Bayjid Hasan
Member
একদা কল্পনারাজ্যে সব বিজ্ঞানী ও গণিতবিদ মিলে ঠিক করলো তারা চোর-পুলিশ খেলবে। প্রথম চোর নির্বাচিত হলেন-মাইকেল ফ্যারাডে। তিনি একটি গাছের পেছনে লুকালেন এবং ১ থেকে ১০ পর্যন্ত গুনতে থাকলেন। এর মধ্যে সব বিজ্ঞানীই লুকিয়ে পড়লেও নিউটন লুকানোর কোন জায়গা পাচ্ছিলেন না। হঠাৎ তাঁর মাথায় কি এল , তিনি মাটিতে এক মিটার দৈর্ঘ্যের চারটি দাগ টেনে একটি বর্গক্ষেত্র বানালেন। তারপর বর্গটির মাঝে সোজা দাঁড়িয়ে থাকলেন।
১০ গোনা শেষ করে গাছের আড়াল থেকে ছুটে এসে ফ্যারাডে বলল, " এই তো নিউটন তোমাকে দেখেছি, এখন তুমি চোর।"
নিউটন বললেন , 'না, আমি চোর না।' সবাই তো হতবাক! এই যে প্রমাণ দেখাচ্ছি,'আপনারা জানেন , আমার নাম নিউটন। তাহলে নিউটন এখন দাঁড়িয়ে আছে এক বর্গমিটার ক্ষেত্রফল জায়গার ওপর। তাই আমি এখন আসলে প্যাসকেল! কাজেই প্যাসকেল চোর ।'
(প্যাসকেল হলো চাপের একক। এক বর্গমিটার ক্ষেত্রফলের ওপর এক নিউটন বল প্রয়োগ করা হলে তাকে বলা হয় এক প্যাসকেল চাপ).
একথা শুনে সবাই অবাক হয়ে গেলো!!
১০ গোনা শেষ করে গাছের আড়াল থেকে ছুটে এসে ফ্যারাডে বলল, " এই তো নিউটন তোমাকে দেখেছি, এখন তুমি চোর।"
নিউটন বললেন , 'না, আমি চোর না।' সবাই তো হতবাক! এই যে প্রমাণ দেখাচ্ছি,'আপনারা জানেন , আমার নাম নিউটন। তাহলে নিউটন এখন দাঁড়িয়ে আছে এক বর্গমিটার ক্ষেত্রফল জায়গার ওপর। তাই আমি এখন আসলে প্যাসকেল! কাজেই প্যাসকেল চোর ।'
(প্যাসকেল হলো চাপের একক। এক বর্গমিটার ক্ষেত্রফলের ওপর এক নিউটন বল প্রয়োগ করা হলে তাকে বলা হয় এক প্যাসকেল চাপ).
একথা শুনে সবাই অবাক হয়ে গেলো!!