-: প্রিয় পাঠকের উদ্দেশ্যে দু'টি কথা :-
আশা করি নির্জনমেলার প্রতিটি সদস্য নিচের এই মেসেজটির সাথে বিশেষভাবে পরিচিত।
অত্যন্ত দু:খের সাথে নির্জনমেলা পরিবারের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি নির্জনমেলার অগ্রযাত্রায় প্রতিহিংসা পরায়ন হয়ে পূর্বের সকল ডাটাবেজ ধ্বংস করে দিয়েছে যা ফোরাম জগতে অত্যন্ত বিরল ঘটনা। সকল প্রকার প্রতিরক্ষা ব্যবস্থা রাখা সত্বেও তারা এরকম ধ্বংসাত্মক কর্মকান্ড সংঘটিত করেছে। তাই আমরা আবার নুতনভাবে সবকিছু শুরু করছি। আশা করছি, যে সকল সদস্যবৃন্দ পূর্বেও আমাদের সাথে ছিলেন, তারা ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন, আর নির্জনমেলার অগ্রনী ভূমিকায় অবদান রাখবেন। সবাইকে সাথে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বি:দ্র: সকল পুরাতন ও নুতন সদস্যদের আবারো ফোরামে নুতন করে রেজিস্ট্রেশন করতে হবে। সেক্ষেত্রে পুরাতন সদস্যরা তাদের পুরাতন আইডি ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।
হ্যাঁ বন্ধু, ঘটনাটা ঘটে ফেব্রুয়ারি ১৮ এর শেষ দিকে। খুবই হতাশ হয়েছিলাম প্রথমে যখন হাজার চেষ্টা করেও সাইটে ঢুকতে পারছিলাম না। ঠিক এমনই সময়ে নির্জন ভাইয়ার ফোন। উনি আমাকে সব ঘটনা খুলে বললেন। আর সেই সাথে দ্বিধা নিয়ে জানতে চাইলেন, নির্জনমেলায় প্রকাশিত আমার গল্পগুলো আবার আপলোড করা সম্ভব কিনা। আমি কোন দ্বিধা না করেই বলেছিলাম, কেন নয়? আমি নিজনমেলাকে ভালবাসি। নির্জনমেলার সাথে ছিলাম, আছি, থাকবো। কোন চিন্তা করবেন না, আমার সব গল্পের ব্যাকআপ আছে। আমি আবার সব আপলোড করে দিব।
বলে তো দিলাম। পরে ভেবে দেখলাম, আদৌ কি পারবো? কারন ততদিনে আমার প্রায় ১৫০ গল্প আপলোড করা হয়েছে। অংকটা বলা যত সহজ আপলোড করা তত সহজ নয়। আমার জন্য তো ডবল পরিশ্রমের। কারণ এর কিছু দিন আগেই আমার গল্পগুলির ভরাডুবি ঘটায় আমাকে প্রায় ১০০টিরও বেশি গল্পের ইমেজ রি-আপলোড করতে হয়েছিল। সবাই জানো, আমার গল্পগুলি সবই ইমেজ আপলোড। আমি অন্য একটা ইমেজ হোস্টিংয়ে ইমেজ আপলোড করে সেই লিংক ব্যবহার করেছিলাম। আর সেই সাইট বেঈমানী করে আমার সব লিংক ডেড করে দেয়। আর তখুনি আমি পেয়ে যাই আমার প্রিয় নির্জনমেলার নিজস্ব ইমেজ হোস্টিং। আমি আবার সব গল্পের ইমেজ নতুন করে নির্জনমেলায় আপলোড করে আবার রি-আপলোড করেছিলাম।
তাই এবারে বেশ মুষড়ে পরেছিলাম। তবুও সাহস করে কাজ শুরু করলাম। আমার ব্যাকআপ ফাইলগুলি নিয়ে কাজ শুরু করলাম। সেটা মার্চ ১৮ এর প্রথম দিকে। মার্চের ০৫ তারিখে প্রথম গল্পটি রি-পোস্ট করলাম। সেই শুরু। তারপর থেকে নিরলস পরিশ্রম। সব গল্পের ইমেজ তৈরি, হোস্টিংয়ে আপলোড (যেহেতু কিছুদিন আগেই সব ইমেজ নির্জনমেলা হোস্টিংয়ে আপলোড করেছিলাম। সাইট ডাউন হওয়ায় ইমেজগুলিও খতম হয়ে গিয়েছিল) আর তারপর নির্জনমেলায় পোস্ট। রোবটের মত কাজ করতে হয়েছে। আমার অনেক গল্পের সাথে বিভিন্ন হল্পের লিংক আছে। সেগুলিকে সঠিকভাবে লিংকিং করা আর সঠিকভাবে গল্পগুলি পোস্ট। এভাবে চলতে চলতে আজ এই মুহুর্তে আমি পুরনো গল্পগুলির সর্বশেষ গল্পটি আপলোড করতে যাচ্ছি।
যারা আমার গল্পের ভক্ত, আমার হাতে এখনো প্রায় ২৫০ গল্প লেখা আছে। সেগুলি আসবে তবে ধীরে ধীরে। কারন, গল্পগুলির ইমেজ তৈরি,হোস্টিংয়ে আপলোড এসব কাজে সময় লাগে। তাছাড়া নিজের ব্যক্তিগত কাজের ব্যস্ততা তো আছেই। ধৈর্য্য সহকারে আমার গল্পগুলি পড়ার জন্যে সবাইকে ধন্যবাদ। তোমার একটি কমেন্ট আমাকে আমার কাজে দ্বিগুণ উৎসাহ যোগাবে। ধন্যবাদ।।