What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made ডাউহিল এ একটি বাইক জার্নি, ২০২১ এর প্রথম দিনে একটু অন্য ভাবে কাটানোর চেষ্টা। (1 Viewer)

choto79

Forum God
Elite Leader
Joined
Mar 8, 2019
Threads
2,942
Messages
228,898
Credits
1,182,315
Euro Banknote
Strawberry
Doughnut
Billed Cap
Hamburger
Tokyo Tower
কারসিয়াং পাহারের একটি বিখ্যাত বা বলাযায় কুখ্যাত পাহাড় "ডাওহিল", বলাহয় এখানে ভুত বা অসিরিরির বাসস্থান।
অনেকেই এখানে ঘুরতে গিয়ে হয়ত অপ্রাক্রিতিক কিছু অনুভব করেছেন, বা কিছু দেখেছেন যা কোন রকম ব্ যাখ্যার
বাইরে। অনেক কেই বলতে শোনা যায় এখানে তারা সত্যি ভুত দেখেছেন। বিশেষত একলা বা সন্ধের পর রাতে এখানে
বাইরের বা স্থানিও কেউ এই পাহারে যে বা থাকতে চায় না। আপনারা চাইলে ইউটিউব এ বিস্তারিত ভিডিও পাবেন।

তবে সুখের কথা হল আমারা কেউ এখানে ভুতের খোজে বা তাদের সাথে মোলাকাত করতে যাই নি, আমরা সুধু গিয়েছিলাম
এই পাহারের নির্মল প্রকৃতি, ঘন পাইন/ঝাউ বন দেখতে, ঠাণ্ডার আসল মজা নিতে ও নতুন বছরের প্রথম দিন টি একটি
আনন্দ পূর্ণ ও বন্ধুদের সাথে কিছু ভাল সময় কাটাতে।

আমাদের যাত্রা ছিল দু-চাকার বাহন অর্থাৎ বাইকে, তাই রাস্তায় যা দেখেছি যে প্রকৃতির অপরুপ রুপ আমরা দেখেছি টা
সম্পূর্ণ কেমেরায় ধরা পরে নি, সবটুকু ধরা পরেছে আমাদের এই চোখে আর যায়গা হয়েছে মনের গভীরে, কিন্তু পথ চলতে
কখনো কোথাও দারিয়ে বা পায়ে হেটে ঘুরতে যা ছবি তুলেছি তার কিছু এখানে দিলাম।









IMG20210101130956.jpg


 
পাহাড় শুরু হতে অল্প ওপরে একটু চা বিরতি, পথ পাশে একটি নেপালি দোকানে বেল্কুনিতে বসে এই দৃশের সাথে গরম চা।



IMG20210101131256.jpg
 
Last edited:
বাকিদের জন্য অল্প দারিয়ে অপেক্ষা, তারা এসে পৌছলে আবার যাত্রা শুরু।





IMG20210101142317.jpg
 
পথের পাশে বৌদ্ধ স্তূপ। ঈশ্বরের কাছে প্রার্থনা পতে কোন বিপদ যেন না ঘটে।





IMG20210101142337.jpg
 
পাহাড় চুড়ায় আরও ওপরে আকাশ ফুরে দারিয়ে পাইনের ঝাক।





IMG20210101142351.jpg
 
Last edited:
পাইন বনের মাঝে পিচে বাধান একলা পথ চলেছে গভীর থেকে গভীরে।




IMG20210101142402.jpg
 
এই পথ যদি না শেষ হয়, তবে সেই পথের সহযাত্রী যদি এরকম হয় ও পথ যদি হয় এইরূপ।




IMG20210101142555.jpg
 
জঙ্গলের ফাকে ওই দূরে উকি দেয় কাঞ্চনজঙ্ঘা।




IMG20210101142701.jpg
 
কত শত বছর আগে ইংরেজ দের তৈরি ইটের চিমনি। আজো দারিয়ে তাদের অতীতের সাক্ষি হয়ে।







IMG20210101145029.jpg
 

Users who are viewing this thread

Back
Top