What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

বিটকয়েনের দাম কখন বাড়ে, কেন বাড়ে (1 Viewer)

rQwsUXq.jpg


প্রচলিত মুদ্রার সঙ্গে বিটকয়েনের বড় পার্থক্য হলো, এর নিয়ন্ত্রণ কোনো কেন্দ্রীয় ব্যাংক কিংবা সরকারের হাতে নেই। স্টক বা বন্ডে বিনিয়োগের সঙ্গেও রয়েছে বিস্তর ফারাক। কারণ এটি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় যে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পরীক্ষা করে বুঝবেন, তা কোন পথে এগোচ্ছে।

বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা। ২০০৯ সালে সাতোশি নাকামোতো ছদ্মনামের কেউ বা কারা ভার্চ্যুয়াল মুদ্রাটি উদ্ভাবন করে। বিটকয়েনে লেনদেন লিপিবদ্ধ হয় ব্লকচেইন প্রযুক্তির ভার্চ্যুয়াল খতিয়ানে। বিটকয়েন কার কাছ থেকে কার কাছে গেল, তার হিসাব থাকে সেখানে। এটিই বিটকয়েনের মালিকানা প্রমাণ করে।

বিটকয়েনের মূল্য নির্ধারণ হয় কীভাবে

কেন্দ্রীয় ব্যাংক বা সরকারব্যবস্থার নিয়ন্ত্রণ না থাকায় কোনো দেশের অর্থব্যবস্থা, আর্থিক নীতিমালা, মুদ্রাস্ফীতির হার এবং অর্থনৈতিক উন্নয়নের মতো বিষয়গুলো বিটকয়েনের মূল্য নির্ধারণ করতে পারে না। এর মূল্য নির্ধারণে যে বিষয়গুলো প্রভাব ফেলে, তা হলো—

  • বিটকয়েনের চাহিদা ও জোগান
  • মাইনিংয়ের মাধ্যমে বিটকয়েন তৈরির খরচ
  • ব্লকচেইনে লেনদেন যাচাইয়ের মাধ্যমে প্রাপ্ত পারিশ্রমিক
  • প্রচলিত বিটকয়েনের পরিমাণ
  • যে মাধ্যমে বিনিময় হয়
  • বিটকয়েনে লেনদেনে নানা রাষ্ট্রের বিধিনিষেধ
  • বিটকয়েনের অভ্যন্তরীণ পরিচালনব্যবস্থা

eMs7ATI.jpg


বিটকয়েন মাইনিংয়ে সচরাচর এমন কম্পিউটার যন্ত্রাংশ ব্যবহার করা হয়, রয়টার্স

চাহিদা ও জোগান দিয়ে শুরু করা যাক

কেন্দ্রীয় ব্যাংক যেমন নতুন ব্যাংক নোটের প্রচলন করে, বিটকয়েনের প্রচলন হয় ‘মাইনিং’ নামের প্রক্রিয়ায়। যে কেউ বিটকয়েনে লেনদেন সম্পাদনে এবং বিটকয়েন নেটওয়ার্কের সুরক্ষা নিশ্চিতে সাহায্য করতে পারেন। এ জন্য বিশেষ কম্পিউটার যন্ত্রাংশ সেটআপ করতে হয়, গাণিতিক সমস্যার সমাধান দিতে হয়। এটি মাইনিং হিসেবে পরিচিত। বিনিময়ে পুরস্কার হিসেবে তাঁরা বিটকয়েন পেয়ে থাকেন।

বিটকয়েনের জোগান দুভাবে প্রভাবিত হয়। প্রথমত, মাইনিংয়ের মাধ্যমে নতুন বিটকয়েন তৈরির হার আগে থেকেই নির্ধারিত। এই হার সময়ের সঙ্গে কমতে থাকবে। যেমন ২০১৬ সালে মোট বিটকয়েন বৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৯ শতাংশ। ২০১৭ সালে ৪ দশমিক ৪ এবং ২০১৮ সালে এই হার ছিল ৪ শতাংশ। এতে বিটকয়েনের চাহিদা যত দ্রুত বাড়ছে, জোগান সে হারে বাড়ছে না।

দ্বিতীয়ত, বিটকয়েন প্রোটোকল অনুযায়ী সর্বসাকল্যে ২ কোটি ১০ লাখ বিটকয়েনের প্রচলন হবে। মোট বিটকয়েনের পরিমাণ সেই সংখ্যা ছুঁলে মাইনিংয়ের মাধ্যমে নতুন বিটকয়েন তৈরি আর সম্ভব হবে না। অর্থাৎ মোট বিটকয়েনের পরিমাণ সীমিত।

২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত বাজারে মোট ১ কোটি ৮৫ লাখ ৮৭ হাজার বিটকয়েন প্রচলিত ছিল। সেটি সম্ভাব্য মোট বিটকয়েন জোগানের ৮৮ দশমিক ৫ শতাংশ। সংখ্যাটি এত দিনে আরও বেড়েছে নিশ্চয়।

1dgcZgr.jpg


এথেরিয়াম, টেদারসহ বিটকয়েনের প্রতিদ্বন্দ্বীর সংখ্যা দিনদিন বাড়ছে। ছবির মুদ্রাগুলো অবশ্য প্রতীকী, রয়টার্স

প্রতিযোগিতার কথাও মাথায় রাখা জরুরি

বিটকয়েন নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টো মুদ্রা। তবে আরও অনেক এমন মুদ্রার প্রচলন হচ্ছে। বিটকয়েনের ‘নিকটবর্তী’ প্রতিদ্বন্দ্বীর মধ্যে রয়েছে এথেরিয়াম, টেদার, বাইন্যান্স কয়েন, কারডানো ও পলকাডট। ক্রিপ্টো মুদ্রার এই প্রতিযোগিতা বিনিয়োগকারীদের জন্য ভালো। এতে মূল্য চট করে আকাশচুম্বী হতে পারে না। তবে বিটকয়েনের বেলায় এটা এতটাই মানুষের মুখে মুখে ছড়িয়েছে যে প্রতিদ্বন্দ্বী মুদ্রাগুলোর তুলনায় অনেক এগিয়ে থাকার সুযোগ পেয়েছে।

নতুন বিটকয়েন তৈরির খরচও তো বাড়ছে

ভার্চ্যুয়াল মুদ্রা হলেও বিটকয়েন তৈরির খরচ তো আছেই। কম্পিউটার যন্ত্রাংশ সেটআপ করার খরচ আছে, সেগুলো পরিচালনায় বিদ্যুতের খরচ আছে।

মনে করুন, বর্তমান হারে প্রতি ১০ মিনিটে একটি করে বিটকয়েন তৈরি হবে। এখন যদি একজন মাইনার বিটকয়েন মাইনিং করেন, তবে তিনি প্রতি ১০ মিনিটে একটি করে বিটকয়েন পাবেন।

IabtL2m.jpg


দিন কয়েক আগে এল সালভাদরে দ্বিতীয় বৈধ মুদ্রা হিসেবে বিটকয়েনের প্রচলন করা হয়। সে ঘোষণার পর দেশটির রাজধানী সান সালভাদরে স্থাপিত বিটকয়েন এটিএম বুথের ছবি তুলছেন এক নারী, এএফপি

১০০ জন সে কাজ করলে প্রতিযোগিতাই কেবল বাড়বে। ওই ১০ মিনিটে একটির বেশি বিটকয়েন তো আর তৈরি হবে না। এবার কল্পনা করুন, বিশ্বব্যাপী ১০ লাখ মানুষ একই সময়ে একই কাজ করে যাচ্ছেন। অর্থাৎ সেই যন্ত্রাংশের খরচ, শ্রমের খরচ এবং সম্মিলিত বিদ্যুৎ বিল হু হু করে বাড়লেও বিটকয়েন তৈরির হার একই থাকছে। অর্থাৎ বিটকয়েন তৈরির খরচ বেড়ে যাচ্ছে। আর তৈরির খরচ বিটকয়েনের মূল্যে বড় প্রভাব ফেলে।

নীতিনির্ধারকদের বিভ্রান্তি

বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টো মুদ্রা দ্রুত জনপ্রিয় হওয়ায় বিশ্বব্যাপী নীতিনির্ধারকেরা এমন ভার্চ্যুয়াল সম্পদ কী হিসেবে শ্রেণিবদ্ধ করবেন, তা নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে ক্রিপ্টো মুদ্রা ‘সিকিউরিটিজ’ হিসেবে শ্রেণিবদ্ধ। আবার একই দেশের কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন এই মুদ্রাগুলোকে ‘পণ্য’ হিসেবে উল্লেখ করেছে। এতে কোন সংস্থা বিটকয়েনের মতো মুদ্রার নিয়ন্ত্রণ করবে, তা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়।

U2dJfnC.gif


ইলন মাস্কের রকেট তৈরির প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে বিটকয়েনের মূল্যে ঊর্ধ্বগতির তুলনা করে ছবিটি বানিয়েছেন কেউ। ইলন প্রায়ই টুইটারে বিটকয়েন নিয়ে আলোচনা করেন, গিফি

বিটকয়েনের অভ্যন্তরীণ পরিচালনব্যবস্থা

কেন্দ্রীয় নিয়ন্ত্রণব্যবস্থা না থাকায় বিটকয়েনে লেনদেন সম্পন্ন করতে এবং নেটওয়ার্ক নিরাপদ রাখার ভার অনেকটা সফটওয়্যার ডেভেলপার এবং মাইনারদের ওপর। সাধারণ সমস্যার সমাধান দীর্ঘ সময়ের আগে সম্ভব হয় না। এতে বিটকয়েন কমিউনিটিতে হতাশা বাড়ছে।

বিটকয়েনে লেনদেন বর্তমানে যে সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হচ্ছে, তা সেকেন্ডে কেবল তিনটি লেনদেন সম্পন্ন করতে পারে। শুরুর দিকে সেটা কোনো সমস্যা না হলেও বিটকয়েনে লেনদেনের চাহিদা বাড়ায় এখন সে সফটওয়্যারের কারণেই লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে। একসময় হয়তো বিরক্ত হয়ে বিনিয়োগকারীরা অন্য ক্রিপ্টো মুদ্রায় লেনদেনে বেশি আগ্রহী হয়ে উঠবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

বিটকয়েনের দাম কখন বাড়ে, কখন কমে?

বিটকয়েনের মূল্য ওঠানামায় প্রচারিত সংবাদ, অনুমান, প্রাপ্যতা প্রভৃতির প্রভাব আছে। যেমন নেতিবাচক সংবাদ প্রকাশ হলে অনেক বিনিয়োগকারী তড়িঘড়ি করে তাঁদের বিটকয়েন বিক্রি করে দেন। এতে দাম কমে যায়। আবার ইতিবাচক সংবাদ প্রকাশ পেলে হয় উল্টোটা।

HH94B67.jpg


চীনা ব্যাংকগুলোকে বিটকয়েনে যেকোনো ধরনের লেনদেন বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে, রয়টার্স

তা ছাড়া, বাজারে বিটকয়েন বিক্রির পরিমাণ বাড়লে মূল্য কমে। আবার যত বেশি প্রতিষ্ঠান বিনিয়োগ এবং বিনিময়ের মাধ্যম হিসেবে বিটকয়েন গ্রহণ করছে, এর দাম তত বাড়ছে।

আরেকটি ব্যাপার হলো, অনেকে মানুষ প্রচলিত মুদ্রায় বিশ্বাস না রাখতে পেরে বিকল্প মাধ্যম খুঁজতে থাকেন। বিটকয়েনের কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণব্যবস্থা না থাকায় এটিকে বেছে নিচ্ছেন অনেকে। এতেও দাম বাড়ছে।

বিভিন্ন দেশে বিটকয়েনের মতো ক্রিপ্টো মুদ্রায় লেনদেনে বিধিনিষেধ আছে। সেটাও বিটকয়েনের মূল্যে প্রভাব ফেলে। সম্প্রতি চীনা ব্যাংকগুলোকে বিটকয়েনে যেকোনো ধরনের লেনদেন বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে বিটকয়েনের দাম পড়ে যায়।

* তথ্যসূত্র: ইনভেস্টোপিডিয়া
 
এধরনের ক্রিপ্টো কারেন্সি ব্যবহার ও নিয়ন্ত্রনের জন্য প্রযুক্তি বিশারদ প্রয়োজন, যা আমাদের দেশের অর্থনৈতিক নীতিনির্ধারকরা নয়। এবং তাদের কাছ থেকে আগামি ৫ বছরেও আশা করতে পারছি না।
 
acca ei bitcoin er jonno to graphix card er dam barlo ekhn bd te ba puro world e kobe nagad graphix card er dam komte pare ?
 
Crypto currency system is still not transparent.and investment in cryptos is not for us.
 
Crypto currency is widely used by people from various countries. Lot of money now a days shifted by investor from share market to crypto.
 

Users who are viewing this thread

Back
Top