সবার মা কি চান তা বলা সম্ভব নয় কারণ বিভিন্ন মানুষের চাহিদা ভিন্ন হয়।
আমি দুটি জিনিস বলব, একটু অস্বস্তিকর হতে পারে, ক্ষমা চেয়ে নিচ্ছি।
আমার মা আমার কাছে ভালবাসা দাবী করেন, সম্মান আশা করেন, আর গর্বিত হওয়ার সুযোগ চান।
তিনি জানেন যে আমার চোখে যা ভূল মনে হবে আমি তা মুখ ফুটে বলব, একমত না হলে তর্ক করব, কিন্তু যাই হোক তাতে ভালবাসায় তাতে কোন খাদ পড়বে না।
বাই দ্য রাস্তা - মা কে যদি সন্তানের থেকে খাবার, খোরপোশ, নূন্যতম সম্মান আশা করতে হয়, তার থেকে আপশোষজনক কিছু হতে পারে না। সেগুলো নিয়ে বিশদে লেখার প্রয়োজন পড়াটা আমার মাতৃত্বের প্রতি অপমান মনে হয়
আমি দুটি জিনিস বলব, একটু অস্বস্তিকর হতে পারে, ক্ষমা চেয়ে নিচ্ছি।
- মা সম্পর্কটি আমাদের কাছে পবিত্র।কৃতজ্ঞতা, ভালবাসা, মমতার এমন একটি মিশেল যার চেয়ে নিঃস্বার্থ কিছু হয় না ।
- মা মাত্রেই ভাল মানুষ হন না!
- অনেক মা রাই আছেন যারা অন্ধ স্নেহের বশবর্তী হয়ে এমন কাজ করেন যা আখেরে সন্তানের ক্ষতি করে। যেমন সন্তানের দোষ লুকানো, তাকে কেউ তিরস্কার করলেই ঝগড়া করা ইত্যাদি।
- অনেকে আবার অতিরিক্ত আদরে সন্তানকে দায়িত্বজ্ঞানহীন, কোন নির্ণয় নিতে অক্ষম করে তোলেন। তারা পরবর্তী কালে মায়ের আঁচল ছেড়ে বেরোতে গিয়ে অথৈ জলে পড়ে।
- অপত্য স্নেহকে দাম্পত্যজীবনে বাগড়া দিতেও দেখেছি। যখন আপাতসময়ে অত্যন্ত পরিশীলিত দুই নারীকেও খেয়োখেয়ি মার্কা ঝগড়া করতে দেখে হতবাক হয়ে গেসলাম।
আমার মা আমার কাছে ভালবাসা দাবী করেন, সম্মান আশা করেন, আর গর্বিত হওয়ার সুযোগ চান।
তিনি জানেন যে আমার চোখে যা ভূল মনে হবে আমি তা মুখ ফুটে বলব, একমত না হলে তর্ক করব, কিন্তু যাই হোক তাতে ভালবাসায় তাতে কোন খাদ পড়বে না।
বাই দ্য রাস্তা - মা কে যদি সন্তানের থেকে খাবার, খোরপোশ, নূন্যতম সম্মান আশা করতে হয়, তার থেকে আপশোষজনক কিছু হতে পারে না। সেগুলো নিয়ে বিশদে লেখার প্রয়োজন পড়াটা আমার মাতৃত্বের প্রতি অপমান মনে হয়