What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (2 Viewers)

বল্টু ক্লিনিক খুললো আর
বাইরে
লিখে দিল, “৩০০
টাকায় যে কোন রোগের
চিকিৎসা করান।
চিকিৎসা না হলে এক
হাজার টাকা ফেরৎ।“
.
এখন ঝন্টু ভাবলো
এক হাজার টাকা
রোজকার করার একটা
দারুণ সুযোগ...
.
তাই সে সেই ক্লিনিকে
গেল আর বলল “আমার
কোন জিনিষ খেতে
গেলে তাতে কোন স্বাদ
পাইনা।“
.
বল্টু: নিজের
নার্সকে বলল, “২২
নাম্বার বক্স থেকে
ওষুধ বার করো আর ৩
ফোটা
খাইয়ে দাও।“
.
নার্স খাইয়ে দিল।
.
রুগী (ঝন্টু)–
“আরে, ওয়াক থু ছিহ
এটা তো প্রসাব
.
বল্টু:
“Congratulation...
দেখলেন তো
আমাদের ক্লিনিকের
কামাল।
আপনি
টেস্টটা জিভে
পেয়ে গেছেন।
এবার
আমাকে
আমার ৩০০ টাকা ফী টা
দিয়েদিন।
.
কিন্তু ঝন্টু ভিষন
চতুর ভাবল, একে
টাইট
করতে হবে, আর
পয়সাটাও উসুল করতে
হবে।
তাই আবার কিছুদিন
পর সে সেই ক্লিনিকে
এল।
.
ডাক্তার– “সাহেব,
আমার মেমরী কমে
গেছে। কিছুই মনে
থাকেনা।“
.
বল্টু: – “নার্স,
এনাকে সেই ২২
নাম্বার বক্স থেকে ৩
ফোটা দাও।“
.
রূগী (ঝন্টু)–
“কিন্তু স্যার, ওটা তো
স্বাদ
ফিরে পাওয়ার ওষুধ।“
.
বল্টু: –
“দেখলেন তো ওষুধ
খাওয়ার
আগেই আপনার মেমরী
ফিরে এসেছে। দিন,
আমার ৩০০ টাকা।“
.
এবার ঝন্টু বেশ
রেগেই বাড়ি গেল আর
আবার কিছুদিন পর
ক্লিনিকে এসে বলল
“স্যার, আমার
দৃষ্টিশক্তি একেবারেই কমে
গেছে। সবই খুব ঝাপসা
দেখছি।
বল্টু: – “এর
কোন ওষুধ আমার
কাছে
নেই। এই নিন, আপনার
১০০০ টাকা
রুগী (ঝন্টু)–
“কিন্তু এটা তো ৫০০
টাকার
নোট।
বল্টু: দেখুন,
আপনার দৃষ্টিও ফেরৎ
এসে গেছে।
দিন আমার
৩০০ টাকা
ঝন্টু বেহুঁশ ।
 
বল্টু লেট করে ক্লাস এ এসেছে। স্যার
বিজ গনিত এর ক্লাস নিচ্ছেন।
.
বল্টুঃ (দরজার সামনে দারিয়ে)
may i coming sir?
.
স্যারঃ no.
এবারে স্যার অন্য
ছাত্রদেরকে সেখাচ্ছেন যে সব সময়ই
'minus and minus plus' হয়।
.
বল্টু আবারঃ may i coming sir?
.
স্যারঃ no.
.
বল্টু ক্লাস-এ ঢুকে পড়লো।
স্যারঃ বেআদব ছেলে কোথাকার?
তোমাকে না ক্লাস এ ঢুকতে নিষেধ
করলাম? ঢুকলা কেনো?
.
বল্টুঃ স্যার,
.
.
.
.
.
.
.
.
.
.
'minus and minus
এ যদি plus হয়?
no and no তো yes
হবেই।
এটা শুনে স্যার অজ্ঞান
 
শিক্ষক:- বল্টু, রাখাল-বালক আর
বাঘের গল্পটা পড়েছো?

বল্টু:- হ্যা, পড়েছি স্যার।

শিক্ষক:- এই গল্প থেকে আমরা কি
শিক্ষা নিতে পারি?

বল্টু:- স্যার, এই গল্পের মানে হলো!
যতদিন আমরা মিথ্যা কথা বলবো,
মানুষ আমাদের সাথে থাকবে।

আর যেদিন থেকে সত্য কথা বলা
শুরু করবো, সেই দিন থেকে মানুষ
আর আমাদের সাথে থাকবে না।
 
ভিক্ষুক:- কি ব্যাপার স্যার, আগে আমাকে
১০০ টাকা ভিক্ষা দিতেন। তার পর ৫০ টাকা।
আর এখন ২৫ টাকা করে দিচ্ছেন।

ভদ্রলোক:- আগে আমি সিংগেল ছিলাম।
তার পর আমার বিয়ে হয়েছে। আর এখন
আমার একটা বাচ্ছা ও আছে?

ভিক্ষুক:- বাহ স্যার, খুব ভালো! পুরো ফ্যামিলি
আমার টাকায় আনন্দ করে যাচ্ছেন।।
 
ক্যাপ্টেন:- পরবরর্তি ম্যাচটা আমাদের জন্য
খুবই গুরুত্ব পূর্ন। আমাদের এমন কাউকে
খুবই প্রয়োজন, যে খুবই শক্ত মনের
অধিকারি এবং যে কোনো পরিস্তিতিতে
নিজেকে মানিয়ে নিতে পারে!!

বল্টু:- আমিই একমাত্র সেই প্লেয়ার,
যা বলার আমাকে বলতে পারেন?

ক্যাপ্টেন:- হ্যা, আমি ও মনে মনে তোমাকে
খুজেছিলাম!

তোমাকে যা বলতে চাইছিলাম,
তুমি পরের ম্যাচটা আর খেলছ না!!
 
সংসদের গেটের সামনে
ভাঙ্গা-চোরা একটা সাইকেল
রেখে যাচ্ছিল এক লোক।
তা দেখে দারুয়ান এসে
রাগ করে বলল!

দারুয়ান:- ওই ব্যাটা, এখানে সাইকেল রাখলে
কেন? তুই জানিস না, এ পথ দিয়ে
মন্ত্রীরা যান।

লোক:- (হেসে জবাব দেয়) কোনো সমস্যা
নাই ভাই, সাইকেল তালা মাইরা
দিছি!!
 
এক জঙ্গলে একজন দরবেশ
বাবা থাকতেন। হঠাৎ একদিন
এক লোক জঙ্গলে গিয়ে দরবেশ
বাবাকে বলল??

লোক:- বাবা, আমার বউ আমাকে বড্ড জ্বালায়।
কোনো উপায় থাকলে বলোন?

দরবেশ বাবা:- (রেগে গিয়ে) বউয়ের জ্বালা থেকে
বাঁচার উপায় থাকলে আমি কি
আর জঙ্গলে এসে দরবেশ সাজি!!
 
ছেলে:- বাবা আমি বিয়ে করবো।
বাবা:- কাকে বিয়ে করবি?

ছেলে:- দাদিমাকে বিয়ে করবো।
বাবা:- হারামজাদা, তোর লজ্জা করে না।
তুই আমার মাকে বিয়ে করবি?

ছেলে:- তোমার লজ্জা করে না, তুমি আমার
মাকে বিয়ে করেছো??
 
স্যার:- শাহজাহান এর বৌয়ের নাম কি ছিলো?
ছাত্র:- স্যার, আপনাকে একটা কথা পরিস্কার
বলে দিতে চাই।

স্যার:- বল কি কথা?
ছাত্র:- লোকের বউয়ের খোজ খবর রাখার
মতো বদ অভ্যাস আপনার থাকতে
পারে, আমার নেই!!
 
বল্টুর পরীক্ষার রেজাল্ট বের হয়েছে শুনে বল্টুর বাবা বল্টুকে বললেন??

বাবা:- তোর রেজাল্টের খবর কি?
বল্টু:- principal এর ছেলে ফেল
করেছে বাবা।

বাবা:- তোর রেজাল্টের খবর কি?
বল্টু:- ডাক্তার বাবুর ছেলেটাও ফেল
করেছে।

বাবা:- হারামজাদা বলছি তোর
রেজাল্টের খবর কি?
বল্টু:- তুমি কোন কালের প্রধান মন্ত্রি ছিলে,
যে তোমার ছেলে পাশ করবে?
 

Users who are viewing this thread

Back
Top