মিসেস জামান: ( তাঁর দুষ্টু, চঞ্চল ছোট মেয়েকে ) মিলা, এখানে আমাদের বাড়ি তোমার বাবার এক বন্ধু আসবেন, তাঁর নাম মেজর জামশেদ, যুদ্ধে ভদ্রলোকের দুটো কানই গুলি লেগে উড়ে গেছে, তাই ওঁকে দেখে যেন জিজ্ঞেস কোর না—আঙ্কেল, আপনার কান দুটোর কি হল ?— তাহলে উনি কিন্তু ভীষণ রেগে যাবেন ।
বলতে বলতে মেজর জামশেদ কলিং বেল বাজিয়ে ঘরে ঢুকলেন । মিসেস জামান যখন তাঁকে আপ্যায়ন করে বসাচ্ছেন তখন মিলা তার মাকে : মা, তুমি বললে আঙ্কেলের দু’ কানই কাটা, কিন্তু একটা কানের যে আধখানা থেকে গেছে । তাতে আঙ্কেল রেগে যাবেন না তো ?