What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

দেখি নাই ফিরে (উপন্যাস) (2 Viewers)

এ মা, এই কিছুক্ষণ আগে ম্যাডামের সঙ্গে আমার কথা হয়েছে আমি সব বললাম, উনি তো ভয়ে কাবু, আরে কিছু হোক ছাই না হোক সম্মানের একটা ব্যাপার আছে তো, ওই রকম একটা ফালতু ছেলের সঙ্গে ঢলানি। এই ফাঁকে আমি আমার কাজ গুছিয়ে নিলাম, বাধ্য হয়ে উনি সব মেনে নিলেন। আমি অনির জায়গায় তোমায় বসাবো, তুমি যে কি উপকার করলে। আরে হুঁ হাঁ করছো না কেনো।
দিবাকর আমার দিকে তাকালো, আমি ইশারা করলাম, কথা তাড়াতাড়ি শেষ করতে।
আপনার কথা শুনছি। ঠিক আছে কিছুক্ষণ পর আপনাকে ফোন করছি।
এনি নিউজ।
রাখছি।
সঞ্জয় ফোনটা ছিনিয়ে নিয়ে কেটে দিয়ে রেকর্ডিংটা সেভ করলো।
মিত্রা মুখ নীচু করে বসে আছে।
এবার বল দিবাকর। তোর কিছু বলার আছে, দিবাকর হাঁউ মাউ করে কেঁদে উঠলো।
চিকনা ওকে প্রায় মেরেই দিচ্ছিলো, সঞ্জয় ধরে ফেললো।
বল , তোর যদি কিছু বলার থাকে।
দিবাকর ছুটে এসে আমার পা জড়িয়ে ধরলো, আমায় বাঁচা অনি, এরা পার্টির সব ওপর তলার লোক, আমায় আস্ত রাখবে না।
আমি ওদের দিকে তাকালাম। ঘরের সব হো হো করে হাঁসছে। অনাদি একে একে সবার সঙ্গে আমার আলাপ করিয়ে দিলো।
ওদের লোকাল কমিটির ভদ্রলোক বললেন, আপনার কথা অনেক শুনেছি, আজ চাক্ষুষ দেখলাম। সত্যি আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়। অনাদির কাছে আপনার সমস্ত ঘটনা শুনেছি। আমাদের সৌভাগ্য আপনি ম্যাডাম একসঙ্গে আমাদের এই অজগ্রামে পায়ের ধুলো দিয়েছেন।
আমি হাসতে হাসতে বললাম, যেখানে আপনি দাঁড়িয়েছেন, ওইখানে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম।
ভদ্রলোক অপ্রস্তুত হয়ে পরলেন, কোথায় দাঁড়াবেন ঠিক করতে পারছে না।
কটা বাজে।
এগারোটা পাঁচ।
দিবাকরের দিকে তাকালাম, তুই চুপচাপ থাকবি না মুখ -হাত-পা বেঁধে ওখানে ফেলে রাখবো।
দিবাকর কাঁদো কাঁদো মুখ করে বললো, আমি তোর পায়ের কাছে বসবো।
নীপা আমার পাশে এসে বসলো, ও এই অনিদাকে দেখে নি। মুখ চোখ শুকিয়ে কাঠ। ও ঠিক ঠাহর করতে পারছে না, ব্যাপারটা কি ঘটছে।
মিত্রা এবার তোর খেলা শুরু কর।
ঘরে পিন পরলে আওয়াজ হবে না। সবাইকে বললাম চুপ চাপ থাকবেন। কোন কথা বলবেন না। মিত্রা যা যা বলেছি খুব ঠান্ডা মাথায় , কখনই উত্তেজিত হবি না। মনে রাখবি এ্যাডমিনিস্ট্রেসনের কাছে মা-বাবা-ভাই-বোন-আত্মীয়স্বজন বলে কিছু নেই, ব্যাপারটা এইরকম আই এম কোরাপ্ট বাট গুড এ্যাডমিনিস্ট্রেটর।
মিত্রার চোখে মুখের চেহারা বদলে গেলো। এটা সবাই লক্ষ করলো।
দিবাকর কোনো আওয়াজ করবি না, যদি বাঁচতে চাস। তোর মোবাইলটা কোথায়?
চিকনা এগিয়ে দিলো। দিবাকরের দিকে এগিয়ে দিয়ে বললাম, ইশারায় কাজ করবি।
তুই যা বলবি তাই করবো।
ঠিক আছে।
মিত্রা ডায়াল করতেই ও প্রান্ত থেকে সনাতন বাবুর গলা ভেসে এলো।
হ্যাঁ ম্যাডাম সবাই চলে এসেছেন।
সবার নাম নোট করেছেন।
হ্যাঁ ম্যাডাম।
সুনীত বাবু , কাগজের খবর কি।
সব ঠিক আছে।
আমার কাছে সে রকম কোনো খবর নেই, বরং কাগজের বাইরের খবর নিয়ে আপনারা বেশ মাতা মাতি করেছেন।
না ম্যাডাম।
সময় মতো কাগজ বেরোচ্ছে।
হ্যাঁ ম্যাডাম।
কিন্তু আমার কাছে খবর আছে, গত কাল ছাড়া প্রতিদিন কাগজ সেকেন্ড ট্রেন ধরেছে।
কে বলেছে ম্যাডাম আপনি একবার তার নাম বলুন।
সনাতন বাবু।
হ্যাঁ ম্যাডাম, সুনীত বাবু যা বলছেন তা ঠিক নয় । গত কাল এক মাত্র ঠিক টাইমে কাগজ গেছে। আর যায় নি।
আপনি কি করছিলেন।
এ্যাকচুয়েলি ম্যাডাম.......
আপনাকে কাজের জন্য পয়সা দেওয়া হয়।

হ্যাঁ ম্যাডাম।
 
আপনাকে যে পাওয়ার দিয়ে এসে ছিলাম তা ইউটিলাইজ করেছেন।
এরা ঠিক......
সুনীত বাবু।
হ্যাঁ ম্যাডাম।
কজনকে চাকরির লোভ দেখিয়েছেন।
একজনকেও না।
আমি দিবাকরের ফোন থেকে রিং করলাম। সুনীতদার ফোন বেজে উঠেছে।
ম্যাডাম আমার একটা ফোন এসেছে।
এই নাম্বার থেকে।
চুপচাপ।
কি সুনীতবাবু চুপচাপ কেনো, নম্বরটা ঠিক বললাম। কথাবলছেন না কেনো।
হ্যাঁ ম্যাডাম।
আপনার মামা ব্যাপারগুলো জানেন।
না।
ওকে ফোন করুন, আর বলুন আমাকে এখুনি ফোন করতে। আর শুনুন আপনি আমার টেলি কনফারেন্স শেষ হলে অফিস থেকে বেরিয়ে যাবেন, শুক্রবার আমার ঘরে মিটিং , আপনি উপস্থিত থাকবেন, সেদিন যা বলার বলবো। এদের সামনে আর বললাম না।
ম্যাডাম, আমার কিছু কথা বলার ছিলো।
শুক্রবার বেলা এগারোটা, চম্পকবাবু।
হ্যাঁ ম্যাডাম।
এ মাসের টার্গেট কতো ছিলো।
১৫ কোটি।
কত ফুল ফিল হয়েছে।
১ কোটি।
বাকিটা।
হয়ে যাবে।
গাছ থেকে পরবে।
চুপচাপ।
কি হলো চুপ করে আছেন কেনো।
না ম্যাডাম, বাজারের অবস্থা........।
অন্য হাউস পাচ্ছে কি করে।আমার কাগজের কি হাল এতোই খারাপ নাকি।
না ম্যাডাম নিউজ কোয়ালিটি.......
সুনীতবাবু।
ম্যাডাম।

চম্পকবাবু কি বলছেন।
ম্যাডাম।
চম্পকবাবু।
হ্যাঁ ম্যাডাম।
কত টাকা মাইনে পান।
চুপচাপ।
যদি কাল আপনাকে দুর করে দিই, ওই মাইনে কলকাতার কোনো হাউস আপনাকে দেবে। আপনিও শুক্রবার অফিসে এসে দেখা করবেন, সমস্ত ডকুমেন্টস নিয়ে।
আচ্ছা ম্যাডাম।
কিংশুক বাবু।
হ্যাঁ ম্যাডাম।
আপনাকে যা দায়িত্ব দিয়ে এসে ছিলাম তা পালন করেছেন, না সনাতন বাবুর মত অবস্থা।
চুপচাপ।
বুঝেছি।
চম্পকবাবু আপনার দায়িত্ব গুলো কিংশুক বাবুকে বুঝিয়ে দিন।
ঠিক আছে ম্যাডাম।
সনাতান বাবু।
বলুন ম্যাডাম।
সার্কুলেশনের ভদ্রলোক এসেছেন।
হ্যাঁ ম্যাডাম আমি এসেছি।
গত ১০ দিনে কাগজের সার্কুলেসন ১ লাখ পরেগেছে কেনো।
না মানে।
দেরি করে বেরিয়েছে এই কারন দেখাবেন না, সব বিটে কাগজ ঠিক সময় পৌঁছায় নি।
না ঠিক তা নয়। প্রসে একটু প্রবলেম ছিলো।
আমি ১০ দিন অফিসে যাই নি, এতো দেখছি চারিদিকে খালি প্রবলেম আর প্রবলেম।
অতীশ বাবু আছেন ওখানে।
হ্যাঁ ম্যাডাম।
কি অতিশবাবু সাপের পাঁচ পা দেখেছেন।
চুপচাপ।
সুনীত বাবু।
বলুন ম্যাডাম।
দিবাকর মন্ডলকে চেনেন।
দিবাকর মন্ডল.........
অতীশবাবুর দিকে তাকাচ্ছেন তাই তো। চিনতে পারছেন না, একটু আগে আপনাকে ফোন করলো।
না ম্যাডাম ও তো ফোন করে নি।
এই তো এখুনি বললেন ওকে চিনি না।
না মানে।
আপনার গলার রেকর্ডিং শুনবেন।
না মানে.....
ত ত করছেন কেনো।
চুপচাপ।
পয়সা দিয়ে আমি গরু পুশবো ছাগল নয় এটা মনে রাখবেন। আমাকে নিয়ে হাউসে অনেক আলোচনা হচ্ছে, এটা আমার কানে এসেছে। একটা কথা মনে রাখবেন, আমার অনেক পয়সা আমার পক্ষে দুদশটা কেপ্ট পোষা খুব একটা অস্বাভাবিক নয়। এটা বড়লোক মানুষদের খেয়াল। আপনার মামাকে আমাকে ফোন করতে বলুন।
সনাতনবাবু।
বলুন ম্যাডাম
ওখানে আর যারা আছেন, তাদের শুক্রবার আসতে বলুন, আমার কথা বলতে ভাল লাগছে না। আর শুনুন, আমি ইসমাইলকে বলে দিচ্ছি, গাড়িটা অমিতাভদার বাড়িতে পাঠিয়ে দিন, আজ থেকে কাগজের দায়িত্ব, অমিতাভদার হাতে থাকবে, আমি কলকাতা না যাওয়া পর্যন্ত।
ঠিক আছে।
আর আপনারা সবাই শুনে নিন, অনি আপনাদের অনেক ক্ষতি করেছে। তাই না।
ঠিক বলেছেন ম্যাডাম।

ওকে আমি পানিশমেন্ট দিয়েছি।
 
এটা ভাল কাজ করেছেন ম্যাডাম। আমরাই বা শুধু ভুগবো কেনো। ওর জন্য জুনিয়র ছেলেরাও আমাদের কথা শুনতে চাইছে না।
ঠিক বলেছেন। আপনারা না এক একজন দিকপাল সাংবাদিক। এ্যাডমেনেজার, সিইও, এ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজের, আরো কত কি। সব গালভরা নাম তাই না।
চুপচাপ।
আপনাদের জ্ঞাতার্থে একটা কথা জানিয়ে রাখি অনি বর্তমানে এই কাগজের ২০ পার্সেন্ট শেয়ার হোল্ড করছে। দু-এক দিনের মধ্যেই নোটিস বোর্ডে নোটিশ পরে যাবে। যাকে যা দায়িত্ব দিলাম সেই দায়িত্ব অনুযায়ী কাজ করুন। শুক্রবার ১১টার সময় দেখা হবে।
সবাই চুপচাপ।
আমি লাইনটা কেটে দিয়ে সেভ করলাম। মিত্রা আমার কাঁধে মাথা দিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলো। আমি সবাইকে ইশারায় বাইরে বেরিয়ে যেতে বললাম।
সবাই চলে গেলো। নীপা বসেছিলো, আমি বললাম তুমি একটু গরম দুধ নিয়ে এসো। আর ওদের একটু চাএর ব্যাবস্থা করো।
নীপা ছুটে বেরিয়ে গেলো।
মিত্রা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে।
কাঁদে না। এতো ইমোশন্যাল হলে ব্যাবসা চালাবি কি করে।
আমি আর পারছি না অনি।
তোকে পারতেই হবে।
ও আমার ঘাড় থেকে মাথা তুলছে না। এই দেখো। এখনো কত কাজ বাকি আছে, দাদাকে ফোন করতে হবে। কাগজটা বার করতে হবে তো।
তুই কর।
নীপা ঘরে ঢুকলো।
কি বোকা বোকা কথা বলছিস। চোখ খোল, ওই দেখ নীপা তোকে দেখে হাসছে।
মিত্রা আমার ঘার থেকে মাথা তুললো, নীপার দিকে তাকালো, নীপা গরম দুধ নিয়ে এসেছে, নে এটা খেয়ে নে, দেখবি ভাল লাগবে।
তুই খা। ওরা সবাই কোথায় গেলো!
আমরা প্রেম করবো, সবাই দেখবে এটা হয়।
ধ্যাত। তুই না।
নীপা হাসছে।
মুখপুরী, তুই হাসছিস কেনো।
নীপা মিত্রার কোলে মাথা দিলো।
তোর আবার কি হলো।
আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ো না, আমি তোমার বাড়িতে রান্নার কাজ করবো।
কি পাগলের মতো কথা বলছিস।
ওঠ, তোকে তোর অনিদার মতো হতে হবে।
আমি পারবো না মিত্রা দি।
পারতেই হবে।
নে ফোন কর, দাদাকে। আমি বললাম।
কি বলবো।
স্পিরিটটা মাঝে মাঝে হারিয়ে ফেলিস না।
দে ।

আমি আমার ফোন থেকে ডায়াল করেই ওর হাতে দিলাম।
হ্যালো।
কি রে তুই কেমন ছেলে একটা ফোন করলি না কালকে। বড়মাকে ভুলে গেছিস।
আমি মিত্রা বড়মা।
ওই মর্কটটা কোথায় রে। দে তো কানটা মুলে।
দেবো।
না থাক। ওর অনেক চাপ । বুঝি, কিন্তু মন মানে না।
সত্যি বড়মা, গিয়ে তোমাকে সব বলবো।
কেনো রে , আবার কি হলো।
সে অনেক কথা।
ওর কাকার শরীর ভাল আছে তো।
হ্যাঁ।
ওই নে তোর দাদা চেঁচাচ্ছে, কে ফোন করলে, সত্যি কি মিনষেরে বাবা, একটুও সহ্য হয় না।
মিত্রা হো হো করে হেসে ফেললো।
হাসিস না হাসিস না। ৪০ বছর ঘর করা হয়ে গেলো, হারে হারে চিনেছি।
দাদাকে দাও।
ধর। হ্যাঁ ও কি আমার সঙ্গে কথা বলবে না প্রতিজ্ঞা করেছে।
ও তো আমার সামনে বসে আছে।
ওর গলাটা একটু শোনা না।
তোমাকে পরে দিচ্ছি।
আচ্ছা।
হ্যালো।
দাদা আমি মিত্রা।
হ্যাঁ বলো মা। তোমরা কেমন আছ।
ভাল নেই।
কেনো।
সে অনেক কথা, আপনাকে যে জন্য ফোন করছি।
আগে বলো ওখানকার সবাই ভালো তো।
হ্যাঁ এখানকার সবাই ভালো আছে, আমরাও ভালো আছি।
বলো কি বলছিলে।
আজ থেকে আপনি অফিসে যান, আমি ইসমাইলকে বলে দিয়েছি, ও আপনাকে , মল্লিকদাকে নিয়ে যাবে। আর যাদের যাদের আপনার দরকার তাদের তাদের আপনি ডেকে নিন, শুক্রবার আমি আর অনি সকালে কলকাতা যাবো।
কিছু একটা গন্ডগোল হয়েছে মনে হচ্ছে।
মিথ্যে কথা আপনাকে বলবো না। হয়েছে।
কি হয়েছে বলো।
আপনি অফিসে গেলেই বুঝতে পারবেন। বাকিটা পরে ফোন করে আপনাকে বলবো।
ঠিক আছে।
ওখানে কিছু হয়েছে।
না।
সত্যি কথা বলছো।
হ্যাঁ।
নাও ছোটর সঙ্গে কথা বলো।
কিরে কোমন আছিস।
ভালো, তুমি কোমন আছ।

ভালো, ওই ছাগলটা কোথায়।
 
মিত্রা এর মধ্যে দুধটা খেয়ে নিয়েছে, আমি বললাম, চোখ মুখের অবস্থা দেখেছিস, যা একটু জল দিয়ে আয়, ওরা নিচে দাঁড়িয়ে আছে, ওদের ওপরে ডাকি, তুই এসে ওদের সামলাবি, আমি নীচে গিয়ে একটু কথা সেরে আসবো কয়েকজনের সঙ্গে।
কাদের সঙ্গে।
ও তুই বুঝবি না।
আমি মালিক বুঝবো না।
হেসেফেললাম, নীপা আছে তাই কিছু বললাম না।
সরি।
এখুনি চলে আসিস। নীপা একরাউন্ড চা হবে। আমি একা নয় সবার জন্য।
ঠিক আছে।
ওদের ওপরে পাঠিয়ে দাও।
মিত্রা নীপার সঙ্গে ঘরের বাইরে বেরিয়ে গেলো, সিঁড়িতে ধুপ ধাপ আওয়াজ, ম্যাডাম আপনি চলে যাচ্ছেন নাকি, অনির গলা পেলাম।
কেনো।
এক মিনিট একটু আসুন।
যাচ্ছি।
অনাদি এসে ফোনটা আমায় দিলো, কথা বল।
কে।
কথা বললা না।
হ্যালো।
অনিবাবু, আমি নিরঞ্জন বলছি, জেলাসভাধিপতি।
হ্যাঁ হ্যাঁ, সেদিন নার্সিংহোমে আপনার সঙ্গে দাদা আলাপ করিয়ে দিয়েছিলেন।
ঠিক ধরেছেন। শুনুন, অমিতাভদা ফোন করেছিলেন।
দাদা! আপনাকে! কেনো?
আপনার কি কোনো প্রবলেম হয়েছে।
উঃ দাদাকে নিয়ে আর পারা যায় না।
শুনুন আমি সব শুনেছি, অমল ওখানে গেছে, কোন সমস্যা হলে ওকে একবার ফোন করবেন। টেনসন নেবেন না।
ধন্যবাদ দাদা।
রাখছি।
আচ্ছা।
অনাদিকে ফোনটা বারিয়ে দিলাম। এই নিয়ে চারবার ফোন হলো।
মানে।
প্রথমে অমলদাকে ফোন করে সব জানলো, তারপর আমাকে ফোন করে সব জানলো, তারপর তোর সঙ্গে কথা বলতে চাইলো।
কে ফোন করেছিলো। মিত্রা বললো।
আবার কে এখানকার জেলাসভাধিপতি, দাদা ফোন করে ডিটেলস জানাতে বলেছে। উঃ দাদাকে নিয়ে আর পারা যাবে না। তুই আবার এলি কেনো।
অনাদি ডাকলো।
যা তুই , তাড়াতাড়ি আয়। অনাদি ওদের ডাক।
অনাদি ওদের সকলকে ওপরে ডাকলো। সিঁড়ির মধ্যে হুড়ুম দুড়ুম আওয়াজ। ঘর ভরে গেলো, বাসু আমার পাশে এসে বসলো, চিকনাকে রুখতে পারলাম না, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো।
ওঃ তুই না।
প্রথমে গুরুমাকে তারপর তোমাকে করলাম। গুরু তুমি কি খেলা খেললে।
কেনো।
কিছুই তো বুঝি না, অমলদা বোঝালো।
অমলবাবু এগিয়ে এলেন, ওনার হাতে হাত রাখলাম।
অনাদি আপনাদের ডেকে এনে আমাকে সারপ্রাইজ দিলো।
না।
মানে।
ওর নামে রিটিন কমপ্লেন জমা পরেছিলো। আমরা সেটা ওকে জানাতে ও বললো, আজ চলে এসো তাহলে দেখতে পাবে।
কে করেছিলো।
এই যে শ্রীমান। দিবাকরের দিকে তাকালো।
তোর কি হয়েছে বল তো। দিবাকরকে বললাম।
দিবাকর মাথা নীচু করে বসে আছে, বিকেলে একবার আয় তোর সঙ্গে আমি পার্শোনালি কথা বলবো।

দিবাকর মাথা দোলালো।
 
অমলবাবু বললেন, সেই রিটিন কমপ্লেন দেখলে আপনারও মাথ খারাপ হয়ে যাবে। পার্টির কিছু ডেকোরাম আছে, আমরা তা মেনে চলি। বাধ্য হয়ে অনাদির এগেনস্টে স্টেপ নিতে হতো। যাক এখন ব্যাপারটা অনেক সহজ হলো, আপনার জন্য পার্টির ওপর মহল পর্যন্ত জানানো হয়ে গেলো, অনাদি এখন সেফ।
কত কি না ঘটছে। চিকনা তোর পাওনাগন্ডা আমি মেটাবো, এই মুহূর্তে নয় আমায় এক সপ্তাহ সময় দে।
এক সপ্তাহ কেনো, তুই একবছর সময় নে।
নীপা চা-এর ট্রে নিয়ে ঢুকলো, পেছনে মিত্রা।
নীপা, চিকনা চেঁচিয়ে উঠলো, তারপরই জিভ বার করে ফেললো, মিত্রাকে দেখে।
ষাঁঢ়ের মতো চেঁচাচ্ছ কেনো।
আমি আছি কিনা।
তুই আছিস সবাই দেখতে পাচ্ছে, সঞ্জয় বললো।
তুই এর মধ্যে ঢুকলি কেনো। কথাটাতো আমার সঙ্গে......
গলা টিপে দেবো।
সঞ্জয়।
থাম তোরা, যেন সাপে নেউলে। আমি বললাম।
অনাদির দিকে তাকিয়ে বললাম, এবার পার্টিটা হোক।
সকলে হৈ হৈ করে উঠলো। মিত্রা আমার দিকে তাকিয়ে একবার মুচকি হাসলো।
উঃ শালারা যেন গরুর পাল। আস্তে করে কানের কাছে এসে বললো, কিরে মিত্রা শুনতে পায় নি তো।
না মনে হয়।
মিত্রা সকলের দিকে চায়ের কাপ এগিয়ে দিলো।
আমার কাছে এসে বললো, রাতে বাঁশ বাগানে।
অনাদি কথাটা শুনলো।
ঠিক আছে তাই হবে ম্যাডাম।
টাকা আমি দেবো।
অনির অনারে পার্টিটা আমরা দেবো বলেছিলাম। অনাদি বললো।
বাসু হাসতে হাসতে বললো, আমি অনাদিকে এ ব্যাপারে সাপোর্ট করছি।
ঠিক আছে, তোরা ৪০ ভাগ দে মিত্রা ৬০ ভাগ দিক, কিছু খসা না। অনেক তো আছে।
অনি খারাপ হয়ে যাবে বলেদিচ্ছি। মিত্রা বললো।
অমলবাবু আমাদের কথা শুনে হাসছেন। চা পর্ব শেষ হলো, ঠিক হলো, বাঁশ বাগানেই রাতে পিকনিক হবে। অমলবাবুকে বললাম, যদি অসুবিধে না থাকে তাহলে সপরিবারে বিকেলে চলে আসুন, যাদের সঙ্গে আনা যাবে বলে মনে করবেন তাদেরও সঙ্গে আনুন। অমলবাবু, আমার কথায় শায় দিলেন, অবশ্যই আসবো। অনাদির দিকে তাকিয়ে বললাম, কখন থেকে শুরু হবে তোরা ঠিক কর।
সবাই কিন্তু বউকে নিয়ে আসবে, জমিয়ে আলাপ করা যাবে , আড্ডাও মারা যাবে। মিত্রা বললো।
চিকনা চেঁচিয়ে উঠলো আমার যে কোনটাই নাই।
কোনটাই নেই মানে।
বউও নেই প্রেমিকাও নেই।
সঞ্জয়ের দিকে তাকালাম।
চিকনা বুঝতে পেরেছে। হাসতে হাসতে বললো, ওর একখানা আছে।
তোকে বলেছে। সঞ্জয় খেপে গেলো না।
আমি মুচকি হাসলাম।
ও আসবে না। আমার দিকে তাকিয়ে সঞ্জয় বললো।
অনাদি বললো শা.......। সরি ম্যাডাম।
দেখ না, যদি হয় ভালো লাগবে। আমি বললাম।
অনাদির দিকে তাকিয়ে বললাম, আমি একটা রিকোয়েস্ট করবো তোদের, রাখবি।
বল।
আমি দুপুরবেলা ঘন্টা তিনেক ঘুমোবো, আর টানতে পারছি না।
তোকে কেউ ডিস্টার্ব করবে না।
ওরা সবাই একে একে চলে গেলো।
নীপা সব গুছিয়ে গাছিয়ে নিলো। মিত্রাদি এবার স্নান করবে তো।
মিত্রা আমার দিকে তাকালো। পুকুরে!
হ্যাঁ, ওটাই বাথ টব।
সাঁতার কাটবো। আমার দিকে তাকিয়ে বললো, তুই একেবারে পুকুর ধারে যাবি না।
নীপা মুখ নীচু করে হাসলো।
তুই হাসলি কেনো।
নীপার আমার দিকে তাকিয়ে বাঁকা চোখে বললো, কারন আছে।
আমি বললাম, ঠিক আছে যাবো না।

ওরা ওদের জিনষত্র গুছিয়ে গাছিয়ে চলে গেলো।
 
মিটসেফের ওপর থেকে সিগারেটের প্যাকাটটা নিয়ে এলাম, টান টান হয়ে বিছানায় শুলাম, আঃ কি আরাম, প্যাকেট থেকে একটা সিগারেট বার করে ধরালাম। দেবাশীষকে একটা ফোন করলাম, ও রিলায়েন্সের সি ই ও, সন্দীপকে ফোন করে অফিসের খবর নিলাম, ও তো ফোন ছাড়তেই চায় না, খালি বললাম দাদা এসেছেন কিনা, ও বললো এসেছে কিরে যেন বাঘ বাচ্চা, গলার স্বর পর্যন্ত চেঞ্জ, সুনীতের চেলুয়াগুলো, এই দশদিনে যারা রাজ করেছিলো, তারা সব শুয়োর হয়ে গেছে। ঠিক আছে গিয়ে সব শুনবো, আমি জীবনের প্রথম একটা মাইলস্টোনে পৌঁছলাম, বেশ ভালোলাগছিল, জানিনা পরে আমার কপালে কি লেখা আছে। আরো কয়েকজন বন্ধু-বান্ধবকে ফোন করলাম, ক্লান্তি সারা শরীরে , কখন ঘুমিয়ে পরেছি খেয়াল নেই। একটা নরম হাতের স্পর্শে চোখ খুললাম, একটা প্রতিমার মতো মুখের ছবি আমার চোখের সামনে, আমায় দেখে মিটি মিটি হাসছে, সিঁথিতে লালা সিঁদুর কপালে সিঁদুরের টিপ, পরনে লালাপার শাড়ি, আমার কপালে হাত বুলিয়ে দিচ্ছে, ওঠ অনেক বেলা হলো, ধড়ফর করে উঠে পরলাম, মিত্রা আমার সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখে অবাক হয়ে গেলাম, এখানে এগুলো পেলো কোথা থেকে, তারপরে ভাবলাম হয়তো নিয়ে এসেছে। যা স্নান করে আয় , খিদে পেয়েছে। আমি টাওয়েলটা নিয়ে বেরতে যেতেই, মিত্রা আমার হাত চেপে ধরলো।
বললিনা কেমন লাগছে।
হাসলাম।
কাকীমা দিলো। পরলাম।
আমি স্নান করে এখুনি আসছি, কাপর ছাড়বি না।
আচ্ছা।
আমি বেরিয়ে এলাম।
নীপা ঘাটে জামা কাপড় কাচ্ছিল, আমি পাশ কাটিয়ে নেমে গেলাম, নীপা একবার আমার দিকে তাকালো, অন্য সময় হলে নীপাকে বলতাম, এখন যাও, বললাম না, গামছাটা, কাঁছা দিয়ে বেঁধে জলে ঝাঁপ দিলাম, বেশ কিছুক্ষণ সাঁতার কাটলাম, নীপা আমার দিকে তাকিয়ে হাসছে, এ কয়দিন জলে নেমেছি, তবে পারে বসেই স্নান করেছি। তুমি সাঁতার জানো।
তোমার কি মনে হয়।
তাহলে পারে বসে বসে স্নান করতে যে।
জলে নামতে ভালো লাগতো না। ইশারায় বললাম চলে এসো।
ও জানলার দিকে ইশারা করলো, আমি হেসে ফেললাম।
তুমি ওপারে যেতে পারবে।
আমি সাঁতরে ওপারে চলে গেলাম, তারপর সাঁতরে এপারে উঠে এলাম, গাটা ভাল করে মুছে, নীপাকে বললাম,
ও দিকে তাকাও।
নীপা মুখ ভেঙচি কাটলো।
সব তোলা রইলো সুদে আসলে তুলে নেবো।
নীপা মুচকি হাসলো, মুখে বলাই সার, এবারে আর হচ্ছে না।
কাকীমাকে বলো খাবার বারতে, ওরা আবার সবাই চলে আসবে।

চলে আসবে না , এসে গেছে।
তার মানে!
দেখো না গিয়ে বাইরের বারান্দায়, মাল পত্র আসতে আরম্ভ করেছে।
তুমি এসো আমি রেডি করে দিচ্ছি।
না এক সঙ্গে খাবো।
আমার একটু দেরি হবে।
তাহলে তোমার কাজ শেষ হলে ডেকো।
কেনো। তোমরা......
আমি কোন কথার উত্তর দিলাম না।
অমনি রাগ হয়ে গেলো।
আমি ঘরে এলাম।
মিত্রা বাইরের বারান্দায় দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছে, আমায় দেখেই বললো, ওই তো অনি এসেছে।
কে।
কথা বল।
অনিবাবু।
আরে দাদা আপনি , বলুন।
ওয়াইজ ডিসিসন।
এভাবে বলবেন না।
সত্যি বলছি অনি, তোমার মাথাটাযে কি , তুমি আমার প্রফেসনে এলে অনেক বেশি সাইন করতে পারতে।
পরেরজন্মে হবে দাদা।
তুমি জন্মান্তরবাদ বিশ্বাসী।
কিছুই বিশ্বাস করি না, আবার সব বিশ্বাস করি। মিত্রা আমায় ইশারায় বলছে রাখ রাখ। আপনি এখন কোথায়।
মুম্বাই।
কলকাতায় কবে আসছেন।
দেখি, আগামী মাসের প্রথমে।
ঠিক আছে দাদা।
আচ্ছা।
ওঃ তুই হেজাতেও পারিস।
আফটার অল তোর বিয়ে করা বড়।
কচু।
তার মানে।
সে বোলবোখোনতোকে একদিন। আমি কাউকে বিয়ে করিনি, আমায় বিয়ে করেছিলো।
এর আগেও তুই এই কথাটা একবার বলেছিলি। আয় ঘরে আয়।
আমি ঘরে এলাম, মিত্রা আমার পেছন পেছন ঢুকলো। আমি আলনা থেকে একটা পাজামা পাঞ্জাবী বার করলাম। দেখলাম মিত্রা ঘরের দরজায় খিল দিচ্ছে।
কিরে।
ওর চোখে মুখে দুষ্টুমি।
তুই কাপর ছাড়তে বারন করেছিলি কেনো।
একটু দাঁড়া।
না। আগে বল। আমার কাছে এগিয়ে এসে, টাওয়েলে হাত রেখেছে।
ছাড়। বলছি।
ছাড়বোনা।

ঠিক আছে ধোরে দাঁড়া যেন না খুলে যায়।
 
আমি আলমাড়ির কাছে গেলাম, আলমাড়ির মাথার থেকে চাবিটা নিলাম, আলমাড়িটা খুললাম, অনেকদিন আগে ওই বাক্সটাতে হাত দিয়েছিলাম, কত দিন হবে, প্রায় দশ বছর, যেদিন কলকাতায় পড়াশুনার জন্য গেলাম, বাক্সটা বার করে আনলাম, মিত্রা বুঝতে পেরেছে, ও আমার টাওয়েল থেক হাত সরিয়ে নিয়েছে, আমি ওকে বাক্সটা খুলে মায়ের ছবিটা দেখালাম, ও হাতজোড় করে প্রণাম করলো, তারপর হাতে নিয়ে মাথায় ঠেকালো, এটা নিয়ে যাব।
মায়ের এই একটাই ছবি আছে।
ঠিক আছে এই দায়িত্বটা আমি নিলাম।
কি দায়িত্ব নিলি।
এই ছবির থেকে অনেক গুলো ছবি করবো।
আমি মিত্রার দিকে তাকালাম।
মায়ের বাক্সের মধ্যে, একটা সোনার চেন ছিলো, ওটা বার করলাম। সেটা সোনা বলে এখন আর বোঝা যায় না। কমন পেতল পেতল দেখতে হয়ে গেছে, মিত্রা আমার কাছে এগিয়ে এলো। চোখদুটো ছলছলে,
এটা পরার যোগ্যতা আমি এখনো অর্জন করিনি বুবুন, তুই মনখারাপ করবি না, আমি ঠিক সময়ে তোর কাছ থেকে এটা চেয়ে নেবো।
আমি মিত্রার দিকে তাকালাম। ওর চোখ মিথ্যে কথা বলছে না।
ওটা তুলে রাখ।
আমার কাছে এগিয়ে এসে আমার কাঁধে হাত রাখলো, তুই রাগ করলি না।
না।
মনখারাপ করলি না।
আমি চুপচাপ।
আমার দিকে তাকা।
আমি ওর দিকে তাকালাম।
আমার চোখে চোখ রাখ।
আমি জানি, তবে এও তোকে বলছি, আমি তোর ছাড়া আর কারুর নয়। অন্য কেউ হলে নিয়ে নিতাম, কিন্তু তোর মার জিনিষ, তোকে দেখে তাঁকে আমি শ্রদ্ধা করতে শিখেছি, তুই আমার ওপর রাগ করলি না।
সত্যি বলছি।
এটা আমার, সম্পূর্ণ আমার, এটা তুই কাউকে কোনো দিন দিবি না।
সেইজন্যই তো বার করেছিলাম।
দে আমি তুলে রাখি। তোকে যখন চাইবো তুই আমাকে দিবি।
মিত্রা খালি মায়ের ছবিটা বার করে নিলো, বাক্সটা নিজে হাতে যেখানে ছিলো সেখানে তুলে রাখলো। আমি আলমাড়িটা বন্ধ করলাম।
তোর বাবার কোনো ছবি নেই।
আছে।
কোথায়?
বাবামার একসঙ্গে একটা ছবি আছে, কলকাতায় আমার ফ্ল্যাটে।
ঠিক আছে।
কি ঠিক আছে।
সব কথা ছেলেদের বুঝতে নেই।
আচ্ছা। এবার পাজামা পাঞ্জাবী পরে নিই।
পর।
তুই কাপর ছাড়বি না।
না।
নীপা নীচ থেকে ডাকলো। চলে এলাম, সবাই একসঙ্গে বসে খেলাম, অনেক হাসি ঠাট্টা হলো। নীপাতো মাঝখানে বলেই বসলো, আমি উঠে যাবো কিন্তু। আমিই বরং বললাম, উঠো না, খেয়ে নাও। খাওয়ার ওপর রাগ করতে নেই , শরীর খারাপ করে।

আমার কথা বলার ধরনে সবাই হেসে উঠলো।
নীপা আমার দিকে কট কট করে তাকালো, থাইতে দিলো এক চিমটি।
খাওয়া শেষ হতে মুখ হাত ধুয়ে আমি আগে আগে চলে এলাম।
নীপা বললো, তুমি কি ঘুমোবে।
না হলে টানতে পারবো না। তুমিও তো কাল ঘুমোও নি, একটু গড়িয়ে নাও।
ঠিক আছে।
আমি চলে এলাম।
পাঞ্জাবীটা খুলে আলনাতে রাখলাম, সত্যি শরীরে ক্লান্তি জড়িয়ে আছে, শোওয়ার সঙ্গে সঙ্গে ঘুমে চোখ জড়িয়ে আসছে। মিত্রা ঘরে ঢুকলো, দরজাটা ভেতর থেকে খিল দিলো, কিরে খিল দিচ্ছিস কেনো।
কেনো সবাইকে দেখিয়ে করতে হবে।
হাসলাম।
ও কাপর খুলছে। আমি জানলার দিকে মুখ করে শুলাম, আজকের রোদটা, বেশ কড়া, বাঁশ ঝাড়ের তলায় একটা কুকুর শুয়ে, আড়মোঢ়া ভাঙছে।
জানিস অনি হিসুটা কি সাদা হচ্ছে রে।
কোথায় করলি।
নীপা জায়গা দেখিয়ে দিয়েছে।
আমি যে মুখ পেতে থাকলাম।
যাঃ।
সত্যি রে। কলকাতায় এরকম সাদা হিসু হয় না।
জলের গুণ।
সত্যি মাঝে মাঝে এখানে এসে কয়েকটা দিন করে কাটিয়ে যেতে হবে।
হিসু সাদা করার জন্য।
যাঃ।
পটি করেছিস।
সকালে স্নান করার সময় করেছিলাম।
পাছুতে ঘাস ফুটলো।
হ্যাঁ, সত্যি দারুণ এক্সপিরিয়েন্স।
লিখে ফেল।
সর, চিত্তাল হয়ে শুলে আমি শোবো কোথায়।
আমার পিঠে।
আমি জানলার দিক থেকে ওর দিকে ফিরলাম। ও ব্রা আর সায়া পরে এসেছে।
কি রে এরকম অর্ধনগ্ন। পুরো খোল নয়তো খুলিস না।
ওই টুকু তোর জন্য রেখেছি। সর না।
আর কতো শোরবো।
মিত্রা পাদুটো ওপর দিকে তুলে শায়াটা থাই পর্যন্ত নামিয়ে দিল ।
কি হলো।
উঃ এতোক্ষণ কাপর পরা অভ্যাস আছে, তোর পাল্লায় পরে তবু কাপরটা গুছিয়ে পরতে শিখলাম।
যাক তাহলে কিছু একটা শিখলি।
শোন বেশি ক্ষণ করবো না।
কেনো।
এখন একটু করেই ঘুমিয়ে পরবো।
মানে খোঁচা খুঁচি।
ভাগ , পুরো।
দাঁড়া, জানলাটা বন্ধ করি।
এটা বন্ধ কর, মাথার শিয়রেরটা বন্ধ করিস না, ভীষণ সুন্দর হাওয়া আসছে, এসিকেও হার মানায়।
আমি ওর দিকে ঘুরে শুলাম, মুখটা আমার দিকে ঘুরিয়ে বললাম, তোর জায়গাটা ভাল লাগছে।
দারুন, আমি যা এক্সপেক্ট করেছিলাম, তার থেকেও।
তখন দাদা কি বলছিলো।
দুর ওই ধ্বজভঙ্গটার কথা ছাড় তো, ও একটা পুরুষ নাকি।
এতো বড় একটা বিজনেস।
ওটাও আমার, ফিফ্টি ওর ফিফ্টি আমার।
আচ্ছা তুই এতোটাকা পেলি কোথায়।
এখুনি জানতে ইচ্ছে করছে।
মাথা দোলালাম।
আমার করতে ইচ্ছে করছে, সাতদিন হয়েগেলো, লাস্ট কবে করেছিলি মনে আছে।
হুঁ। গত সপ্তাহের এই দিনে।
তাহলে।
আচ্ছা এটাই কি জীবনের সব।
সব নয় তবে এটার জন্যই পৃথিবীটা টিঁকে আছে। তোর ভালো লাগে না।
আমি কি সেই কথা বলেছি।
তাহলে তুই একথা বললি কেনো।
আমি তোকে প্রতিদিন নতুন ভাবে আবিষ্কার করি।
আমিও অনি। কলেজ লাইফটা বাদ দিলে, তোর সঙ্গে আমার প্রায় ৬ বছর পরে দেখা।

হুঁ।
 
ধ্যুস ফিতেটা খোল তো একটু ফ্রি হয়ে শুই।
মিত্রা পিঠ ঘোরালো, আমি ওর ব্রার হুকটা খুলে দিলাম। ওর বুকের অর্গল খোসে পরলো।
হ্যাঁ, কি বলছিলাম, ৬ বছর, জানিস বুবুন তোর জন্য আমি বুড়ো বয়স পর্যন্ত অপেক্ষা করতাম।
মিত্রা আর একটু কাছে সরে এলো। ওর বুক এখন আমার বুকের সঙ্গে।
কেনো।
ওই যে বললাম, আমার বাবা তোকে চিনেছিলেন। বাবার কথাটা আমি এখনো অক্ষরে অক্ষরে পালন করি।
ওর চোখ দুটো ভারি হয়ে গেলো।
আমি ওর চোখটা মুছিয়ে দিলাম।
লোকে ভাবে আমার কিসের অভাব, জানিস আমি পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম ব্যাক্তি, পয়সা পৃথিবীর সব নয়। তোর মধ্যেও এ ব্যাপারটা আছে। মাঝে মাঝে কলেজ লাইফের কথাগুলো মনে পরে যায়। তোর পোষাক তোর চালচলন, এখনো চোখ বন্ধ করলে, ছবির মতো ভেসে ওঠে, তোকে যে কখন ভালোবেসে ফেলেছিলাম জানি না।
মিত্রা আমার বুকে মুখ লোকালো।
আমি ওকে জড়িয়ে ধরলাম। মিত্রা বুকের মধ্যে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো।
তোর এইখানটায় আমার সবচেয়ে শান্তির জায়গা। তাই মাঝে মাঝে আমি পগল হয়ে যাই।
আমি মিত্রার মুখ বুক থেকে সরিয়ে এনে ওর ঠোঁটে ঠোঁট রাখলাম। মিত্র আমার বুকে উঠে এলো। চোখের কোল গুলো ভিজে ভিজে। মিত্রা ঠোঁটে ঠোঁট ডোবালো।
একটা পুরুষমানুষ নারী ছাড়া বাঁচতে পারে, কিন্তু একটা মেয়ে পুরুষ ছাড়া বাঁচতে পারে না। ওটাই যে তার সব চেয়ে বড় অবলম্বন, তুই ছাড়া আমার আর কে আছে বল।
মিত্রা আমার ঠোঁটে ঠোঁট রাখলো, মিত্রার শরীরটা ধীরে ধীরে উষ্ণ হচ্ছে, ঠোঁটে ঠোঁটে আলিজ্ঞন, আমার ছোটবাবু আস্তে আস্তে জেগে উঠছে। মিত্রা ঠোঁট থেকে ঠোঁট তুলে মুচকি হাসলো। ইশারায় বললো, খোল। আমি বললাম , না , তুই খোল। মিত্রা চোখ পাকালো।
একটু কাত হয়ে ডানহাতটা পাজামার মধ্যে ঢুকিয়ে দিলো, ফিক করে হেসে, উঠে বসে পাজামার দরিটা খুললো।

এতদিন রাতের আলোয় দেখেছি, এবার তোর খোকা বাবুকে দিনের আলোয় দেখলাম।
কি দেখলি।
এই হচ্ছে পুরুষ, যেমন সাইজ তেমনি তার ঘের।
দিনের আলো থেকে রাতের আলোয় বেশি ভালো লাগে না।
কখনোই না। পাছুটা একটু তোল।
কেনো।
পুরোটা খুলি।
তোরটা খোল।
আমারটা আর কি বাকি রেখেছিস।
যে টুকু আছে।
আমি পাছুটা একটু তুলতেই মিত্রা হির হির করে আমার কোমর থেকে পাজামাটা টেনে নিচে নামিয়ে দিলো।
কিরে এরি মধ্যে শায়া ভিজিয়ে ফেলেছিস।
যাঃ।
দেখ না।
তোরটাও তো ভিজে গেছে।
ছেলেদেরতো একটুতেই ভিজে যায়।
বলেছে তোকে। মিত্রা এমন ভাবে কথাটা বললো আমি হেসে ফেললাম।
মিত্রা কোমরের দরিটা খুলে কোমরথেক শায়াটা নামিয়ে আমার বুকের ওপর ঝাঁপিয়ে পরলো।
ওরে বুকটা ফেটে যাবে।
যাক তবু মনে করবি মিত্রা ঝাঁপিয়ে পরে আমার বুক ফাটিয়ে ছিল, বলেই আমার ঠোঁটটা কামরিয়ে ধরে চুষতে শুরু করলো।
মিত্রার পুশি আমার নুনুর ওপর চেপে বসছে, মিত্রা আমার ঠোঁট না ছেরেই, ডান হাত দিয়ে আমার নুনুটাকে ঊর্দ্ধমুখী করে ওর পুশিটাকে রাখলো, আমার নুনু ওর পুশির চেরা জায়গার মাঝখানে ঘষা খাচ্ছে। আমি দুহাত বেষ্টন করে মিত্রাকে আমার বুকের সঙ্গে আরো জোরে জাপ্টে ধরলাম, মিত্রার কোমর দুলছে, আমার জিভটা নিজের মুখের মধ্যে টেনে নিয়ে চকাত চকাত করে চুষছে, আমি আমার পা দুটো দুপাশে ছড়িয়ে দিলাম, মিত্রা জায়গা পেলো, বেশ কিচুক্ষণ এরকম চাপাচাপি করার পর মিত্রা আমার ঠোঁট থেক ঠোঁট সরিয়ে আমার মাথটাকে দুহাতে জাপ্টে ধরে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে শুয়ে থাকলো।
কিরে হয়ে গেলো।
না।
তাহলে থেমে গেলি।
বেরিয়ে যেতো, তাই থামিয়ে দিলাম।
আমার তো কিছুই হলো না।
জানি। আমার থেকেও তোর বেশি দম।
তাহলে আমি করি ।
না।
আমি করবো।
মিত্রা কিছুক্ষণ শুয়ে থেকে উঠে বসলো। আমার তলপেট নুনু ওর পুশির রসে ভিজে জ্যাব জ্যাব করছে। ও উঠে বসাতে ওর পুশিটা দেখতে পেলাম, পুশির ঠোঁট দুটো ফুলে ফুলে উঠেছে, সামান্য নীলাভ, ছেলেরা দু দতিনদিন দাড়ি না কামালে যেমন দেখায় ঠিক তেমনি।
কি করবি।
দেখনা কি করি। তুই আমাকে একটু সাহায্য করিস।
ঠিক আছে।
মিত্রা আমার দিকে পাছু করে ঘুরে বসলো। আমার নুনুর জামাটা টেনে খুলে ফেললো, ওঃ তোর মুন্ডিটা কি লাল, কামরে খেয়ে নিতে ইচ্ছে করছে।
খেয়ে নে, তোরই তো জিনিষ।

সঙ্গে সঙ্গে ও একটু মুখ দিয়ে চুক চুক করে চুষে নিলো, মিনিট দুয়েক পরে , আবার সেই ভাবে উঠে বসে আমার নুনুটা দিয়ে ওর পুশির চেরা জায়গায় লম্বালম্বি ওপর থেকে নিচ পর্যন্ত ভাল করে দু-তিনবার ঘোষলো। তারপর ওর পুশির গর্তে রেখে চাপ দিলো, এক ধাক্কায় অনেকটা ঢুকে গেলো, উঃ এতো শক্ত করেছিস কেনো।
 
আমি কোথায় কোরলাম, তুইতো।
থাম, পুরোটা ঢুকিয়ে নিই , তুই আমার পাছুটা ঠেলবি।
এটা আবার কি রকম।
বাতসায়নের ১০৮ নং পোজ।
তোর এতো মুখস্ত।
দেখলাম আমার নুনুটা মিত্রার পুশি গিলে নিয়েছে। মিত্রা ঠিক ভাবে কোমর তুলে বসলো, ঠেল।
আমি দুহাত দিয়ে ঠেললাম। আমার নুনু ওর পুশি থেকে বেরিয়ে এলো।
দুর , আস্তে, করতেও জানিস না।
কি করে জানবো, এই পোজে প্রথম না।
আস্তে আস্তে ঠেলবি।
ঠিক আছে।
মিত্রা এবার একবারেই আমার নুনু ওর পুশির মধ্যে চালান করে দিলো, একবারে সময় নিল না। তারপর দুটো হাত আমার দুই থাইতে রেখে কোমর দোলাতে শুরু করলো, আমি পেছন থেকে ওর পাছু সামনের দিকে আস্তে আস্তে ঠেলছি। কতোক্ষণ এমনি ভাবে করছিলাম জানি না, মিত্রা হঠাত শিতকার দিয়ে বলে উঠল অনি ধর ধর, আমি বসে পরে ওকে জাপ্টে ধরে ওর পুশির ভগাঙ্কুরটা ঘোষতে আরম্ভকরলাম, ও কেঁপে কেঁপে উঠে আমার গায়ে ঢলে পরলো, আমি তখনো ওর পুশিটা ঘষে চলেছি, আমার নুনু ওর পুশির মধ্যে ঢোকানো। কিছুক্ষণ পর ও নড়ে চড়ে বসলো,তোর হলো না, আমার হয়ে গেলো।
তুই করলি তাই তোরটা হলো আমারটা হলো না।
তুই কর।
না থাক।
না তা হবে না, আমি শুয়ে পরছি তুই কর।
তোর কষ্ট হবে।
আমি মিত্রার পুশির দিকে তাকালাম, আমাপ নুনুর গা দিয়ে মিত্রার পুশির অনন্দাশ্রু গড়িয়ে গড়িয়ে পরছে। ওর মাই-এর বোঁটা দুটো খয়েরি রঙের পাকা বোঁচকুলের মতো শক্ত, আমি ওর মাই-এর বোঁটা দুটো নিয়ে একটু কচলে দিলাম।
আঃ।
কি হলো।
একটু দাঁড়া।
কেনো।
তুই বুঝবি না মেয়েদের যন্ত্রণা।
এক্ষুনি বলছিলি করবি।
করবো তো। একটু ঠান্ডা হতে দে।
ঠান্ডা হলে করবি কি করে।
মেয়েরা একবার গরম হলে, দ্বিতীয়বার গরম হতে সময় লাগে না। তুই একটা গাধা, এতোবার করলি বুঝতে পারিস না।
কই কতোবার কোরলাম, এই নিয়ে থার্ড টাইম।
আচ্ছা বাবা আচ্ছা।
মিত্রা আমার ঠোঁট দুটো নিয়ে চুষতে লাগলো।

আমার নুনু এখোনো ওর পুশির মধ্যে সেঁদিয়ে আছে। আমি মিত্রার মাইতে হাত দিলাম। ও হাত সরিয়ে দিলো। মিত্রা ঠোঁট চোষা বন্ধ করে আমার মুখের দিকে কট কট করে তাকালো।
কেনো , আমি ওকটু আনন্দ করছি তোর সহ্য হচ্ছে না।
আমায় কিছু একটা করতে দে।
তার জন্য মুনু তে হাত দিতে হবে।
তাহলে কোথায় দেবো।
এখানে দে, আমার হাতটা নিয়ে ওর পুশির ওপর রাখলো। আবার আমার ঠোঁট চুষতে শুরু করলো। আমি বুঝতে পারছি আমার নুনু আবার গরম খেতে শুরু করেছে।
হাতও দিতে জানিষ না।
হাসলাম।
হাসি দেখ যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। দে আঙুলটা দে , এখানে, এখানে।
মিত্রা আমার আঙুলটা ওর ক্লিটার্সে রাখলো। আবার আমার ঠোঁট চুষছে। কিছুক্ষণ পরে মুখে মুখ রেখেই বললো আর একটু ওপরে।
এখানে।
না।
এখানে।
আঃ। জোরে জোরে ঘষ।
মিত্রা আবার আমার ঠোঁট চুষছে। মাঝে মাঝে কোমর দুলিয়ে পুশি দিয়ে আমার নুনুর ওপর চাপ দিচ্ছে। আমার মুখ থেকে জিভটা টেনে বার করে চক চক করে চুষছে, একটু ডানদিকেরটায় হাত দে। আমি বাম হাতটা মিত্রার পুশিতে রেখে ডান হাতে ওর ডানদিকের মাই টিপতে শুরু করলাম। বেশ শক্ত হয়েছে মুনুটা, বোঁটাটায় হাতে দিয়ে একটা মোচর দিতেই মিত্রা একটু কেঁপে উঠলো। এই ভাবে বেশ কিছু ক্ষণ থাকার পর ও বললো তুই শুয়ে পর।
কেনো।
ওঃ শো না।
আমি শুয়ে পরলাম।
ও ঘুরে বসলো।
তোরটা একটু ধরতো।
কেনো।
আমি করবো।
তুই যে বললি......
রাতে করিস, এখন আমি করি।
আমি নুনুটা শক্ত করে ধরলাম, ও কোমর দোলাতে শুরু করলো, নিজে থেকেই ওঃ আঃ করছে, খানিকক্ষণ পর আমি আর থেকতে পারলাম না, উঠে বসে ওকে জাপ্টে ধরে খাটে শুইয়ে দিলাম লক অবস্থায়, তারপর কোমর নাচাতে আরম্ভ করলাম, ও নিচ থেকে কোমর ওপরের দিকে তুলছে, আমি জোর করে ওর কোমর খাটের সঙ্গে মিশিয়ে দচ্ছি, মিত্রা চোখ বন্ধ করলো, আমি দিশেহারা হয়ে গেলাম, গায়ের যতো শক্তি ছিল তাই এক সঙ্গে জড়ো করে দ্রুতো কোমর দোলাতে আরম্ভ করলাম, মিত্রা আমার পিঠটা খামচে খামচে ধরছে, পা দুটো শূন্যে তুলে দুপাশে ফাঁক করে দিয়েছে। আমি যেন ট্রাকটর দিয়ে মাটি কর্ষণ করছি, মিত্রা পাদুটো ভাঁজ করে আমার কোমর বেষ্টন করে ওর পুশির ওপর চেপে ধরলো, আমার জিভটা ওর মুখের মধ্যে ভরে চুষতে আরম্ভ করলো, ওর পুশির ঠোঁট দুটো সামান্য কেঁপে কেঁপে উঠলো, আমি শরীরের শেষ শক্তিটুকু দিয়ে ওর পুশিতে আমার নুনু গেঁথে দিয়ে কেঁপে কেঁপে উঠলাম, মিত্রার মাথাটাও গাছ থেকে আপেল পরার মতো আমার ঠোঁট ছেড়ে বালিশে আছাড় খেয়ে পরলো।
কতোক্ষণ এই ভাবে শরীরে শরীর মিশিয়ে পরেছিলাম জানিনা, দুজনেই ঘামে ভিঁজে জ্যাব জ্যাব করছি। উঠতে চাইলাম।
উঠিস না। মিত্রা চোখ বন্ধ করেই বললো।
আর একটু এই ভাবে থাকি।
বেশ কিছুক্ষণ এই ভাবে ছিলাম, তারপর জানি না।

প্রচন্ড জোরে দরজায় ধাক্কা দেবার শব্দে ঘুমটা ভেঙে গেলো, মিত্রাদি ও মিত্রাদি, অনিদা ও অনিদা, কি ঘুমরে বাবা। দেখলাম ঘরের ভেতরটা অন্ধকার ঘুট ঘুট করছে, বাইরে কোথাও বক্সে তারস্বরে গান বাজছে, একটা হৈ হৈ শব্দ। চোখে কিছু দেখতে পাচ্ছি না, আস্তে আস্তে বাইরের আলোয় ঘরটা আলোকিত হলো। মিত্রা আমাকে জাপ্টে ধরে শুয়ে আছে, ওর গায়ে একটা কাপড়ও নেই, আমিও উদম অবস্থায়, ওর হাঁটু আমার নুনুর ওপর, যেন আমি ওর পাশ বালিশ। আমি মিত্রার চিবুক ধরে নারলাম, মিত্রা এই মিত্রা।
 
উঁ।
কেলো করেছে।
কি হয়েছে।
শোন না।
দূর ভালো লাগছে না।
আরে সবাই চলে এসেছে।
বেশ হয়েছে।
দূর বেশ হয়েছে।
ওঠ।
উঠবো না।
হায় রাম রাম, তুই নেংটো হয়ে। দিলাম ওর পুশিতে হাত, মিত্রা নড়ে চড়ে উঠলো। ওরে তুই উঠে আমায় বাঁচা, সব কেলোর কীর্তি হয়ে গেলোরে।
মিত্রা চোখ চাইলো। জড়িয়ে জড়িয়ে বললো, কি হলো।
ওরে সন্ধ্যে হয়ে গেছে, সব্বনাশ হলো। দেখ সবাই চলে এসেছে।
মিত্রা এবার তরাক করে উঠে বসলো, কটা বাজে।
মিত্রা নিজের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেললো। আমিও উলঙ্গ।
এ মা দেখ তোরটা নেংটু ইঁদুরের মতে লাগছে।
লাগুক। তুই ওঠ আগে।
ও আমার গলা জড়িয়ে আদো আদো কন্টে বললো, না।
ওরে দেরি করিস না, তাড়াতাড়ি কাপরটা পর। ওদের মুখের কোনো টেক্স নেই।
থাক, আজ নয় কাল সবাই জানতে পারবে।
যখন জানতে পারবে, তখন পারবে, তুই এক কাজ কর, কাপরটা পরে নিচে গিয়ে দরজা খোল, নীপা ডেকে ডেকে গলা ফাটিয়ে ফেললো।
তুই।
আমি নীচে মাদুর পেতে মটকা মেরে শুয়ে আছি।
মিত্রা হাসছে।
আমি পাজামা পাঞ্জাবী গায়ে চাপিয়ে, মাদুরটা নীচে পেতে একটা বালিশ নিয়ে শুয়ে পরলাম। মিত্রা আমার কথা মতো কাজ করলো। একটু পরে শিঁড়িতে দুপ দাপ শব্দ, বুঝলাম, নীপা-মিত্রা একলা নয় আরো কয়েকজন আসছে।
অনিদা ওঠে নি।
না ও এখনো ঘুমোচ্ছে।
সত্যি কি ছেলেরে বাবা। তুমি আলো জালাও নি কেনো।
কোনটা কোন সুইচ জানি না। অন্ধকারে, দেয়ালে ধাক্কা খেলাম, কনুইটাতে কি লাগলো।
কোথায় দেখি।
লাইট জললো। বুঝলাম অনাদি আর বাসু এসেছে।
এমা অনিদাকি নীচে শুয়ে ছিলো নাকি। আগে জানলে বিছানা করে দিয়ে যেতাম। নীপা বললো।
তুইও আছিস, ছেলেটা কখন থেকে নীচে শুয়ে আছে, ঠান্ডা লেগে যাবে। অনাদি বললো।
আমিতো ওকে ওপরে শুতে বললাম। ও শুলো না। মিত্রা বললো।
তোর ঘটে একটুও বুদ্ধি নেই।
সত্যি অনাদিদা আমার ভুল হয়ে গেছে।

দেখ মিত্রার কনুইতে কোথায় লেগেছে, একটু জলটল দে। অন্ধকারে পড়েটরে গেলে একটা কেলোর কীর্তি হতো এখুনি।
দাঁড়াও আমি ছুটে গিয়ে ও বাড়ি থেকে মুভ নিয়ে আসি।
থাক । এখন যেতে হবে না। তুই ওকে ডাক। মিত্রা বললো।
না এখন ডাকিস না একটু ঘুমোক,বেচারার অনেক টেনসন, কাল থেকে ওর ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, আমরা হলে তো, হাপিস হয়ে যেতাম। তুই বরং চা করে নিয়ে আয়।
নীপা বেরিয়ে গেলো, বাসুরা ছোটো সোফাটাতে বসেছে। মিত্রা খাটে এসে বসেছে।
ওখান থেকে কোনো ফোন এসেছে। অনাদি জিজ্ঞাসা করলো।
হ্যাঁ, ও ফোন করেছিলো। আমি তো ঘুমিয়ে পরেছিলাম।
সত্যি সেই ছোট থেকে ও শুধু সবার জন্য করেই গেলো।
মিত্রা অনাদির দিকে তাকালো।
সত্যি ম্যাডাম, আপনিতো ওকে কলেজ লাইফ থেকে দেখেছেন, আমরা ওকে সেই ছোটো থেকে দেখেছি। বাসুকে জিজ্ঞাসা করুন, এই গ্রামের একজনকেও আপনি পাবেন না, যে অনিকে ভালোবাসে না।
দেখছি তো তাই।
কালকে যা হয়েছিল, আপনি ওর মুখ চোখ দেখলে ভয় পেয়ে যেতেন। আমরাই ভরকে গেছিলাম, ছোট থেকেই ওর মাথাটা ঠান্ডা, ও রাগতে জানে না।
কিন্তু রেগে গেলে সাংঘাতিক। তোমরা সেই দৃশ্য দেখ নি। মিত্রা বললো।
না ম্যাডাম, সেই সৌভাগ্য আমাদের হয় নি। অনি, অনি ওঠ এবার, তোদের জন্য........
আমি আড়মোড়া ভেঙে চোখ তাকালাম, খাটে মিত্রা বসে আছে, ও জুল জুল করে আমার দিকে তাকিয়ে আছে, ওর চোখের ভাষা হাসবো না কাঁদবো। আমি উঠে বসলাম।
তাকিয়ে দেখ, তোর আগে আমি উঠেছি। ঘুম কাতুরে। মিত্রা বললো।
মিত্রার দিকে তাকালাম, না কপরটা ঠিক ঠাক পরেছে, অনেকটা সাধারণ গেহস্ত বাড়ির মেয়ের মতো।
আমি মাথা নীচু করে হাসলাম। তোরা কখন এলি।
এই তো কিছুক্ষণ আগে।

নীপা চায়ের সরঞ্জাম নিয়ে ঘরে ঢুকলো।
 

Users who are viewing this thread

Back
Top