What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

বিল গেটস সম্পর্কে অবিশ্বাস্য কিছু তথ্য যা আপনি জানতেন না (1 Viewer)

l0KBwRj.jpg


বিল গেটসকে চেনেন না এমন লোক ডিজিটাল দুনিয়ায় খুঁজে পাওয়া যাবেনা। বহুল আলোচিত হার্ভার্ড ড্রপআউট, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বনন্দিত জনহিতৈষী- বিল গেটস সম্পর্কে এগুলো হচ্ছে সবচেয়ে প্রচলিত তথ্য। কিন্তু ব্যক্তি বিল গেটস যে কী রকম প্রতিভার অধিকারী তা আমাদের অনেকেরই অজানা। চলুন জেনে নিই বিল গেটসের জীবন থেকে নেয়া কিছু ঘটনা, যা তার অসাধারণ প্রতিভা ও ব্যক্তিত্বের স্বাক্ষর বহন করে।

ক্লাস না করেও এ গ্রেড

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিল গেটস যেসব কোর্স নিয়েছিলেন তার কোনোটির ক্লাসেই তিনি কখনো উপস্থিত হননি। বরং অন্য কোর্সের ক্লাস করতেন গেটস। তারপরেও নিজের কোর্সে প্রায় সব সময়ই এ গ্রেড পেতেন এই জিনিয়াস!

নম্বর প্লেট মুখস্থ রাখা

মাইক্রোসফটের শুরুর দিকে বিল গেটস অত্যন্ত কঠোর পরিশ্রম করতেন। তিনি ছুটির দিনেও কাজ করতেন। কর্মীরা ঠিকভাবে কাজ করছে কিনা তা নজর রাখার জন্য তিনি সকল কর্মীর যানবাহনের নম্বর প্লেট মুখস্থ রাখতেন যাতে জানা যায় কে কখন আসছেন/যাচ্ছেন।

‘বান্ধবীময়’ ক্লাস শিডিউল

হাইস্কুলে পড়ার সময় বিল গেটসকে একবার কম্পিউটারে ক্লাস রুটিন করার কাজ দেয় স্কুল কর্তৃপক্ষ। বিল গেটস এই সুযোগ কাজে লাগিয়ে এমন একটি শিডিউল তৈরি করেন যেখানে তার ক্লাসে তার পছন্দের সকল বালিকারা উপস্থিত থাকেন!

হ্যাকার বিল গেটস

বিল গেটস ও পল অ্যালেন (মাইক্রোসফটের আরেকজন সহপ্রতিষ্ঠাতা) হাইস্কুলে পড়ার সময় ধার করে কম্পিউটার চালাতেন। যেখান থেকে তারা কম্পিউটার এক্সেস করতেন সেখানে একটি কোম্পানির কিছু ফ্রি একাউন্ট ছিল। সেই কোম্পানির একটি একাউন্টিং ডকুমেন্ট হ্যাক করে বিল গেটস ও তার বন্ধু ফ্রি কম্পিউটার এক্সেসের একাউন্ট খোঁজ করেছিলেন। যদিও শেষ পর্যন্ত তারা সফল হননি।

বিমানের কন্ট্রোল প্যানেল হাইজ্যাক

১৯৮০ সালের শেষ দিকে বিল গেটস ও পল অ্যালেন সান ফ্রানসিসকো আন্তর্জাতিক বিমান বন্দরে দেরি করে পৌঁছানোর কারণে ফ্লাইট মিস্‌ করেন। ইতোমধ্যেই বিমান যাত্রা শুরু করেছিল। কিন্তু বিল গেটস নাছোড়বান্দা। তিনি বিমানবন্দরে নিয়ন্ত্রণকক্ষে ঢুকে পড়েন ও সেখানে বিভিন্ন বাটন টিপে প্লেনটিকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। অ্যালেন ভেবেছিলেন গেটস বুঝি আজ পুলিশের নিকট ধরা পড়ে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত এয়ালাইনের কেউ একজন বিমানটিকে ফিরিয়ে এনে তাদের জন্য যাওয়ার ব্যবস্থা করে দেন!

নিজ হাতে থালা-বাসন ধোয়া

প্রতিরাতে নিজ হাতে থালা-বাসন ধৌত করেন বিল গেটস! ২০১৪ সালে রেডিটে এক এএমএ সেশনে বিল গেটস বলেন, “প্রতিরাতে আমি ডিশগুলি ধুয়ে থাকি, অন্যরা (এ কাজে আমাকে) সাহায্য করে, কিন্তু আমি এটা নিজের মত করে করতে পছন্দ করি।”
 
From ocassional hacker to frequent bunker of class-now the richest person of the world.
 
এইজন্য এক সময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ী ছিলেন, অসাধারণ এক ব্যক্তি।
 
অসাধারণ ব্যাক্তিও, অনার সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম, এটা খুব ভালো লাগ্লো, খনজন্মআ ব্যাক্তি। ওনাকে সামনে থেকে দেখতে পারআ আর কথা বলার সৌভাগ্যের কারণএ আমি গরবিত বোধ করি
 

Users who are viewing this thread

Back
Top