What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Other ছবি মুক্তির আগেই মৃত্যু হয়েছে যেসব তারকার (1 Viewer)

কার কখন মৃত্যু হবে তা কেউ বলতে পারে না। তারপরও মানুষ কাজের পেছনে ছুটে চলছে অবিরাম। জীবনের সব কাজ কেউ কেউ শেষ করতে পারেন না। এমনটা ঘটেছে শোবিজ ভুবনেও। এবার জেনে নিন ছবি মুক্তির আগেই মৃত্যু হয়েছে যেসব তারকার।

8JMrbw9.jpg


গত ৯ ফেব্রুয়ারি মৃত্যু হয় রাজীব কাপুরের। রাজ কাপুরের ছোট ছেলেকে দেখা যাবে আশুতোষ গোয়ারিকরের 'তুলসীদাস জুনিয়র' ছবিতে। ছবিটি শিগগিরই মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবি: সংগৃহীত

7ic2Iw7.jpg


২০২০ সালের ১৪ জুন মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের। তার আকস্মিক মৃত্যু এখনো মেনে নিতে পারেননি অনুরাগীরা। সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পায় ২০২০ সালের নভেম্বরে। ছবি: সংগৃহীত

tZ9vGLx.jpg


২০১৮ সালের ২৪ ফেব্রæয়ারি শ্রীদেবীর মৃত্যু এখনো মেনে নিতে পারেননি তার অনুরাগীরা। তাকে শেষবার দেখা গিয়েছিল শাহরুখ খানের ‘জিরো’ ছবিতে। যেটি মুক্তি পেয়ছিল ২০১৮ সালের ২১ ডিসেম্বর। ছবি: সংগৃহীত

uPER1W8.jpg


২০২০ সালে ২৯ এপ্রিল লকডাউনের মধ্যে মৃত্যু হয় ইরফান খানের। তার শেষ ছবি ‘দ্যা সং অফ স্করপিয়ন’-র মুক্তি পাওয়ার কথা এ বছর (২০২১)। ছবি: সংগৃহীত

P6viAoV.jpg


২০১৭ সালের জানুয়ারি মৃত্যু হয় কিংবদন্তি অভিনেতা ওম পুরীর। ওই বছরই ২৫ জুন মুক্তি পায় তার শেষ ছবি ‘টিউবলাইট’। ছবি: সংগৃহীত

uIt9UsR.jpg


২০১২ সালের ১৮ জুলাই মৃত্যু হয় বলিউড সুপারস্টার রাজেশ খান্নার। তার শেষ ছবি ‘রিয়াসত’ মুক্তি পায় ২০১৪ সালে। ছবি: সংগৃহীত

lvgvS9z.jpg


২০১১ সালের ১৪ অগস্ট মৃত্যু হয় আইকনিক তারকা শাম্মী কাপুরের। ইমতিয়াজ আলির ‘রকস্টার’ ছবিতে শেষবার দেখা যায় তাকে। যেটি মুক্তি পায় ওই বছরের ১১ নভেম্বর। ছবি: সংগৃহীত

Xyw4CVF.jpg


১৯৯৩ সালের ৫ এপ্রিল আকস্মিক মৃত্যু হয় দিব্যা ভারতীর। তার মৃত্যুর পর ওই বছরই মুক্তি পায় দিব্যা অভিনীত ‘সতরঞ্জ’ ছবিটি। যেটি সুপারহিট হয়। ছবি: সংগৃহীত

jqDv3n6.jpg


১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি পৃথিবী ছেড়ে চলে যান মধুবালা। ৫ দশকে শ্যুট হওয়া তার ছবি ‘জওয়ালা’ মুক্তি পায় তার মৃত্যুর ২ বছর পর ১৯৭১ সালের। ছবি: সংগৃহীত

I9D154X.jpg


পুত্র প্রতীক বব্বরের জন্মের দুই সপ্তাহ পরে, ১৯৮৬ সালের ১৩ ডিসেম্বর মৃত্যু হয় আইকনিক তারকা, স্মিতা পাতিলের। ১৯৮৯ সালের ১৭ মার্চ মুক্তি পেয়েছিল তার শেষ ছবি ‘গোলিয়োঁ কে বাদশা’। ছবি: সংগৃহীত
 
সুশান্ত আর ইরফানের মৃত্যুতে সকড হয়েছিলাম
 
সুশান্তের মৃত্যুটা অনেক কষ্টের ছিল
 

Users who are viewing this thread

Back
Top