What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

অভিশপ্ত ডায়েরী (Completed) (1 Viewer)

Rainbow007

Moderator
Staff member
Moderator
Joined
Mar 5, 2018
Threads
254
Messages
10,514
Credits
341,235
Watermelon
Camera
Tokyo Tower
Doughnut
Birthday Cake
Birthday Cake
অভিশপ্ত ডায়েরী

Writer: Subha chatterje


সূচনাঃ

আমার প্রথম গল্প নিষ্পাপ বাঙালি বউ শেষ করার পর একটা অদ্ভুত প্রবলেম এর মধ্যে পরেছিলাম বেশ কিছুদিন। যেহেতু ওই গল্প টায় মোটামুটি সেক্স স্টোরি সেকশন এ যা যা টপিক ইউস করা হয় তার সব ই কোনও না কোনও ভাবে ছুয়ে গেছি, এর পরের গল্প টা ঠিক কি নিয়ে লিখব টা কিছুতেই বুঝতে পারছিলাম না। এক্সসিপ সাইট এ যথেষ্ট ভালো মাপের গল্পএর ভিড়ে আমার লেখা টা নিতান্তই ম্যাড়ম্যাড়ে বা সাদামাটা না হয়ে যায় সেই আশঙ্কাতেই নতুন কিছু লেখা সম্পূর্ণ স্তব্ধ রেখেছিলাম। বহু নতুন নতুন আইডিয়া মাথায় এসেছিল কিন্তু টা নিয়ে একটা নভেল লেখার সাহস কিছুতেই দেখাতে পারছিলাম না। কাল রাতে টিভি তে একটা অতি জনপ্রিয় হিন্দি ফিল্ম ১৯২০ দেখলাম। এই মুভি টায় খুব সুন্দর ভাবে অলৌকিক কাহানীর সাথে রোমান্স ও ভালবাসার একটা মেলবন্ধন ঘটেছে। আর ছবি টা দেখা মাত্র আমার মাথায় একটা সম্পূর্ণ নতুন আইডিয়া এসে গেলো। আমার ঠিক জানা নেই, তবে মনে হয় এক্সসিপ সাইট এ অলৌকিক যৌন গল্প বা উপন্যাস সেরকম ভাবে লেখা হয়নি। ভাবলাম এই গা ছমছমে ভৌতিক পরিবেশে উগ্র যৌনতা কে আনতে পারলে সত্যি ই একটা নতুন ধরনের লেখা হবে। আগের গল্পে কিছু এক্সপেরিমেন্ট করেছিলাম যেমন হ্যালুসিনেসন, রোল প্লে, ডুআল ক্যারেকটার ইত্যাদি। কিন্তু তা সত্ত্বেও গল্পের ধাঁচা তা অতি পরিচিত সেই দাম্পত্য জীবনের একের পর এক অ্যাডভেঞ্চার ই ছিল। কিন্তু এই গল্প টায় গল্পের ধাঁচাটাই সম্পূর্ণ ভিন্নধর্মী। একটা গা ছমছমে ভুতুড়ে পরিবেশে উগ্র যৌনতার স্বাদ। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দয়া করে আমায় একটু সময় ও সুযোগ দেবেন। এক্ষেত্রে আমায় অনেক সাবধানে লিখতে হবে, কারন যেকোনো সময়েই খেই হারিয়ে যেতে পারে।

মহান লেখক পিনুরামের উপদেশ মত এবার আমি আর গল্পের কোনও চরিত্র নয়। আমি শুধুই লেখক এবং আমার এক ও একমাত্র কাজ হোল চরিত্র গুলোকে ভালভাবে ফুটিয়ে তোলা। আমার এই গল্পটা শুরু একটি ডায়েরী কে নিয়ে। ডায়েরী না বলে একটি অভিশপ্ত ডায়েরী বলাই ভালো। এই অভিশপ্ত ডায়েরী তাই আমার উপন্যাসের গল্পর উৎস। এবার একদম সরাসরি চলে যাই চরিত্র গুলোতে।

সুবীর সেনঃ পেশায় অধ্যাপক। আমার গল্পের মুখ্য চরিত্র। গবেষণাই ওনার জীবনের মূলমন্ত্র। কলকাতার এক অত্যন্ত সনামধন্য কলেজ এর ইতিহাসের অধ্যাপক উনি। গবেষণার কাজে মাঝে মাঝেই বহু প্রত্নতাত্বিক স্থানে ওনাকে যেতে হয়। সুবীর বাবু অসাধরন গুনী মানুষ কিন্তু বাস্তব ও সংসারী জীবনে ততোধিক সাদামাটা। হয়ত আর ৫ টা গবেষকের মতই উনি নিজের পরিবারের প্রতি কিছুটা অবহেলাই করে ফেলেন। কিন্তু এর জন্য ওনার সংসারে সেই অর্থে বিশাল কিছু প্রবলেম হয়না। সত্যি বলতে মন থেকে পরিবারের কারুর ই সুবীর বাবুর প্রতি কোনও অসন্তোষ সেই অর্থে নেই। ওনার স্ত্রী ও দুই মেয়ের মনে ওনার প্রতি অগাধ বিশ্বাস ও শ্রদ্ধা।

মালতী সেনঃ সুবীর সেন এর স্ত্রী। বয়স ৪০ ছুই ছুই। অসম্ভব রকম সুন্দরী বললে কম বলা হয়। বয়সের ভারে শরীর একটু ভারীক্কি কিন্তু টার জন্য ওনার আকর্ষণীয়তা বেরেছে বই কি কমেনি। অত্যন্ত ধনী পরিবারের মেয়ে কিন্তু সেই তুলনায় অত্তন্ত সাধারন জীবনযাপনে বিশ্বাসী। স্বামী ও দুই মেয়ে এই হচ্ছে ওনার জীবন। ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু হয় ঘরের কাজ। অত্তন্ত্য নিপুন হাতে একাই পুরো সংসার তা সামলান।

রূপসা ও তিলোত্তমা সেনঃ এরা হোল সুবীর বাবু ও মালতী দেবীর দুই যমজ মেয়ে। সদ্য জয়েন্ট এন্ট্রান্স এক্স্যাম এ দুজনেই খুব ভালো রেজাল্ট করেছে। রূপসার ইচ্ছে ইঞ্জিনিয়ারিং আর তিলত্তমার ইচ্ছে মেডিকেল। আর এটা বলার অপেক্ষা রাখেনা যে দুজনেই অপরুপ সুন্দরী। খুব শিঘ্রই বাড়ীর বাইরে পা রেখে নিজেদের জীবন গড়ে তুলতে চলেছে এই দুজন।

মানব মিত্রঃ উনি সুবীর বাবুর সবচেয়ে কাছের লোক। আমার উপন্যাসের খলনায়ক বলা যেতে পারে। এই গল্পে ওনার চরিত্রটাও প্রচণ্ড কার্যকরী। পেশায় স্বনামধন্য ব্যবসায়ী। সমস্ত পৃথিবী কে টাকা দিয়ে কিনতে চান। সুবীর বাবুর এক্কেবারে ছোটবেলার বন্ধু। ক্লাস ১ থেকে একি সাথে পরাশুনা স্কুল এর গণ্ডী পেরোনোর আগেই ব্যবসায় হাতেখড়ি। শেয়ালের মত ধূর্ত। যদিও এই অবিবাহিত রঙিন মনের পুরুষটি সুবীর বাবুকে অসম্ভব সম্মান ও সমীহ করে চলেন। রূপসা ও তিলোত্তমা কে উনি নিজের মেয়ের চোখেই দেখেন। কিন্তু সমস্ত প্রবলেম ওই মালতী দেবীকে নিয়ে। মালতী দেবীর ওপর বহুদিনের লালসা ওনার মনে। হয়ত সুবীর বাবুও কিছুটা আঁচ করতে পারেন। কিন্তু পুরটাই বউএর ওপর ছেড়ে দিয়েছেন।

সুব্রত দত্তঃ উনি সুবীর বাবুর সহকর্মী, একি কলেজ এর বোটানির প্রফেসর। সায়েন্স এর প্রফেসর হওয়া সত্ত্বেও সুবীর বাবুর সাথে প্রচণ্ড ভাব। তিলত্তমার মেডিকেল এ চান্স পাওয়ার ও মুল কারীগর ও উনি। সুবীর বাবুদের বাড়ী তে প্রায় ই ওনার আসা যাওয়া। মনের মধ্যে মালতী দেবীর প্রতি একটা গুপ্ত যৌন খিদে চেপে রাখেন সবসময়। আর এই গোপন কামনার কথা প্রায় কেউ ই জানেন না। এই এততুকু বাদ দিলে সুব্রত বাবু মানুষ হিসেবে অসাধরন।

রাজু দাসঃ পাড়ার বখাটে ছেলে। একে গোটা পাড়ার কেউ ই প্রায় পছন্দ করেনা। জীবনে প্রেম বা ভালবাসা কোনও মেয়ের সাথে কখনো হয়নি। বয়স ২৫। অদ্ভুত ভাবে সুন্দরী বউদি ও কাকীমাদের প্রতি একটা গভীর আকর্ষণ। আর এটা বলার ও অপেক্ষা রাখেনা যে পাড়ার সবচেয়ে সুন্দরী বউদি অর্থাৎ মালতী বউদি ও তার দুই মেয়ের প্রতি রয়েছে এক চরম আকর্ষণ। রাজুর রোজ রাতে বিছানায় সাথি হয় এই ৩ অপ্সরা, অবশ্যই স্বপ্নে। রাস্তা ঘাটে যখন ই মালতী দেবী বা ওনার মেয়েরা বেরোন রাজুর চোখ থেকে ওনাদের নিস্তার নেই।

শেখ সাইদুলঃ সুবীর বাবুর বাড়ীর দুধওয়ালা। দুধ দেওয়ার সুত্রেই ওর নজরে আসে এই ৩ সুন্দরী মহিলা। রাজু কিছুটা গায়ে পড়েই সাইদুলের সাথে বন্ধুত্ব করে।

এছাড়া আরও অনেক চরিত্রই আসবে, কিন্তু সেগুলো এই মুহূর্তেই ব্যাখ্যা করার দরকার নেই। এই গল্পটা শুধু মাত্র আমাদের প্রানের কলকাতাতেই ঘুরপাক খাবে। কখনই কলকাতার বাইরে যাবেনা। কিন্তু মজার ব্যাপার হোল এটা যে গল্পটা মোট ৩ টে খণ্ডে লিখব। প্রথম ও তৃতীয় খণ্ড আজকের এই মেট্রোপলিটন সিটি কলকাতা নিয়ে। কিন্তু মাঝের খণ্ড তা আজ থেকে প্রায় ১৬০ বছর আগের সেই কলকাতা শহর নিয়ে। আর সম্ভবত এই মাঝের খণ্ড তাই গল্পের প্রানবিন্দু।

Hidden content
You need to reply to this thread or react to this post in order to see this content.
Hidden content
You need to reply to this thread or react to this post in order to see this content.
 
Last edited:

Users who are viewing this thread

Back
Top