What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (4 Viewers)

অপু এবং নাছের দুই বন্ধু একই অফিসে চাকরি করে।
অপু: দোস্ত, কত দিন ধরে ছুটি পাই না। কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি। কিন্তু বস তো কিছুতেই ছুটি দেবেন না।
নাছের: হুমম্। আমিও হাঁপিয়ে উঠেছি। কিন্তু আমি বসের কাছ থেকে ছুটি নিতে পারব, দেখবি?
বলেই নাছের টেবিলের ওপর উঠে দাঁড়াল এবং ছাদ থেকে বেরিয়ে আসা একটা রড ধরে ঝুলতে শুরু করল। কিছুক্ষণ পর বস এলেন।
বস: এ কী নাছের! তুমি ঝুলে আছ কেন?
নাছের খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, ‘স্যার আমি লাইট, তাই ঝুলে আছি।’
বস ভ্রূ কুঁচকে তাকালেন। কিছুক্ষণ ভেবে বললেন, ‘অতিরিক্ত কাজের চাপে তোমার মস্তিষ্ক বিকৃতি দেখা দিচ্ছে। তুমি বরং এক সপ্তাহের ছুটি নাও।’
নাছের অপুর দিকে তাকিয়ে মুচকি হেসে রুম থেকে বিদায় নিল।
অপু চেয়ে চেয়ে দেখল। নাছের বেরিয়ে যেতেই সেও নাছেরের পিছু নিল।
বস: সে কী! ছুটি তো ওকে দিয়েছি! তুমি কোথায় যাচ্ছ?
অপু: কী আশ্চর্য! লাইট ছাড়া কাজ করব কী করে?! Tongue out
Foot in mouth
 
টিচারঃ কাল তোমাদের
গ্রুপ
ফটো তোলা হবে, সবাই
৫০টাকা
করে
নিয়ে আসবে।
পাপ্পুঃ (মনে মনে )
একটা ফটো
তুলতে
২০ টাকা লাগে, আর
এরা নিচ্ছে
৫০টাকা..? মানে
একজনের থেকে ৩০
টাকা, আমরা ৬০ জন
মানে ১৮০০
টাকা।
তারপর ওই টাকায়
স্যারেরা মিষ্টি,
সিঙ্গাড়া, কোলড্রিংস
খাবে। আর
আমাদের বেলায়,
কাঁচকলা।
চল বল্টু,ঘরে যাই…….
কাল মায়ের থেকে
৫০টাকা করে
নিয়ে আসবো। সমাজে
ভালো কিছু
রইলনা রে ভাই।
বাড়িতে গিয়ে…….
পাপ্পুঃ মা, কাল স্কুলে
ফটো
তোলা
হবে, স্যার ১০০টাকা
নিয়ে যেতে
বলেছে।
মাঃ ১০০টাকা…!! বলিস
কি..?
এরা তো দিনে ডাকাতি
করছে।
বাচ্ছা গুলোর টাকা
নিয়ে ফুর্তি
করবে। কি দিনকাল
এলো।
দাঁড়া পাপ্পু, তোর বাবার
কাছ
থেকে চেয়ে দিচ্ছি।
 
>>>জন সিনা একবার
এক
দোকানে গেছে রেসলিং

জয়ী হওয়া ঘড়ি ঠিক
করার
জন্য।।।
.
জন সিনা :
আমি আমার
এই ঘড়িটা ঠিক
করতে চাই।
কত টাকা লাগবে???
.
দোকানদার :
আপনি যা দিয়ে কিনেছেন
তার
অর্ধেক
দিলেই চলবে।।।
.
জন সিনা :
আমি ঘড়িটা ৩২
টা ঘুসি মেরে পেয়েছি।
তো কয়টা দিতে হবে???
— দোকানদার বেহুশ!!
 
রাফি সাহেবের তিন কন্যা। তাদের প্রত্যেকেরই
ফেইসবুকে একাউন্ট আছে। ফেইসবুকে
একজনের নাম দুষ্টু পরী, একজনের নাম শয়তানি
পরী আর অপর জনের নাম শান্ত পরী!
দুষ্টু পরী এবং শয়তানি পরি দুজনেই ফেইসবুকে
সেইইইই ফেমাস….! আয়নার সামনে দাড়িয়ে
থেকে শুরু করে টয়লেটের কমোডের
সামনে পর্যন্ত, সেলফি তুলে তারা ফেবুতে আপ
দেয়! অন্যদিকে শান্ত পরী খুবই শান্ত! একটা
প্রোফাইল পিকচার, তাও ব্যাক সাইড……..
একদিন রাফি সাহেব তার তিন কন্যাকে ডাকলেন।
তাকে কে কেমন ভালোবাসে তা তিনি জানতে
চাইলেন।
প্রথম কন্যা (দুষ্টু পরী)
–আচ্ছা, তুই আমাকে কিসের মতো ভালোবাসিস?
–হেই ড্যাড, আমি তোমাকে “ইলিশ ” মাছের
মতো ভালবাসি!
(রাফি সাহেব কিছুক্ষণ ভাবলেন! বুঝলেন যে,
বাজারে ইলিশ মাছের অনেক দাম! তার মানে তার
মেয়ে তাকে অনেক ভালোবাসে, তাই তিনি
হাসলেন)
দ্বিতীয় কন্যা (শয়তানি পরী)
–তুই আমাকে কিসের মতো ভালোবাসিস?
–আব্বু, আমি তোমাকে লবণের মতো
ভালোবাসি।
(রাফি সাহেব আবার ভাবলেন! তার “রাজা ও তিন কন্যা ”
গল্পটা মাথায় আসলো…! লবণের তো অনেক
প্রয়োজন! তাই তিনি এবারও হাসলেন)
তৃতীয় কন্যা (শান্ত পরী)
–তুই আমাকে কিসের মতো ভালোবাসিস?
–আমি তোমাকে পান্তা ভাতের মতো ভালোবাসি।
–কিহহহ…..! তোর এতো বড় স্পর্ধা পান্তা ভাত?
ওয়াক ওয়াক
রাফি সাহেব তৃতীয় কন্যার উত্তর শুনে খুবই রাগান্বিত
হলেন! তাই তিনি তাকে নোয়াখালী পাঠাই
দিলেন…….
গল্পের সমাপ্তির জন্য এবার আমরা চলে যাবো
২০১৫ সালের ১৪ এপ্রিল! (পহেলা বৈশাখ)
রাফি সাহেব খুব ভোরে ঘুম থেকে উঠলেন।
উঠেই তার দুই কন্যা দুষ্টু পরী এবং শয়তানি
পরীকে ঘুম থেকে জাগালেন। চারপাশে সবাই
পান্তা ইলিশ খাচ্ছে! আর পহেলাবৈশাখ উপলক্ষে তার
প্রথম কন্যা ইলিশ মাছ ভাজা এবং দ্বিতীয় কন্যা এক বাটি
লবণ আনলো!
কিন্তু কেউই পান্তা ভাতের ব্যাবস্থা করেনাই! যা ছাড়া
পহেলাবৈশাখ এর আনন্দ মাটি হয়ে যায়…!
এবং রাফি সাহেব বুঝলেন, পহেলাবৈশাখে ইলিশ এবং
লবণের চেয়েও পান্তা ভাতের প্রয়োজন
অনেক অনেক বেশি!
তার মানে তার তৃতীয় কন্য (শান্ত পরী) তাকে
সবচেয়ে বেশি ভালোবাসতো! তিনি তার ভুল
বুঝতে পেরে, শান্ত পরীকে মেসেজ দিয়ে
সরি বলার জন্য ফেইসবুকে ঢুকলেন। কিন্তু হায়….
তার তৃতীয় কন্যা তাকে ব্লক করে রেখেছেন।
 
তিন মাতাল একটা গাড়িতে উঠল ।
.
ড্রাইভার বুঝতে পারল যে তারা মাতাল,
তাই সে গাড়ির ইঞ্জিল চালু করল ও কিছুক্ষণ পর বন্ধ
করে ফেলল,
এবং মাতালদের বলল……
.
তোমরা তোমাদের গন্তব্য স্থলে পৌঁছেগেছ,
.
তিন মাতাল গাড়ি থেকে নামল,,
তারপর তারা বললো……
১ম মাতালঃ- ধন্যবাদ,,
.
২য় মাতালঃ নিন, ১০০ টাকা বকশিস,,
.
৩য় মাতাল ড্রাইভারকে একটা জোরে থাপ্পর দিল,,
.
ড্রাইভার মনে করল, যে লোকটা বোধ হয় মাতাল
ছিল
না,
সে সবকিছু বুঝতে পেরেছে ।
.
তবুও সে ৩য় মাতাল কে জিজ্ঞেস করল,
থাপ্পর মারলেন কেন?
.
৩য় মাতালঃ শালা….
এত স্পীডে কি কেউ গাড়ি চালায়……
 
এক লোকের বাড়ি সার্চ করে পুলিশ জাল নোট
ছাপার মেশিন পেয়ে গেল । তাকে গ্রেফতার
করতে গেলে সে পুলিশকে বলল- আমাকে
গ্রেফতার করতে চান কেন? আমার কাছে তো
একটাও জাল টাকার নোট পাননি। পুলিশ বলল- কিন্তু
জাল নোট ছাপার যন্ত্রপাতি তো পেয়েছি ।
লোকটি বলল- তাহলে একটি মেয়েকে রেপ
করার দায়েও আমাকে গ্রেফতার করুন । পুলিশ-
আপনি কি কোন মেয়েকে রেপ করেছেন?
লোকটি- না, কিন্তু রেপ করার যন্ত্র তো আমার
কাছে আছে!
 
প্রথম প্রার্থী এক বাঙালি পরীক্ষা ঘরে
ঢুকেছে….
শিক্ষকঃ দিল্লী চলো কে ডাক দিয়েছিলেন ?
বাঙালিঃ স্যার নেতাজী সুভাষ চন্দ্র বোস l
শিক্ষকঃ বাঃ বাঃ খুব ভালো, আচ্ছা একজন
দেশপ্রেমিকের নাম বলুন তো ?
বাঙালিঃ স্যার অনেকেই তো আছেন, যেমন
মহাত্মা গান্ধী l
শিক্ষকঃ বাঃ বাঃ খুব সুন্দর, আচ্ছা বলুন তো
ভারত কবে স্বাধীন হয় ?
বাঙালিঃ স্যার, ভারত ১৯৪২ সালে স্বাধীন হবো
হবো করতে করতে শেষে ১৯৪৭ সালের
১৫ই আগস্ট স্বাধীন হয় l
শিক্ষকঃ খুব সুন্দর ! আচ্ছা এবার লাস্ট
প্রশ্ন,
বলুন তো আকাশে কত গুলো তারা আছে ?
বাঙালিঃ স্যার এখনও সেটা প্রমানিত হয়নি
তবে বিজ্ঞানিদের গবেষণা চলছে l
শিক্ষকঃ এবার আপনি আসতে পারেন l
******************************
******* বাঙালি চলে যাবার সময় পরের প্রতিযোগী
এক বিহারী ছিল l কিন্ত সে বাংলা জানেনা,
তাই বাঙালিকে দরজার কাছে খুব তাড়াতাড়ি
জিজ্ঞেস করলো——ভাই তোমাকে কি কি
প্রশ্ন
ধরলো ? বাঙালিঃ ভাই প্রশ্ন আমার মনে নেই, তবে
উত্তর গুলো হল…..
1) নেতাজি সুভাষ চন্দ্র বোস
2) অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী
3) ১৯৪২ সালে হবো হবো করতে করতে
শেষে ১৯৪৭ সালে ১৫ই আগস্ট
4) ঠিক এখনও জানা যায়নি, বিজ্ঞানিদের
গবেষণা চলছে
বিহারির প্রবেশ…..
শিক্ষকঃ আপনার নাম কি ?
বিহারীঃ নেতাজি সুভাষ চন্দ্র বোস l শিক্ষকঃ (অবাক
হয়ে) আপনার বাবার নাম
কি?
বিহারীঃ অনেকেই তো আছে, যেমন মহাত্মা
গান্ধী l
শিক্ষকঃ (আরও অবাক হয়ে) আপনার কবে
জন্ম হয়েছে ? বিহারীঃ ১৯৪২ সালে হবো হবো
করতে করতে
শেষে ১৯৪৭ সালে ১৫ই আগস্ট l
শিক্ষকঃ আপনি কি পাগল হয়ে গেছেন ?
বিহারীঃ ঠিক এখনও জানা যায়নি, তবে
বিজ্ঞানীদের গবেষনা চলছে l
শিক্ষক : অজ্ঞান…..
 
সাংবাদি:-আচ্ছা মশা ভাই আপনারা ময়লা পানিতে ডিম পারেন
কেন?
মশা:-ভাল পানিতে ডিম পারলে মানুষ সিদ্ধ করে
খেয়ে ফেলতো।
সাংবাদিক:-মানুষের কানের কাছে ঘ্যান ঘ্যান করেন
কেন?
মশা:-পা ও হাতের কাছে ঘ্যান ঘ্যান করলে পাবেনা
তাই।
সাংবাদিক:-শুনেছি পুরুষ মশা নাকি রক্ত খায় না?
মশা:-স্ত্রীর বোকা খায়।
**এখন সময় নেই আরেক দিন বলবো**
 
এক রাতে ভাবি একা
ঘরে ঘুমিয়ে আছে,
তখন দুষ্টু দেবর
আস্তে আস্তে ঘরে
ডুকে ভাবির পাশে
শুয়ে টিপতে শুরু করে। .
.
.
.
.
.
.
.
.
.
হঠাৎ ভাবির ঘুম ভাঙে
গেল
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
টেপো টেপো আরও
জোরে জোরে টেপো
টিপে টিপে আমার
মোবাইল টা নষ্টকরে
ফেলো !
 
শুরুতেই
শিরোনাম ———-
↓↓
* রাস্তায়
উষ্টা খাওয়ার
প্রতিবাদে আগামিকাল
সমাবেশ
করবে মোখলেছ ।
* ডিম পাড়তে ব্যার্থ
হওয়ায়
আত্মহত্যার
সিদ্ধান্ত রাজধানীর
শতাধিক বয়লার
মুরগির।

* সাজু মিয়ার
বাড়ি থেকে একটি পুরাতন
বদনা উদ্ধার
করেছে বিজিবি ।
এটা নাকি রাজাকারদের
ছিল বলে জানান
তারা ।
* ছ্যাঁকা খেয়ে গান
গাইতে শুরু
করেছেন হ্যাপি, গান
শুনে দুই তিনজন
অজ্ঞান । *
আমেরিকা কে boom
মেরে
উড়িয়ে দিবে বাংলাদেশ,
এমন
মন্তব্যে আমেরিকা জুড়ে আতংক
ছরিয়ে পড়েছে।
* নেইমারের
বগলে কাতুকুতু
দিলেন
মেসি,
কিন্তুু আপনি হাসছেন
কেন ?
বললেন ওজিল
কিন্তুু মেসির
কাতুকুতু
না খেয়েই
অজ্ঞান
রোনালদো ।
*এদিকে উত্ত্রপাড়ার
আবুলের মেয়ে
মিচ. কুতকুতি বেগমের
friendrequest
accept না করায়
দক্ষিণ পাড়ার
আক্কাছের
বাড়িতে পারমাণবিক
বোমা হামলা করেছে মিচ.
কুতকুতি বেগম।
* বিশ্ববাজারে তেল
শুকিয়ে গেছে,
মফিজের পেটে তেল
চরবি এর
খনি পাওয়া গেছে। এই
তেল
উত্তলন
করা হলে বাংলা দেশে আর
কখনও
তেলের অভাব
হবেনা বলে জানিয়েছন
বিশিষ্ট
তেল মন্ত্রী ।
*সাইকেলের
সাথে ধাক্কা খেয়ে একটি ট্রাক
বিধস্ত হয়েছে।
এই ঘটনায় সাইকেলের
চেন
পড়ে যায়।
এতে সাইকেল চালক
মতিন খুব্দ
হয়ে কালকেথেকে সারাদেশ
২১.৪
মিনিটের হরতালের
ডাক দিয়েছে।
* অবরোধে খুললেই
যানবাহনের
এক্সিডেন্ট
এর আশঙ্কায় অবরোধ
খোলা হবে না,
মন্তব্য sokenar ।
*
মশা মারতে গিয়ে কানের
পর্দা ফাটিয়ে
দেন্দা হলেন লাকু
কুমার, মশার
প্রতি তীব্র
রাগের
কারনে জোরে মেরেছিলেন
৷এমন
অত্যাচারে ক্ষিপ্ত
মশা জনগোষ্ঠী……
** সব
শেষে আবহাওয়া কাল
সারা দেশে ঘন্টায়
২৬৪৮০মাইল
বেগে ঝোড়ো হাওয়া বয়েযেতে
পারে,
এজন্নে কোনো সংকেত
দেখাতে বলা হয়নি !!??
 

Users who are viewing this thread

Back
Top