What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বই (1 Viewer)

SSSidratul

Member
Joined
May 16, 2021
Threads
16
Messages
102
Credits
1,503
mFK6uRr.jpg


Marie Curie-র 'ল্যাবরেটরি নোটবুক'-কে বিশ্বের সবচেয়ে বিপদজনক বই হিসেবে বিবেচনা করা হয়েছে।
Marie Curie এবং তার স্বামী Pierre Curie Polonium এবং Radium আবিষ্কার করেছিলেন এবং সাধারণত তেজস্ক্রিয়তার অধ্যয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগামী হিসাবে কৃতিত্ব অর্জন করেন। তবে এই তেজস্ক্রিয়তার গবেষণা করতে গিয়ে Marie Curie তেজস্ক্রিয়তায় আক্রান্ত হন এবং মারা যান।

১৯০৩ খ্রিস্টাব্দে Royal Swedish Academy of Sciences কর্তৃক Pierre Curie, Marie Curie, এবং Henri Becquerel কে একত্রিতভাবে পদার্থ বিজ্ঞানের উপর Nobel Prize দেওয়া হয়।
Marie Curie-র মৃত্যুর পর তার বাড়িটি Institute of Atomic Physics এর জন্য ব্যাবহৃত হয়। Marie Curie-র নোটবুকে এতটাই তেজস্ক্রিয়তা জড়িয়ে আছে, সুরিক্ষিত প্রটেকশন ছাড়া নোটবুকটি ব্যবহার করা বিপদজনক।

এই অতিরিক্ত বিপদজনকের কারণে বইটি তার বাড়ি থেকে সরিয়ে Byliotext National-এ সুরক্ষায় সহিত রাখা হয়েছে।
 

Users who are viewing this thread

Back
Top