What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

কম্পিউটার র‌্যাম DDR3 আর DDR4-এর মধ্যে পার্থক্য কী? (1 Viewer)

NewAlien

Member
Joined
Mar 30, 2021
Threads
96
Messages
128
Credits
5,511
কম্পিউটার বা হিসাব-নিকাশের ক্ষেত্রে সবচে প্রয়োজনীয় উপাদানটি হচ্ছে RAM। আপনার প্রিয় ডিভাইসটি দেখুন (উদাঃ স্মার্টফোন, ট্যাবলেট, ডেস্কটপ, ল্যাপটপ, হ্যান্ডহেল্ড গেমিং সিস্টেম ইত্যাদি) প্রায় সবকিছুতে RAM-এর ব্যবহার আছে।তৈরীর উদ্দেশ্য এবং আকার ভিন্ন হলেও RAM-এর ব্যবহার প্রায় একই। তথ্যগতভাবে RAM হয়ে থাকেঃ

  • Static RAM (SRAM)
  • Dynamic RAM (DRAM)
  • Synchronous Dynamic RAM (SDRAM)
  • Single Data Rate Synchronous Dynamic RAM (SDR SDRAM)
  • Double Data Rate Synchronous Dynamic RAM (DDR SDRAM, DDR2, DDR3, DDR4)
  • Graphics Double Data Rate Synchronous Dynamic RAM (GDDR SDRAM, GDDR2, GDDR3, GDDR4, GDDR5)
ডেস্কটপের RAM-গুলির বাহ্যিক (বৃত্তাকার চিহ্নগুলি ) আকার লক্ষ্য করুনঃ

main-qimg-c6c5f9c948800fd468531fdd5fd83e27


DDR3 এবং DDR4-এর তাত্ত্বিক পার্থ্যকগুলি লক্ষ্য করুনঃ

main-qimg-d0dec73b413336d19b49002603ac95b1


RAM-এর trand বিচার করলেে, DDR3 ব্যবহার শেষের দিকে। DDR4 এবং DDR5 বর্তমান বাজারে সুপরিচিত। ২০১৯ সাল থেকেই AMD and Nvidia তাদের Graphics Card-গুলিতে DDR5 এবং DDR6-এর বেশী GB সম্পন্ন RAM । আশাককরি RAM সম্পর্কে আপনাদের কৌতুহল কিছুটা লাঘব হবে।
 

Users who are viewing this thread

Back
Top