possibly having their account suspended.

যারা কমেন্ট করবেন, দয়া করে বানান ঠিক রাখুন। উত্তেজিত অবস্থায় দ্রুত কমেন্ট করতে গিয়ে বানান ভুল করবেন না। আমরা যারা কমেন্ট পড়তে আসি, আমাদের কমেন্ট পড়তে অনেক অসুবিধা হয়।

Users who are viewing this thread

Back
Top