আসসালামুআলাইকুম !
কেমন আছেন, মামা সকল ?
বেশ কিছুদিন পর আবারো আপনাদের সামনে হাজিরার ফলাফল নিয়ে হাজির হলাম। আগেরবার হাজিরার ফলাফল প্রকাশের পর খুব শিগগীরই আবার আসবো বলে আশা করেছিলাম, কিন্তু পরিস্থিতি সে আশা পূরণ করতে দেয়নি। তাছাড়া এব্যাপারে আমি নিজে খুব একটা দক্ষও নই। যার ফলে কারনে অকারনে এই বিলম্ব ঘটেছে। গতো হাজিরার ফলাফল প্রকাশের পর কেউ একজন সেই ফলাফল দেখেছি কিনা তাতেও যথেষ্ঠ সন্দেহ আছে। অন্তত ঐ থ্রেডে একটা রিপ্লাইও না দেখে এরকমটি ভাবা খুবই স্বাভাবিক। সে যাই হউক, কেউ রিপ্লাই দিক কিংবা না দিক, এটা যেহেতু নির্জন মেলার নিয়মিত একটা বিভাগ তাই এর কার্য্যক্রম চালিয়ে নেয়াটা আবশ্যক মনে করে যেখানে গতো ফলাফল প্রকাশ ছেড়ে এসেছিলাম সেখান থেকে আবারো শুরু করলাম। তার মানে এই ফলাফলটাও গতো বছরের। তবে আশা করছি এখন থেকে নিয়মিত মাসে একাধিকবার হাজিরার ফলাফল ঘোষনা করে পুষিয়ে নিতে পারবো। যেহেতু আড্ডা ঘরের মতো হাজিরার ফলাফলের ব্যাপারেও সিনিয়র মেম্বার সহ সাধারন মেম্বারদের তেমন কোনো আগ্রহ নেই তাই এর পরিচিতি সহ অন্যান্য অলঙ্করণগুলো এখন থেকে আর প্রকাশ করা হবে না। একেবারে সাদা-মাঠাভাবে শুধু ফলাফলটুকুই ঘোষিত হবে।
ফলাফল প্রকাশের ক্ষেত্রে তথ্যগতো কোনো ত্রুটি কারো নজরে পড়লে কিংবা ভুলক্রমে কারো কোনো হাজিরা কম-বেশী হলে মেহেরবানী করে আমাকে জানাবেন।
কেমন আছেন, মামা সকল ?
বেশ কিছুদিন পর আবারো আপনাদের সামনে হাজিরার ফলাফল নিয়ে হাজির হলাম। আগেরবার হাজিরার ফলাফল প্রকাশের পর খুব শিগগীরই আবার আসবো বলে আশা করেছিলাম, কিন্তু পরিস্থিতি সে আশা পূরণ করতে দেয়নি। তাছাড়া এব্যাপারে আমি নিজে খুব একটা দক্ষও নই। যার ফলে কারনে অকারনে এই বিলম্ব ঘটেছে। গতো হাজিরার ফলাফল প্রকাশের পর কেউ একজন সেই ফলাফল দেখেছি কিনা তাতেও যথেষ্ঠ সন্দেহ আছে। অন্তত ঐ থ্রেডে একটা রিপ্লাইও না দেখে এরকমটি ভাবা খুবই স্বাভাবিক। সে যাই হউক, কেউ রিপ্লাই দিক কিংবা না দিক, এটা যেহেতু নির্জন মেলার নিয়মিত একটা বিভাগ তাই এর কার্য্যক্রম চালিয়ে নেয়াটা আবশ্যক মনে করে যেখানে গতো ফলাফল প্রকাশ ছেড়ে এসেছিলাম সেখান থেকে আবারো শুরু করলাম। তার মানে এই ফলাফলটাও গতো বছরের। তবে আশা করছি এখন থেকে নিয়মিত মাসে একাধিকবার হাজিরার ফলাফল ঘোষনা করে পুষিয়ে নিতে পারবো। যেহেতু আড্ডা ঘরের মতো হাজিরার ফলাফলের ব্যাপারেও সিনিয়র মেম্বার সহ সাধারন মেম্বারদের তেমন কোনো আগ্রহ নেই তাই এর পরিচিতি সহ অন্যান্য অলঙ্করণগুলো এখন থেকে আর প্রকাশ করা হবে না। একেবারে সাদা-মাঠাভাবে শুধু ফলাফলটুকুই ঘোষিত হবে।
ফলাফল প্রকাশের ক্ষেত্রে তথ্যগতো কোনো ত্রুটি কারো নজরে পড়লে কিংবা ভুলক্রমে কারো কোনো হাজিরা কম-বেশী হলে মেহেরবানী করে আমাকে জানাবেন।