নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব। 'পাখি' শিরোনামের এই গানের ভিডিও চিত্রের দৃশ্য ধারণের কাজ দুই দিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করা হবে। এরপর গানটি শিল্পীর ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। নিউইয়র্ক থেকে বুধবার দুপুরে তেমনটাই জানালেন বিপ্লব।
'পাখি' গানের কথা লিখেছেন রাজু চৌধুরী। তিনি ১৯৯০ সালে প্রমিথিউস ব্যান্ডের মুক্তির প্রত্যাশায় অ্যালবামের 'নির্জন শালবনে' গানটি লিখেছিলেন। এরপরই তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। তবে সেখানে পাড়ি জমালেও বিপ্লবের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। এবার যখন নতুন গানের বিষয়ে আলাপ হচ্ছিল, তখন রাজু চৌধুরী তাঁর লেখা একটি গীতিকবিতার প্রসঙ্গ তোলেন, যা বিপ্লবেরও পছন্দ হয়। এরপর সেই গীতিকবিতার সঙ্গে বিপ্লব তাঁর নিজের লেখা কয়েকটি লাইন যুক্ত করেন। এরপর সুর ও সংগীতায়োজন শেষে গানটিতে কণ্ঠ দেন বিপ্লব।
নিউইয়র্কে থাকেন ব্যান্ড তারকা বিপ্লব।
বিপ্লব জানালেন, দুই দেশের তিন শহর থেকে গানটি তৈরি হয়েছে। ফ্লোরিডা থেকে লেখা, নিউইয়র্ক থেকে সুর–সংগীত তৈরি ও কণ্ঠ দেওয়া এবং ঢাকা থেকে গিটার ও কিবোর্ড বাজানো হয়। আর সবই সম্ভব হয়েছে বিশ্ব ডিজিটালাইজড হওয়ার কারণে। বিপ্লব বলেন, 'ঘণ্টার পর ঘণ্টা নিউইয়র্ক টু ঢাকা ফেসটাইমে কথা বলে গানের কারেকশনগুলো করেছি। আমাদের সবার পরিশ্রম শেষে “পাখি” এখন খাঁচা ভেঙে ওড়ার জন্য পুরোপুরি প্রস্তুত।'
ব্যান্ডতারকা বিপ্লব। ছবি: সংগৃহীত
গানটি প্রসঙ্গে বিপ্লব আরও বলেন, 'মেলোডি ধাঁচের রক গান। আধুনিক এই গানের সঙ্গে অর্কেস্টেশনে কম্পোজিশন করার চেষ্টা করেছি। গানটি তৈরি করে আমি সন্তুষ্ট। আমার মনে হচ্ছে, “পাখি” মুক্তির পর শ্রোতাদেরও ভালো লাগবে।'
কয়েক বছর ধরে বিপ্লব যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন। অন্য পেশায় নিয়োজিত থাকলেও যখনই সময় পেয়েছেন, গান লেখা, গিটার হাতে গানের প্র্যাকটিস করায় নিজেকে ব্যস্ত রাখতেন। গত বছরের জুলাইয়ে 'কথা রেখো বন্ধু' শিরোনামে তিনি একটি গান প্রকাশ করেছিলেন।