voidPendent
Expert Member
দ্যা বয়েস এমন এক ইউটোপিয়ান আমেরিকার কাহিনী যেখানে পথে-ঘাটেই দেখা মেলে সুপারহিরোদের। সেই সুপারহিরোরা আবার ভড নামের এক জায়ান্ট কম্পানির সাথে চুক্তিবদ্ধ , অনেকটা পেশাদার ফুটবলারদের মত । বিভিন্ন ফুটবল ক্লাবের মত এখানেও আছে সুপারহিরোদের বিভিন্ন গ্রুপ , যেমন টিনএজ নিক্স, পে-ব্যাক , সেভেন । এদের মধ্যে সেভেন সবচে এলিট গ্রুপ, সবচে পাওয়ারফুল অ্যান্ড পপুলার সাত জন "সুপ" নিয়ে গরে ওঠা সেভেন । এই পৃথিবীতে এসব সুপারহিরোদের কখনো আলাদা চোখে দেখা হয় না, একঘরেও করে রাখা হয় না। বরং তারা এখানে রীতিমতো সেলেব্রেটি , তাদেরকেই নিজেদের আইডল ভাবে সবাই। আমেরিকার অপরাধ দমনে ভূমিকা রাখে তারা । আর এই সুপার হিরো গ্রুপ সেভেন কে ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে এক দ্যা বয়েস নামের একটি সিক্রেট গ্রুপ । কারা এই গ্রুপ , কেন তারা সুপারহিরোদের পেছনে লেগেছে , জানতে হলে দেখতে হবে দ্যা বয়েস ।
আমরা সবাই কমবেশি মারভেল ডিসি ইউনিভার্সের কমিকস , কার্টুন, মুভি ও টিভি সিরিজের সাথে পরিচিত । বিগত দশকে সুপারহিরো রিলেটেড মুভি রীতিমত হলিউডের ব্যবসার সমীকরণ বদলে দিয়েছে , হলিউডের কম বেশি সব প্রোডাকশন হাউস , স্ট্রিমিং সার্ভিস এখন প্রথাগত মুভির চেয়ে এধরনের মুভিতে বিনিয়োগে আগ্রহী । (যার নেতিবাচক ফলাফল পরতে শুরু করেছে চলচিত্র জগতে । Martin Scorsese এর মতো কিংবদন্তী পরিচালককে তার "The Irishman " এর ফান্ডের জন্য নেটফ্লিক্স এর দারস্ত হতে হয়েছে । ) সেই কমিক্স রিলেটেড মুভি ও সিরিজের স্রোতের সাথে গত বছর যুক্ত হয়েছে
দ্যা বয়েস, যেটি কিনা Garth Ennis এর একই নামের কমিক্স থেকে এডাপ্টেড । সুপারহিরো রিলেটেড সিরিজ হয়েও
দ্যা বয়েস বাকি সব সিরিজ থেকে অনেকটাই বাতিক্রম । এটি একটি আর রেটেড সুপারহিরো স্যাটায়ার । কিন্তু এই সিরিজ শুধুমাত্র ডিসি বা মারভেল সুপারহিরোদের নিয়েই বিদ্রূপ করেনি , আমেরিকান সমাজের রেসিজম , সমাজের সাথে আষ্টেপৃষ্ঠে জরিয়ে থাকা ক্রিস্টানিটি , জেনোফোবিয়া , এমনকি হালের সায়েন্টোলজিও বাদ যায় নি বিদ্রূপের হাত থেকে ।
সত্যিই যদি পৃথিবীতে সুপার পাওয়ার ধারী মানুষের অস্তিত্ব , তবে কেমন হত সে পৃথিবী । কিছু আতিমানবীয় ক্ষমতাধারী মানুষ নিঃস্বার্থ ভাবে মানুষকে সাহায্য করে যাচ্ছে , নিজের জীবন বাজি রেখে দুনিয়াকে ধ্বংস হাত থাকে রক্ষা করছে , আদতে বেপারটা কতটা বাস্তবসম্মত । সামান্য ক্ষমতাধর হলেই মানুষের মধ্যে ক্ষমতার অপব্যবহার করার প্রবণতা দেখা যায় , সেক্ষেত্রে সুপার পাওয়ার নিয়ে মানুষ তার অপব্যবহার করবে না এমনটা ভাবা কি হাস্যকর নয় । গোটা সিরিজ জুড়েই এই প্রশ্নটি রাখা হয়েছে । কিন্তু এমন বক্তব্য কাঁধে নিয়েও কখনোই ভারি হয়ে দাঁড়ায়নি
দ্যা বয়েস এজি ডার্ক কমেডির কারনে আপনার সিরিজটি দেখতে কখনোই বিরক্তি লাগবে না ।
সিরিজটির আরেকটি আসাধারন দিক হল এর নিখুঁত কাস্টিং । বিলি বুচার চরিত্রে কার্ল আরবান থেকে ভালো কাস্ট আর কেও হতে পারতো কিনা সন্দেহ আছে । কার্ল আরবানের আভিনয় নিয়ে কিছু বলার নেই, রীতিমতো অসাধারন । বিলি বুচার চরিত্রটির সাথে Garth Ennis এর লেখা punisher vs mcu এর পানিশার এর কিছুটা মিল আছে । প্যারোডি সুপারম্যান "হোমল্যান্ডার" চরিত্রে অ্যান্থনি স্টারও অনবদ্য অভিনয় করেছেন। এছাড়া জ্যাক কুইড , চেস ক্রফোর্ড, লাজ অ্যালোনসো, এরিন মরিয়ার্টি, এলিজাবেথ শ্যুর সহ প্রায় প্রতিটি চরিত্রের ক্যাস্টিংই দারুণ ছিল । সিরিজের প্রায় সব চরিত্রই ডিসি বা মারভেল এর কোনাকনো সুপারহিরো চরিত্র থেকে অনুপ্রানিত , কিন্তু প্রতিটা চরিত্রই স্বকীয় ।
এখন পর্যন্ত দুটি সিজন রিলিজ হয়েছে এই সিরিজের । জনপ্রিয়তার দিক থেকে রীতিমতো তুঙ্গে আছে এই সিরিজ ।
Last edited: