What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

বোকা ও বুদ্ধিমান (4 Viewers)

Borti

Senior Member
Joined
Mar 11, 2018
Threads
41
Messages
545
Credits
4,641
অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না
রিয়াজ: এই জানালাটা খুলে দেখো তো সূর্য উঠল কি না।
সাইফ: খুলে দেখলাম তো, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না।
রিয়াজ: বোকা নাকি তুই? টর্চটা জ্বালিয়ে দেখতে পারছিস না?
 
অদৃশ্য হওয়ার ক্রিম
বাড়িতে অতিথি এসেছেন। অতিথিদের নিয়ে খেতে বসেছেন বাড়ির কর্তা-কর্ত্রী। চলছে বেশ গল্পসল্প। অতিথিদের ছোট্ট ছেলেটার সঙ্গে আবার সে বাড়ির পিচ্চি ছেলেটার দারুণ ভাব। দুজন ভেতরের ঘরে খেলছিল।
হঠাৎ বড়দের সামনে এসে দাঁড়াল দুই পিচ্চি। আড়চোখে দুজনকে দেখে বাড়ির কর্তার চোখ তো ছানাবড়া! দুজনের গায়েই যে জন্মদিনের পোশাক! ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে গেলেন তিনি। এদিকে দুজনকে চোখে পড়েছে অতিথিদেরও। তাঁরাও ভীষণ বিব্রত! লজ্জা পেয়ে দুজনকে দেখেও না দেখার ভান করলেন তাঁরা।
খাবার টেবিল ঘিরে একবার চক্কর খেল দুই শিশু। ভেতরের ঘরে যেতে যেতে একজন আরেকজনকে বলল, ‘বলেছিলাম না? অদৃশ্য হওয়ার ক্রিমটা সত্যিই কাজের!’
 
১০ ফুট
দুজন স্কাই ডাইভার একবার ঠিক করল, প্লেন থেকে ঝাঁপ দেবে এবং মাটির খুব কাছে এসে তারা প্যারাসুট খুলবে। নতুন রেকর্ড করবে। তারপর তারা যথারীতি এক হাজার ফুট ওপর থেকে লাফ দিল। যখন ৭০০ ফুট নিচে এল, তখন একজন আরেকজনকে বলল-
‘এবার প্যারাসুট খুলি, কী বলো?’
‘না, আরও পরে।’
৪০০ ফুট নিচে নামার পর একজন আরেকজনকে বলল-
‘এবার প্যারাসুট খুলি, কী বলো?’
‘না, আরও নিচে নেমে।’
এরপর তারা যখন মাত্র ১০ ফুট ওপরে তখন একজন আরেকজনকে বলল-
‘এবার? মাত্র ১০ ফুট নিচে মাটি!’
‘আরে, ১০ ফুট কোনো ব্যাপার নাকি? ছোটবেলায় কত লাফিয়েছি!’
 
অপহরণ ও মুক্তিপণ
নতুন চাকরি হারিয়ে এক লোক হঠাৎ অর্থনৈতিক সমস্যায় পড়ল। শেষ টাকা দিয়ে হোটেলে খাওয়ার সময় মনে মনে একটা ফন্দি আঁটল। সিনেমায় যেভাবে অপহরণ করে মুক্তিপণের টাকা পাওয়া যায়, সেভাবে কিছু একটা তাকে করতে হবে। যেই ভাবা সেই কাজ। হোটেল থেকে বেরিয়ে সে চলে গেল বাচ্চাদের খেলার মাঠে। সেখান থেকে একটি ছেলেকে ধরে নিজের বাসায় নিয়ে গেল। এরপর একটি চিঠি লিখল বাচ্চার বাবার উদ্দেশে, ‘১০ লাখ টাকা নিয়ে খেলার মাঠে আসুন। না হলে আপনার বাচ্চা ফেরত পাবেন না।’ এরপর তার মাথায় এল, চিঠিটা কি বাচ্চার বাবার কাছে পৌঁছাবে?
অনেক ভেবেচিন্তে শেষে চিঠি ছেলেটার হাতে দিয়ে বললেন, ‘এটা তুমি তোমার বাবাকে দেবে।’ এরপর ছেলেকে তিনি তার বাসায় পৌঁছে দিয়ে এলেন।
 
অপারেশনের খরচ
পেটে তীব্র ব্যথা নিয়ে এক ভদ্রমহিলা ডাক্তারের কাছে গেলেন। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার বললেন, আপনার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। অপারেশন করাতে হবে।
ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য ভদ্রমহিলা অন্য এক ডাক্তারের কাছে গেলেন। এই ডাক্তার ভালো করে দেখেশুনে বললেন, কে বলেছে আপনার অ্যাপেন্ডিসাইটিস, আপনার তো গলব্লাডারে পাথর হয়েছে।
ভদ্রমহিলা বাড়ি ফিরে এলে তাঁর বান্ধবী জিজ্ঞাসা করলেন, এখন কী করবে ভাবছ?
ভদ্রমহিলা বললেন, ভাবছি প্রথম ডাক্তারের কথাই শুনব। অ্যাপেনডিক্সের অপারেশনের খরচ অনেক কম।
 
আমাদের বাড়ি, সেটা কখন বললাম
দরজার সামনে একটা ছেলেকে বল খেলতে দেখে সেলসম্যান জিজ্ঞেস করলেন, ‘এই ছেলে, তোমার মা কি বাড়িতে আছেন?’
ছেলেটা জবাব দেয়, ‘হ্যাঁ, আছে।’
সেলসম্যান ছেলেটাকে পাশ কাটিয়ে দরজার দিকে এগিয়ে যান, তারপর কলবেল চাপেন। একবার, দুইবার, তিনবার। কিন্তু কেউ সাড়া দেয় না। শেষতক বিরক্ত হয়ে তিনি ছেলেটাকে বললেন, ‘কী ব্যাপার! তুমি না বললে, তোমার মা ঘরে আছেন?’
ছেলেটা ত্বরিত জবাব দেয়, ‘আমার মা তো বাড়িতেই আছে। কিন্তু এটা যে আমাদের বাড়ি, সেটা কখন বললাম?’
 
সমস্যা
অপু : কাল আমার মার একটা বাচ্চা হয়েছে।
দীপু : কেন আগের বাচ্চাটার সমস্যা কী?
 
শুক্রবার
একবার এক বোকা লোক একটা ছাগল নিয়ে যাচ্ছিল। আরেক বোকা বলল, ‘কিরে, ছাগলটাকে কোথায় নিয়ে যাচ্ছিস?’
‘স্কুলে ভর্তি করাতে নিয়ে যাই।’
‘আমাকে কি বোকা পেয়েছিস? ছাগলকে স্কুলে ভর্তি করাবি কীভাবে? আজ তো শুক্রবার!’
 
আত্মীয়দের মধ্যে বিয়ে
জানিস আমাদের না সব সময় আত্মীয়দের মধ্যে বিয়ে হয়, যেমন ধর চাচা বিয়ে করেছে চাচিকে, মামা মামিকে, খালা খালুকে আপা দুলাভাইকে।
না রে, আমাদের এরকম হয় না। এই তো কদিন আগে ভাইয়া ইউনিভার্সিটির কোন একটা মেয়েকে বিয়ে করে এনেছে চিনিও না।
 
অন্যের ব্যাপারে নাক গলানো
চকলেটের দোকানে খোকার সঙ্গে দেখা হলো এক ভদ্রলোকের।
ভদ্রলোক: খোকা, এত চকলেট খেয়ো না। খেলে তোমার দাঁতে পোকা হবে, পেট খারাপ হবে, অল্প বয়সেই নানা রোগবালাই ধরবে।
খোকা: আপনি বুঝি অনেক দিন বাঁচতে চান?
ভদ্রলোক: অবশ্যই।
খোকা: আমার দাদির বয়স ১০৭ বছর।
ভদ্রলোক: তোমার দাদি নিশ্চয়ই ছোটবেলায় এত বেশি চকলেট খেতেন না।
খোকা: সেটা জানি না। তবে দাদি কখনোই অন্যের ব্যাপারে নাক গলান না।
 

Users who are viewing this thread

Back
Top