What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (4 Viewers)

হাবলু আর বাবলু, দুই ভাই একটা আমগাছে ঢিল ছুড়ছিল।


হাবলু: ভাইয়া, এতক্ষণ ধরে ঢিল ছুড়ছি, তবু আমটা পড়ছে না। আমার মনে হয়, আমটা এখনো কাঁচা।


বাবলু: হুম, বৃথা কষ্ট করে কী লাভ? তুই এক কাজ কর তো, গাছ বেয়ে ওপরে উঠে যা।


হাবলু অনেক কষ্ট করে হাচড়ে-পাচড়ে গাছের ওপর চড়ে বসল। হাত বাড়িয়ে আমটা টিপেটুপে পরীক্ষা করে চিৎকার করে বাবলুকে জানাল, ‘ভাইয়া, আমটা পাকা!’


বাবলু: গুড! জলদি নিচে নেমে আয়। দুই ভাই মিলে ঢিল ছুড়লে আমটা পাড়তে খুব বেশি দেরি হবে না!​
 
ডাক্তারঃ অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে যে আপনার ব্রেইন ক্যান্সার হয়েছে।


মদনাঃ Yes!!


ডাক্তারঃ আমি যা বলেছি আপনি বুঝেছেন তো। আপনার ব্রেইন ক্যান্সার হয়েছে।


মদনাঃ সে জন্যেইতো খুশিতে লাফাচ্ছি। এতদিনে প্রমাণ হলো যে আমার ব্রেইন আছে।​
 
এক ব্যক্তি গ্রামের সব সিগারেট খোর লোকদেরকে একত্র করলেন সিগারেটের অপকারিতা সর্ম্পকে বুঝানোর জন্য । প্রথমে তিনি একটি কাঁচের জারে সিগারেটের ধোঁয়া ঢুকালেন। তারপর ঐ জারে একটি পোকা ঢুকিয়েদিলেন। … কিছুক্ষণ পর পোকাটি মারা গেল। তারপর তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, এ থেকে আপনারা কি শিখলেন? এক সিগারেট খোর লোক দাঁড়িয়ে বললো, এ থেকে আমরা শিখলাম, সিগারেট খেলে পেটের সব পোকামাকড় মারা যায়।​
 
বরিশালের গৌরনদীতে কোয়ারেনটাইনে থাকা এক ব্যক্তি গোপনে পালিয়ে গেছেন। পালানো অবস্থায় উনাকে চার জন মিলে রাতারাতি জোর করে ধরে নিয়ে এসে আটক করে রেখেছেন। “কোয়ারেনটাইন বিজয়ী” ঐ চারজনকে নিয়ে আবার গৌরনদী বাজারে বাজার সমিতি বিশাল বিজয়ের মিছিল বের করে ফেলেছে। উনারা সবাই হাসিমুখে সবার সাথে হ্যান্ডশ্যাক করছেন। রাস্তার চারপাশ দাঁড়িয়ে এই চারজনকে দেখার জন্য ধাক্কাধাক্কি-মারামারি ঘটনাও ঘটেছে। কোয়ারেনটাইনের এমন বিজয় উৎসব করোনা ভাইরাস বিশ্বের আর কোথাও কি দেখেছে? ভাইরাস এখন নিজেই কনফিউজড সে এই দেশে আরো কিছুদিন থাকবে নাকি নিজের ইজ্জত সম্মান নিয়ে পালাবে।​
 
Corona Be like” তাহলে কি আমি ভুল দেশে এসে পড়লাম”​
 
বরিশালের গৌরনদীতে কোয়ারেনটাইনে থাকা এক ব্যক্তি গোপনে পালিয়ে গেছেন। পালানো অবস্থায় উনাকে চার জন মিলে রাতারাতি জোর করে ধরে নিয়ে এসে আটক করে রেখেছেন। “কোয়ারেনটাইন বিজয়ী” ঐ চারজনকে নিয়ে আবার গৌরনদী বাজারে বাজার সমিতি বিশাল বিজয়ের মিছিল বের করে ফেলেছে। উনারা সবাই হাসিমুখে সবার সাথে হ্যান্ডশ্যাক করছেন। রাস্তার চারপাশ দাঁড়িয়ে এই চারজনকে দেখার জন্য ধাক্কাধাক্কি-মারামারি ঘটনাও ঘটেছে। কোয়ারেনটাইনের এমন বিজয় উৎসব করোনা ভাইরাস বিশ্বের আর কোথাও কি দেখেছে? ভাইরাস এখন নিজেই কনফিউজড সে এই দেশে আরো কিছুদিন থাকবে নাকি নিজের ইজ্জত সম্মান নিয়ে পালাবে।​
 
বাদশাহ আকবর একবার তাঁর দরবারে সভাসদবৃন্দদের ভোজ খাইয়ে ছিলেন৷ আকবর বীরবলকে খুব ভালবাসতেন৷ তিনি খুব যত্ন করে বীরবলকে খাওয়ান৷ যখন বীরবল অত্যাধিক খেয়ে বিরক্ত হয়ে গেলেন তখন তিনি আকবরকে বললেন আমার পেটে জায়্গা নেই৷ আমি আর খেতে পারব না৷ আমি আপনার এই আজ্ঞাটা পালন করতে পারব না৷





তখন একজন আম কেটে প্লেটের মধ্যে রাখল৷ প্লেটের মধ্যে আম দেখে বীরবলের খুব আম খাবার ইচ্ছা হল৷ বীরবল হাত বাড়িয়ে আমের প্লেট থেকে আম নিয়ে খেলেন৷ বীরবলকে আম খেতে দেখে বাদশাহ আকবর খুব রাগ করলেন৷ তিনি চিত্কার করে বীরবলকে ডাকলেন৷ তখন বীরবল হাত জোড় করে বাদশাহের কাছে গিয়ে বললেন রাস্তায় যখন খুব ভিড় থাকে তখন বেরোনোর জায়গা থাকে না৷ সেই পথ দিয়ে যদি মহারাজ আপনি যান তখন সবাই সরে গিয়ে আপনাকে যাবার জায়গা দেন৷ আপনি যে রকম আমাদের রাজা সেই রকম আমও হল ফলের রাজা৷ আপনাকে যে রকম আমরা রাস্তা ছেড়ে দিই৷ পেটও সেই রকম আমকে দেখে রাস্তা তৈরী করে দিয়েছে৷ তাই আমি আম খেতে পেরেছি৷





বীরবলের এই উত্তর শুনে আকবর মোহিত হয়ে যান৷ তিনি বীরবলকে আমের ঝুড়ি সমেত অনেক টাকা উপহার দেন৷ আমকে উপহার হিসাবে পেয়ে বীরবল অত্যন্ত আনন্দিত হন৷ বুদ্ধি হল পরম অস্ত্র৷ শুধু যুদ্ধ ক্ষেত্র নয় বুদ্ধি দ্বারা মানুষের মনও জয় করা যায়৷​
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগার খবর শুনে এক বুড়ো শিখ মেজর জিজ্ঞেস করলেন, ‘কে কার বিরুদ্ধে লড়ছে?’
‘ইংরেজ-ফরাসি জার্মানির বিরুদ্ধে।’
সর্দারাজী আপসোস করে বললেন, ফরাসি হারলে দুনিয়া থেকে সৌন্দর্যের চর্চা উঠে যাবে আর জমনি হারলেও বুরি বাৎ, কারণ জ্ঞানবিজ্ঞান কলাকৌশল মারা যাবে।’ কিন্তু ইংরেজরা হারা সম্বন্ধে সর্দারাজী চুপ।
আর যদি ইংরেজ হারে?’
সর্দারাজী দাড়িতে হাত বুলিয়ে বললেন, ‘তবে দুনিয়া থেকে বেইমানি লোপ পেয়ে যাবে।’
–সৈয়দ মুজতবা আলী​
 
উকিল সাহেবের প্রথম স্ত্রী চলে যাওয়ার পর বাসার কাজের মেয়েকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর এক প্রতিবেশী ভাবী এসে উকিলের বউকে জিজ্ঞেস করে : কেমন লাগছে উকিল সাহেবের নতুন সংসার?





মিসেস উকিল উত্তর দিলেন : আফা কুনু তফাৎ ফাই নাই গো, কাম কাইজ আদর সোহাগ বিয়ার আগে যা আছিল, এখনও তাই আছে। ফাঁকে দিয়া আমার বেতনডা বন্ধ কইরা দিসে গো আফা। আগে উকিল সাব খুশি অইয়া বখশিস দিতো, অহন হেইডাও বন্ধ। আহারে এতোদিনে কত ট্যাহা বেতন ফাইতাম। উকিল সাবের বুদ্ধিগো আফা! আমার পুরাডাই লস…​
 

Users who are viewing this thread

Back
Top