প্রতিবছরই পাঠক আর মনোনীত জুরিদের সমন্বিত ভোটে ৫০ কাঙ্ক্ষিত পুরুষের একটি তালিকা প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। সদ্য প্রকাশিত ২০২০ সালের তালিকার ১ নম্বর স্থানটা এবার নিলেন বলিউডের প্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুত। পাশাপাশি কলকাতা টাইমসের জরিপে টলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত নারী হয়েছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী।
বিজয় দেবরাকোন্ডা, ইনস্টাগ্রাম
‘দ্য মোস্ট ডিজায়ারেবল মেন অ্যান্ড ওমেন’ নামের টাইমস অব ইন্ডিয়ার এই অনলাইন জরিপে অনূর্ধ্ব ৪০ বছরের আকর্ষণীয় ও কাঙ্ক্ষিত পুরুষদের তালিকায় আরও আছেন অভিনেতা বিজয় দেবারাকোন্ডা, আদিত্য রায় কাপুর, ভিকি কৌশল, দুলকার সালমান, ক্রিকেট তারকা বিরাট কোহলি, অভিনেতা টাইগার শ্রফ, রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা, সিদ্ধার্থ শুক্লা, কার্তিক আরিয়ান, কে এল রাহুল, দিলজিৎ দোসাঞ্জ, সিদ্ধান্ত চতুর্বেদী, বরুণ ধাওয়ান, রণবীর কাপুর, পুলকিত সম্রাট, সুরজ পাঞ্চলি প্রমুখ।
সুশান্ত সিং রাজপুতের ছিল পড়াশোনার অভ্যাস। ছবি: সংগৃহীত
২০১৩ সালে ‘কাই পো চে’ দিয়ে বলিউডের বড় পর্দায় সুশান্তের অভিষেক। একই বছরে মুক্তি পায় ‘শুদ্ধ দেশি রোম্যান্স’। ২০১৬ সালে ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ মুক্তির পর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে মুক্তি পায় ‘ছিঁছোড়ে’, ‘কেদারনাথ’, ‘রাবতা’, ‘তাকাডুম’, ‘দিল বেচারা’সহ বেশ কিছু ছবি।
১৯৮৬ সালের ২১ জানুয়ারি জন্ম নেওয়া সুশান্ত পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট। মহাকাশের প্রতি ছিল তাঁর তীব্র আকর্ষণ। আকাশে ঘুরে বেড়াবেন বলে বিমান চালানো শিখেছিলেন। মৃত্যুর পর বেরিয়ে আসে, বহু মানুষকে আর্থিকভাবে সাহায্য–সহযোগিতা করেছিলেন তিনি। সুশান্তের ছিল এক দার্শনিক মন, যা তাঁকে আলাদা করেছিল অন্য সব অভিনেতার থেকে। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে পুলিশ তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
মিমি চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম
টাইমস অব ইন্ডিয়ার কলকাতা সংস্করণ কলকাতা টাইমসের জরিপে টালিউডের অভিনেত্রীদের মধ্যে ২০২০ সালের সবচেয়ে কাঙ্ক্ষিত নারী নির্বাচিত হয়েছেন মিমি চক্রবর্তী। এর ঠিক আগের বছরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিলেন মিমি, সেবার প্রথম হয়েছিলেন তাঁরই বন্ধু নুসরাত জাহান। এবার নুসরাত হয়েছেন তৃতীয়, মাঝখানে দ্বিতীয় হয়ে ঢুকে পড়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার।
নির্বাচিত সেরা প্রতিযোগীর মধ্যে চতুর্থ ঋতাভরী চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম
এ আয়োজনে নির্বাচিত সেরা প্রতিযোগীর মধ্যে চতুর্থ ঋতাভরী চক্রবর্তী, পঞ্চম রুক্মিনী মৈত্র, ষষ্ঠ প্রিয়াংকা সরকার, সপ্তম সুস্মিতা চ্যাটার্জি, অষ্টম দিতি সাহা, নবম দর্শনা বণিক, দশম রিয়া ভট্টাচার্য, একাদশ সৌরসেনী মৈত্র, দ্বাদশ তানিশা দে, ত্রয়োদশ রাইমা সেন, চতুর্দশ ঊষসী রায় ও পঞ্চদশ দিতিপ্রিয়া রায়।
দিতিপ্রিয়া রায়। ছবি: ইনস্টাগ্রাম
২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমা দিয়ে টালিগঞ্জে পা রাখেন মিমি চক্রবর্তী। এরপর ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘গল্প হলেও সত্যি’, ‘শুধু তোমারি জন্য’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে পরিচিত পেয়েছেন তিনি। ২০১৯ সালের ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে পশ্চিমবঙ্গের যাদবপুর আসন থেকে সাংসদ নির্বাচিত হন তিনি।
* সূত্র: টাইমস অব ইন্ডিয়া