What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Review DDLJ এর ২৫ বছর (1 Viewer)

Joined
Aug 23, 2020
Threads
74
Messages
111
Credits
7,126
MbBf8XG.jpg


বলিউড মুভি দেখেন অথচ এই মুভিটি দেখেননি এরকম মানুষ হয়তো পুরো পৃথিবী খুজলেও পাবেননা।

মুভিটা তখনকার দিনে এতোটাই জনপ্রিয় হয়েছিলো যে এখনো যদি কেউ বলিউডের নাম নেয় তাহলে এই মুভিটার নাম আগেভাগেই থাকবে।

এই মুভিটির মাধ্যমেই SRK/Kajol জুটি জনপ্রিয়তার তুঙ্গে ওঠেছিলো, অনেকেই আবার এই মুভির জন্যই শাহরুখকে King Of Romance আখ্যায়িত করেন।

তাছাড়া এই মুভির মিউজিক এলবাম তখনকার দিনে সুপারহিট ছিলো।

এই মুভির মিউজিক এলবাম দিয়েই প্রায় 20Million ব্যবসা হয়েছিলো।

এই মুভির Tujhe Dekha To ye jana sanam, Mehedi Laga Ke Rakhna এই গানগুলো প্রত্যেকটা বিয়ে বাড়িতেই মাস্ট বাজানো হতো। তা নাহলে বিয়ে-বাড়ির কোনো আভাসই বুঝা যেতোনা।

Gpag4D1.jpg


এখনো মাঝেমাঝে অনেক বাড়িতেই এই গানগুলো শুনা যায়, তাই যারা জীবনে সিনেমার নামটাও দেখেনি তারাও কিন্তু এই গানগুলোর সাথে পরিচিত।

তো আজ এই প্রিয় মুভির কিছু না জানা বিষয় নিয়ে আলোচনা করা যাকঃ

★ যদিও এই মুভির প্রধান রোলে SRK ই ছিলেন, কিন্তু এই রোলের জন্য Aditya Chopra প্রথমে Tom Cruise কে বেছে নিয়েছিলেন। তিনি চাইছিলেন একটা Indi-American প্রজেক্ট করতে, যদিও পরে স্ক্রিনপ্লেতে৷ সামান্য পরিবর্তন করে অবশেষে SRK কে দিয়েই মুভিটি করানো হয়।

★ কিন্তু SRK ও এ নিয়ে বাধ সেধেছিলেন, তারপর এই রোলের অফার Saif, Amir ও পেয়েছিলেন। কিন্তু তারা রিজেক্ট করে দেন। সেসময় SRK নাকি ভেবেছিলেন তিনি Baazigar, Darr এর মতো ভিলেনধর্মী রোলে অভিনয় করেছেন আর দর্শকও তাকে সেভাবেই নিয়েছে, তাই তিনি এই রোমান্টিক রোলে অভিনয় করতে চাননি। কথিত আছে তখন Salman Khan নাকি তাকে বুঝিয়েছিলেন এই রোলটা করার জন্য, তিনি নাকি বলেছিলেন এই মুভিটা শিউর হিট হবে আর পরের ইতিহাস তো সবাই জানেন।

★ Dilwale Dulhania Le Jayenge টাইটেলটি নাকি Anupom Kher এর স্ত্রী Kirron Khen দিয়েছিলেন। তিনি ১৯৭৪ সালে Shashi Kapoor অভিনীত Chor Machaye Shor মুভির একটি গান থেকে এই নামটি বেছে নিয়েছিলেন।

★ তাছাড়া মুভিটি তখনকার দিনে মাত্র ৪কোটি বাজেট দিয়ে তৈরি করে ওয়ার্ল্ডওয়াইড ১০৮কোটি ইনকাম করে, যা মুভিটির জন্য বিশাল সাফল্য হিসেবে ধরা দিয়েছিলো।

★ তখনকার দিনে বলিউড সিনেমার শুটিং বাইরের কোনো দেশে হতোনা, যাও কয়েকটা হতো সেগুলোও শুধুমাত্র আইটেম সং। কিন্তু এই মুভির শুটিং ফরেইনে হওয়ার পর বলতে গেলে ফরেইন শুটিং একটা ট্রেন্ড হয়ে দাড়িয়েছিলো।

★ মুভিটি টানা বিরতিহীনভাবে ১০০৯ সপ্তাহ মারাঠা মন্দিরে চলেছিলো, যা প্রায় বিশ বছর। এরপর ২০১৫সালে এর শো নামিয়ে দেয়া হয়।

★ মুভিটি তখন ১০টি ফিল্মফেয়ার অর্জন করেছিলো, যা একটি রেকর্ড ছিলো। পরে ২০০৫সালে Amitabh Bacchan তার Black মুভিটি দিয়ে এই রেকর্ড ব্রেক করেন।

এই ছিলো আমার জানামতে প্রিয়মুভিটার কিছু না জানা ফ্যাক্ট, আরো অনেক আছে যা বলে শেষ করা যাবেনা। ইচ্ছে আছে আজ আবারও মুভিটা দেখবো, রঙীন কিছু স্মৃতি সজীব করার জন্য, চাইলে আপনারাও আবার দেখতে পারেন
 

Users who are viewing this thread

Back
Top