What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (4 Viewers)

এক কোম্পানির দুই গাড়ি চালক বসে গল্প করছে-
১ম চালক: কি রে, মাঝখানে শুনলাম তোর নাকি চাকরি যায় যায় অবস্থা হয়েছিল।
২য় চালক: হুম, ঠিকই শুনেছিস।
১ম চালক: তা কী করে সামলে নিলি?
২য় চালক: এ আর কঠিন কী? অ্যাকসিডেন্ট করে গাড়ির দামি উইন্ডশিল্ড ভেঙে ফেললাম।
১ম চালক: বলিস কী?
২য় চালক: হ্যাঁ! তারপর বস বললো, আগামী তিন বছরে ওই টাকা আমার বেতন থেকে কেটে রাখবে! তিন বছরের জন্য চাকরি পাক্কা!
 
এক ছাত্রকে পরীক্ষার হল থেকে টেনেহিঁচড়ে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যাওয়া হলো।

প্রধান শিক্ষক জিজ্ঞেস করলেন, কেন তাকে ধরে আনা হয়েছে। বলা হলো, সে নকল করছিল।

‘কী, এত বড় সাহস! নকল করছিল!’

‘জি, স্যার! নকল করছিল। প্রশ্নে এসেছে, মানুষের বুকে হাড়ের সংখ্যা কত। স্যার, সে পরীক্ষার হলে শার্ট খুলে বুকের হাড় গুনছিল!’
 
শিক্ষক: প্রতিদিন খেলাধুলা করা স্বাস্থ্যের জন্যে ভালো।

ছাত্র: আমি প্রতিদিন ফুটবল, ক্রিকেট, আর টেনিস খেলি।

শিক্ষক: গুড বয়। প্রতিদিন কত ঘণ্টা করে খেলো?

ছাত্র: মোবাইলের ব্যাটারি শেষ না হওয়া পর্যন্ত।
 
শিক্ষক: প্রতিদিন খেলাধুলা করা স্বাস্থ্যের জন্যে ভালো।

ছাত্র: আমি প্রতিদিন ফুটবল, ক্রিকেট, আর টেনিস খেলি।

শিক্ষক: গুড বয়। প্রতিদিন কত ঘণ্টা করে খেলো?

ছাত্র: মোবাইলের ব্যাটারি শেষ না হওয়া পর্যন্ত।
 
স্কুলে বার্ষিক পরীক্ষা আরম্ভ হলো। পরীক্ষার হলে এক ছাত্রী জোরে জোরে কাঁদছে।
শিক্ষক : তুমি কাঁদছো কেন?
ছাত্রী : আমার রচনা কমন পড়েনি।
শিক্ষক : কেন? কী এসেছে?
ছাত্রী : এসেছে ‘ছাত্রজীবন’। স্যার, আমি তো ছাত্রী। ‘ছাত্রজীবন’ লিখবো কীভাবে!
 
বস : এ কী টাইপিস্ট নিয়েছেন? সুন্দরী তাতে সন্দেহ নেই-কিন্তু প্রতিটি লাইনে এক গণ্ডা ভুল। আপনাকে বলিনি, টাইপিস্ট নেবার সময় গ্রামারের দিকে নজর রাখবেন।
ম্যানেজার : শুনতে ভুল হয়েছিল স্যার। আমি গ্ল্যামারের দিকে নজর রেখেছিলাম।
 
অর্থকষ্টে গালিব তখন জর্জরিত। তাই যেন আরো বেশি করে জড়িয়ে গেলেন জুয়ার নেশায়। এই অপরাধেই গ্রেফতার হয়ে তিনমাসের জন্য ঢুকলেন জেলে। সেখানেও প্রচলিত আছে এক গল্প। জেলে থাকার সময় একদিন এক যুবককে কাঁদতে দেখেন গালিব। কারণ জানতে চাইলে যুবক উত্তর দেয়, তিনদিনের জেল হয়েছে। গালিব বিস্মিত হয়, মাত্র তিনদিনের জন্য কান্না! ফোঁপাতে ফোঁপাতে যুবক জানায়, তার বিয়ে হবার কথা ছিল; বিয়েটা ভেঙে গেলো। গালিবের উত্তর রসাত্মক- বাহ! মাত্র তিনদিনের জেলের বিনিময়ে সারাজীবনের জেল খাটা থেকে বেঁচে গেলে। তোমার তো বরং আনন্দ করার কথা।
 
- বোকা কিনা জানিনা...
😊


- তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলি
বোকা নয় সহজ/সরল বোলা যায়
 
ট্রেনের নাম যদি
নায়িকাদের নামে হত,
তাহলে খবরের কাগজে
নিউজ কেমন হত এক
নজরে দেখে আসি...???
.
※ আজ মৌসুমী ওভার
লোড হয়ে গেছে!!!
.
※চলতে চলতে পরীমণি
হঠাৎ থেমে গেছে!!!!
.
※ শাবনূরের
নীচে পরে একজন
নিহত!!!!
.
※ পপির পিছনের
বগি ছুটে গেছে!!!!
.
※ চালকের টেনশানের
কারনে ববি লাইনচ্যুত!!!
.
※ স্পিডে চলার
কারনে প্রভা লাইন চ্যুত !!!
.
※ জয়া ও কেয়ার
মাঝে চাপা পড়ে এক
যুবক নিহত!!!!
.
※ ময়ূরীর নীচে এক
পাগলের
আত্মহত্যা.
.
※ হ্যাপীর উপর অবৈধ
ভাবে চড়ার জন্য
তিনজন গ্রেফতার....
অবশেষে হ্যাপীর
বডি চেঞ্জ করার
সিদ্ধান্ত নেয়া হল!!!!
.
※মুনমুনের
ইঞ্জিন নষ্ট !!!
.
※ মাহিয়া মাহির
ফিটনেস না থাকার
জন্যে,
রিপেয়ারিং এ পাঠানো
হয়েছে.....
 
এক ভদ্র মহিলা কেনাকাটা ‌শেষ করে
ক্যাশ
কাউন্টারের সামনে ‌পেমেন্ট দেয়ার
জন্য ব্যাগ
খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো তার
ব্যাগে একটি
টিভি রিমোট।
ক্যাশিয়ার: (কৌতুহলবশত, জানতে
চাইলেন)
ম্যাডাম
ব্যাগে টিভি রিমোট কি সব সময় থাকে?
মহিলা: না, মাঝে সাজে। আজ আমার
হাজব্যান্ড
আইপিএল ফাইনাল দেখবে বলে আমার
সাথে
শপিংয়ে এলোনা। তাই জব্দ করতে টিভি
রিমোটটা
ব্যাগে করে নিয়ে এসেছি।
শিক্ষা:
(১) বউ এর তুচ্ছ ‌বিষয়েও তাচ্ছিল্য
করলে বিপদ।
ক্যাশিয়ার: (হাসতে হাসতে) ভদ্র মহিলার
এটিএম
কার্ডটি ফেরত দিতেই-
মহিলা: এটা কি হলো?
ক্যাশিয়ার: আপনার স্বামী ওনার
সাপ্লিমেন্টার
ি কার্ডটি সম্ভবত ব্লক করে দিয়েছেন।
শিক্ষা:
(২) স্বামীর শখও স্ত্রীর নিকট
সম্মানযোগ্য।
মহিলা: ব্যাগ থেকে এবার স্বামীর
এটিএম
কার্ডটি
বের করে সোয়াইপ করলেন।
শিক্ষা:
(৩) বৌ-এর লম্বা হাতের সঠিক ধারণা
থাকা
দরকার।
ক্যাশিয়ার: ভদ্র মহিলাকে বললেন,
সোয়াইপ মেশিন
থেকে আপনার মোবাইলে একটা পিন
নম্বর পাঠানো
হয়েছে। সেটি বলুন?
শিক্ষা:
(৪) বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনও
চেষ্টা
করে।
মহিলা: (মুচকি হেসে) ব্যাগ থেকে
স্বামীর ‌মোবাইল ফোনটা বের
করলেন এবং পিন
নম্বরটা ক্যাশিয়ারকে জানালেন। (বি:
দ্র:
স্বামীর
মোবাইল ফোনটি তিনি সঙ্গে এনেছিল
যাতে
শপিংয়ের সময় স্বামী ফোনে বিরক্ত
করতে না
পারে।)
শিক্ষা:
(৫) স্মার্ট ও ভদ্র মহিলাদের সাথে টক্কর
নিও না।
অবশেষে, সব কেনাকাটা সেরে তৃপ্ত
মনে ভদ্রমহিলা
ঘরে ফিরলেন।
বাড়ি ফিরে মহিলা দেখলেন, গ্যারেজে
স্বামীর
গাড়ি নেই।
ঘরের দরজায় স্টিকারে লেখা-
"বন্ধুর বাড়ি আইপিএল ফাইনাল খেলা
দেখতে
গেলাম। ফিরতে অনেক রাত হতে
পারে। আর হ্যাঁ,
কোন দরকার থাকলে মোবাইলে
ফোন করো।"
স্টিকারে লেখা পড়ে-
হতাশ হয়ে ভদ্রমহিলা ঘরের দরজার
সামনে বসে
পড়লেন। কারণ-
বাড়ির চাবিটা স্বামীর কাছে! আর-
স্বামীর মোবাইল ফোনটা ভদ্র মহিলার
কাছে!
 

Users who are viewing this thread

Back
Top