What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

দাঁড়িয়ে ছিলাম (1 Viewer)

arn43

Co-Admin
Staff member
Co-Admin
Joined
Mar 2, 2018
Threads
1,619
Messages
122,424
Credits
312,362
DVD
Whiskey
SanDisk Sansa
SanDisk Sansa
Computer
Glasses sunglasses
দাঁড়িয়ে ছিলাম...
ইদানিং অপুর সাথে মাইনের খুব গলায় গলায় ভাব। দুজনের বাসা একই মহল্লায় হওয়াতে সম্পর্কটা আরো পোক্ত হয়েছে। স্কুলে যাওয়া আসার সময় দুজনে বেশ কিছুটা সময় একসাথে থাকে বলে সম্পর্কের এই উন্নতি দিনকে দিন শুধু বেড়েই চলেছে। কিন্তু হঠাত করেই অপুর সাথে মাইনের সে সম্পর্কে ভাটা দেখা দিয়েছে। এরকম সম্পর্ক কেনো হঠাত করে ভেঙ্গে যাচ্ছে সেটা দেখতেই পাখি উদ্ধার করলো এক নতুন তথ্য। যার সাথে সেদিন মাইনের বিলম্বে স্কুলে আসার সম্পর্ক জড়িত ছিলো। মাইন নাকি অপুকে ভাগ দেয়নি সে জন্যই সম্পর্কের এই অবনতি...
ঘটনাটা আসলে যা ঘটেছিলো....
প্রথম পিরিয়ডের প্রায় শেষের দিকে মাইন ক্লাসরুমের দরজায় এসে হাজির। ভিতরে ঢোকার জন্য স্যারের অনুমতির জন্য অপেক্ষা করছিলো।
স্যারঃ তোমার এতো দেরী হলো কেনো ?
মাইনঃ ঐ রাস্তাতে একজনের একটা একহাজার টাকার নোট হারিয়ে গিয়েছিলো, স্যার !
স্যারঃ ও আচ্ছা ! তুমি কি তাকে টাকাটা খুঁজতে সাহায্য করছিলে ?
মাইনঃ না, স্যার। আমি টাকাটার উপর দাঁড়িয়েছিলাম...
 

natun botole purono mod. jana golpo ta ektu tana holo, ei ja.

একেবারে ঠিক ধরেছেন, মামা।
নতুন বোতলে পুরনো মদ।
তবে কিনা মদ যতো পুরনো হয়, ততোই নাকি স্বাদের হয়।
আর সেজন্যই পুরনো মদ বেশ দাম দিয়ে কিনতে হয় !
মানে মদ যতো পুরনো হবে, ততো বেশী দামী হবে...
চমৎকার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, মামা।
 
কাকতালীয়তার একটি উদহারণ
সানির পুরনো বন্ধু জিতু কিছুদিন আগে তাদের স্কুলে নতুন করে ভর্তি হয়েছে। জিতুর বাবা বড় কোনো পদে সরকারী চাকরী করে বলে অসময়ে জিতুর স্কুলে ভর্তি হতে তেমন কোনো বেগ পেতে হয়নি। তার বাবা মন্ত্রানালয় থেকে চিঠি নিয়ে এসে একদিনেই তাকে স্কুলে ভর্তি করে দিয়ে গেছে। মহল্লার বন্ধু জিতুকে কাছে পেয়ে সানির স্কুলের আনন্দটা ইদানিং বেশ বেড়ে গেছে। সে জন্যই সানি এখন পাখির চাইতে বেশী সময় দিচ্ছে জিতুর সাথে। এমনকি তারা দুজন এখন একই বেঞ্চে পাশাপাশি বসে ক্লাস করে।
মাঝে মধ্যে বন্ধু বান্ধব থেকে নিয়ে স্যারেদের প্রশ্নের জবাবে জিতু এমন এমন সব জবাব দেয় যে, ক্লাসের সবাই না হেসে পারে না। জিতুর এই উদ্ভট জবাবের জন্য তার খুব কাছের বন্ধু হিসাবে সানিকেও মাঝে মধ্যে বেশ বিপাকে পড়তে হয়। সেজন্যই সুযোগ পেলেই সানি জিতুকে বুঝানোর চেস্টা করে, কোন প্রশ্নের জবাব কিভাবে দিতে হয়।
সেদিন সমাজ স্যার এসে সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন,
স্যারঃ কেউ কি আমাকে একটা কাকতালীয়তার উদহারন দিতে পারবে ?
স্যারের প্রশ্ন শুনেই জিতু দাঁরিয়ে গেলো জবাব দেয়ার জন্য। যদিও জিতু যখন জবাবের জন্য দাঁড়াচ্ছিলো তখন বরাবরের মতো সানি তার হাত টেনে ধরেছিলো। কিন্তু শেষ পর্যন্ত আর ধরে রাখতে পারেনি, তার আগেই জিতু স্যারের দৃস্টি আকর্ষণ করে ফেলে।
জিতুঃ স্যার, আমার বাবা আর আমার মা একই দিনে একই সময়ে বিয়ে করেছিলেন... এটা একটা বড় কাকতালীয় ব্যাপার, স্যার...
 
হাহা হাহা হাহা। যা করা উচিত তাই করেছে, টাকার উপর দাড়িয়ে। বাবা মার বোঝা উচিত জিতু বড়ো হয়েছে।
 
হাহা হাহা হাহা। যা করা উচিত তাই করেছে, টাকার উপর দাড়িয়ে। বাবা মার বোঝা উচিত জিতু বড়ো হয়েছে।

এর পরে তো না বুঝার কোনো কারন নেই...
 
পানির রসায়নিক ফর্মুলা


সেদিন বিজ্ঞান স্যার সানিকে প্রশ্ন করলেন,
স্যারঃ আচ্ছা বলো তো, পানির রাসায়নিক ফর্মুলা কি হবে ?
সানি ঝটপট জবাব দিয়ে দিলো,
সানিঃ H I J K L M N O
সানির জবাব শুনে তো স্যার একেবারে থ মেরে গেলেন ! এটা কেমন ফর্মূলা ? কিছুটা দ্বিধান্বিত স্বরেই স্যার বললেন,
স্যারঃ তুমি এটা কি বলছো ? এটা কি পানির রাসয়নিক ফর্মূলা নাকি ?
সানির দ্বিধাহীন জবাব,
সানিঃ স্যার, গতোকালই আপনি আমাদের পড়ালেন, পানির রাসয়নিক ফর্মূলা হচ্ছে- H to O .মানে H থেকে O পর্যন্ত !
আমি তো শুধু আপনার শেখানো ফর্মূলাটাই বলেছি, স্যার !! এটাই পানির রাসয়নিক ফর্মূলা...

 
ওরে সানি কাছে আয় , পাগলা কোথায় ছিল এতদিন।
 
ওরে সানি কাছে আয় , পাগলা কোথায় ছিল এতদিন।

চমৎকার রিপ্লাইয়ের জন্য মামাক অনেক ধন্যবাদ !
 

Users who are viewing this thread

Back
Top