What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (2 Viewers)

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া 'বিমান' পালকিতে চড়িয়া নারায়ন মুখোপাধ্যায় এর ছোট ছেলে দেবদাস ৫ বৎসর পর বিলেত হইতে দেশে ফিরিতেছে । দেবদাসের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরিয়া গ্রাম জুড়িয়া ব্যাপক চাঞ্চল্য ও উদ্দীপনার সৃষ্টি হইয়াছে। পুত্রের দেশে ফিরিবার সংবাদ বিশ্বব্যাপী প্রকাশ করিতে দেবদাসের মাতা 'কৌশল্যা' টুইটারে টুইট করিলেন 'my son coming soon' , ইহাতে কিঞ্চিত বিপত্তি ঘটিয়া গেল ! অনেক 'গণ্ডমূর্খ' ইন্টারনেট ব্যবহারকারী কৌশল্যা কে 'গর্ভবতী' ভাবিয়া অনাগত সন্তানের মঙ্গল কামনা করিয়া বসিল
 
হাবলু একদিন মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি তে ফিরল।।


বউ এর বকা থেকে বাঁচতে সে একটা বই খুলে পড়তে শুরু করল!!


হাবলুর বউঃ “মদ খেয়ে এসেছ, তাই না??”


হাবলুঃ “কই?? না তো!!”


হাবলুর বউঃ “তাহলে সুটকেস খুলে বসে কি বকর বকর করছ??”
 
কম্পিউটার ক্লাশ চলছে। স্যার সবাইকে একটা একটা করে সফটওয়্যারের নাম বলতে বলল। সাজ্জাদ প্রথমে দাঁড়িয়ে বলল, ‘এমএস ওয়ার্ড’। তাই দেখে শোয়েব বলল, ‘এমএস এক্সেল’। ফারহান আবার এতো কিছু বুঝে না। সবাইকে এমএস দিয়ে নাম বলতে দেখে ও দাঁড়িয়ে বলল, ‘স্যার, এমএস ধোনি।’
 
এক টুপিওয়ালা একবার এক বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। যেতে যেতে তার খুব ঘুম পেল। সে তখন একটা গাছের নীচে শুয়ে ঘুমিয়ে পড়ল। সেই গাছে ছিল কিছু বানর। তারা সবাই সেই টুপিওয়ালার টুপিগুলো মাথায় দিয়ে গাছের উপর উঠে বসল। সন্ধার দিকে টুপিওয়ালার ঘুম ভাঙল। উঠে দেখল তার কাছে তার নিজের টুপিটা ছাড়া আর কোন টুপি নাই, সব গুলো টুপি বানরগুলো মাথায় পড়ে বসে আছে। টুপিওয়ালা একটা ইট ছুড়ে মারল বানরদের দি
কে। সাথে সাথে বানরগুলোও কিছু ইট ছুড়ে মারল তার দিকে। টুপিওয়ালা মাথা চুলকালো। বানরগুলোও মাথা চুলকালো। তখন টুপিওয়ালার মাথায় একটা বুদ্ধি আসলো। সে তার মাথার টুপিটা খুলে ছুড়ে মারল, তখন বানরগুলোও তাদের মাথা থেকে টুপি গুলো খুলে ছুড়ে মারলো। টুপিওয়ালা তখন টুপিগুলো নিয়ে বাসায় চলে আসল। বাসায় এসে সে তার ছেলেদের সব ঘটনা খুলে বলল। এরপর প্রায় বিশ বছর কেটে গেছে। সেই টুপিওয়ালার ছোট ছেলে এখন টুপি বিক্রি করে। একদিন সেই ছেলেটা সেই বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। যেতে যেতে তার খুব ঘুম পেল। সে তখন সেই গাছের নীচে শুয়ে ঘুমিয়ে পড়লো যেখানে তার বাপ ঘুমিয়েছিল। সেই গাছ থেকে অনেকগুলো বানর নেমে এসে টুপিওয়ালার সব টুপি নিয়ে মাথায় দিয়ে গাছ চড়ে বসল। সন্ধার দিকে টুপিওয়ালার ঘুম ভাঙল। উঠে দেখল তার কাছে তার নিজের টুপিটা ছাড়া আর কোন টুপি নাই, সব গুলো টুপি বানরগুলো মাথায় পড়ে বসে আছে। তখন তার বাপের বলা গল্পটা তার মনে পড়ে গেল। সে তখন একটা ইট ছুড়ে মারল বানরদের দিকে। সাথে সাথে বানরগুলোও কিছু ইট ছুড়ে মারল তার দিকে। টুপিওয়ালা মাথা চুলকালো। বানরগুলোও মাথা চুলকালো। সে তখন তার মাথার টুপিটা খুলে ছুড়ে মারল। হঠাৎ একটা বানর এসে তার গালে ঠাস করে একটা চড় মেরে বলল, "এ ছ্যামরা, কি মনে হরছস তোর বাপেই হুদা তোগোরে গল্পো হুনায় মোগো বাপেরা হুনায় না...?
 
বলো তো সেক্স করার সময় ছেলে না মেয়ে কে বেশি আনন্দ পায়?


: অব্যশই মেয়ে |


: কেন ?


: যখন কাঠি দিয়ে কান খোঁচাও আরামটা কোথায় লাগে, কানে না কাঠিতে
 
ট্রেনে বিরস বদনে যাচ্ছেন এক ভদ্রলোক, সাথে ৩টা ছোটো ছোটো বাচ্চা, পাশের যাত্রী আগ্রহী হয়ে বললেন, আপনি কি করেন?


আমি কন্ডোমের সেলসম্যান।
ও আচ্ছা আচ্ছা খুব ভালো, খুব ভালো।
তো ছেলে মেয়েগুলোতে আপনার না কি?
নাহ আমার না,
তাহলে? বিস্মিত ভদ্রলোক প্রশ্ন করলেন।
ওগুলো কাস্টোমার কমপ্লেইন
 
মানসিক রোগীদের হাসপাতাল।



আবুলের ঘরে ঢুকলো নার্স।


আবুল খাটের ওপর শুয়ে হাত দুটো সামনে বারিয়ে গুনগুন শব্দ করছে।

নার্সঃ "আবুল,কি হচ্ছে এসব?"

আবুল বললোঃ "আমি গাড়ি চালাচ্ছি,সিলেট যাব।"

পরদিন রাতে নার্স দেখলো,আবুল বসে বসে ঝিমোচ্ছে।

নার্সঃ"আবুল,কি হচ্ছে এসব?"

আবুল,"মাত্র সিলেট পৌঁছালাম,বিরক্ত করো না।"

এবার পাশের কুদ্দুসের ঘরে গেলো নার্স। দেখলো,সেখানে কুদ্দুস বিছানায় শুয়ে আপত্তিকর অঙ্গভঙ্গি করছে।

নার্সঃ "কুদ্দুস্,কি হচ্ছে এসব?

কুদ্দুসঃ "জ্বালাতন করো না। দেখতে পাও না,আবুলের বউয়ের সাথে প্রেম করছি। ঐ শালা তো গেছে সিলেট।"
 
একদিন একটি বিমান মানসিক অসুস্থ (পাগল) দের বহন করে চিকিৎসার জন্য একদেশ থেকে অন্যদেশে নিয়ে যাচ্ছিলো। পুরো বিমানটিতে পাগলগুলো চিৎকার করে শব্দ-দূষণ করছিলো এবং এতে পাইলট এর প্লেন চালাতে খুবই অসুবিধা হচ্ছিলো।
হঠাৎ করে একটি পাগল কিভাবে যেন পাইলট এর কেবিনে ঢুঁকে পড়লো।
পাগলটি পাইলটকে বলল,
পাগলঃ ভাই তুমি কিভাবে প্লেন চালাও আমারে একডু শিখায় দাও । আমি কালকেই একডা প্লেন কিন্না নিজে চালায়া লং ড্রাইভে যামু।
পাইলটঃ আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে।
পাগলঃ কি শর্ত?
পাইলটঃ আপনি যদি আপনার বন্ধুদের শান্ত করে এই প্লেনে হওয়া শব্দ-দূষণ বন্ধ করতে পারেন। আমার প্লেন চালাতে অনেক সমস্যা হচ্ছে।
পাগলঃ আচ্ছা ঠিক আছে।
~(৫ মিনিট পরে প্লেন একদম শান্ত!!)~
পাগল এসে পাইলটকে বলল,
পাগলঃ হ্যা ভাই, এখন শিখান।
পাইলটঃ Wow!! খুবই চমৎকার :) আপনি কিভাবে উনাদের শান্ত করলেন?
পাগলঃ আমি গিয়া প্লেন এর দরজা খুইল্লা সবাইরে কইলাম " কেও এখানে শব্দ কইরো না, যাও সবাই বাহিরে গিয়া খেলোগা"
 
বাংলাদেশ সফরে এসেছেন জর্জ বুশ।


এক অনুষ্ঠানে আমেরিকার যুগান্তকারী আবিষ্কার নিয়ে খুব উঁচু গলায় কথা বলছিলেন মানব সভ্যতাকে অনেক কিছুই দিয়েছি আমরা।


তবে ফ্লাস্ক আবিষ্কারকেই আমি সেরা হিসেবে দেখব।শুরু হয়ে গেল গুঞ্জন।


সবার মুখে একটাই প্রশ্ন কেন?

মুখে একটা হাসির রেখা ফুটিয়ে বুশ বললেন,আপনারা নিশ্চয়ই অবাক হয়েছেন,এত কিছু থাকতে ফ্লাস্কের কথা কেন বলেছি?
আমার ব্যাখ্যাটা শুনলেই বুঝতে পারবেন।

শীতকালে ফ্লাস্কে গরম পানি রাখলে গরম থাকে,আবার গরমের সময় ঠাণ্ডা পানি রাখলে ঠাণ্ডাই থাকে।আমি বুঝতেই পারি না ফ্লাস্ক ব্যাটা কেমন করে বোঝে কখন শীতকাল আর কখন গ্রীষ্মকাল চলছে।
 
মেয়ে : জান আর না। এইবার ঘুমাতে দাও না। সারারাত তো করলা


ছেলে: আজকে কোনো থামাথামি নাই। সারারাত চলবে


মেয়ে: আর পারছিনা সোনা। আর কত?


ছেলে: এতেই টায়াড হয়ে গেছ।মাত্র তো ২০০ বার করলাম


... মেয়ে: আজকের মত ছেড়ে দাও না জান:'(


ছেলে: আচ্ছা আর৫০ টা এএমএস করবো। ফ্রি এএমএস পাইছি শেষ করতে হবে তো।
 

Users who are viewing this thread

Back
Top