What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

ভ্রমন বাংলাদেশ- জিন্দা পার্ক (1 Viewer)

Awesome and eye cathching. Nothing can properly elaborate its beauty

In the green, so beautiful

Very Beautiful Village. Liked those pictures
 
ঢাকার বাইরে
তার মানে যেতে চাইলে তিন তিন ছয় ঘন্টা যানজট এর সাথে যুদ্ধ করতে হবে
:(
 
হাতে যদি সারাদিনের সময় থাকে তাহলে বন্ধু/পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অবস্থিত জিন্দা পার্ক থেকে। ঢাকা শহরে অনেক পার্কই আছে সময় কাটানোর জন্য। তাহলে কেন যাবেন জিন্দা পার্কে? আচ্ছা ভাবুন তো আপনি আপনার পরিবার নিয়ে যেকোন একটি পার্কে যাচ্ছেন, যে পার্কটি অশ্লীলতায় পরিপূর্ণ। নোংরামিতে ভরা। সেখানে গেলে আনন্দে মন ভরে উঠতে গিয়েও থমকে দাঁড়াবে পরিবেশের কুলষতার জন্য। নিজেকে হয়তো ক্ষনিক সময়ের জন্য অপরাধীও মনে হতে পারে। এরকম অশ্লীলতায় ভরা জায়গায় পরিবারের অন্যান্য সদস্যের সামনে নিজেকে তখন ছোট মনে হতে পারে। যেখানে সুযোগ পেলেই স্কুল পলাতক টিন এজার থেকে নিয়ে বুড়ো বামদেরও অশালীন কার্য্যকলাপে মেতে উঠতে কেউ বাঁধা হয়ে দাঁড়ায় না। সেক্ষেত্রে জিন্দা পার্কে এই ধরনের কোনো অশালীন কার্য্যকলাপে বাঁধা দেয়ার যথেষ্ঠ লোকবল নিয়োজিত আছে। যারা খুব ভদ্রভাবে এই ধরনের কাজে মগ্ন লোকদের নিবৃত করার প্রয়াস পাবে। আপনি খুব সাবলীল আর নির্ভার হয়ে ঘোরাফেরা করতে পারবেন পার্কের এখানে সেখানে। চাই সেটা জঙ্গলের অভ্যন্তরে কিংবা মাঠের প্রান্তর ধরেই হউক না কেনো...

তাহলে আর দেরি কেন? ঢাকার যানজট আর কোলাহল থেকে মুক্তি পেতে সারাদিনের জন্য বেরিয়ে পড়ুন আপনার পরিবার নিয়ে। খুব সকালে বেরুতে না পারলে বিদায় বেলায় একটা আক্ষেপ থেকেই যাব। যেমন আমাদের সবার আক্ষেপ থেকে গিয়েছিলো নির্জনমেলার "মিলন মেলা" শেষে। সেদিন আমরা ক'জনায় আড্ডায় এতোটাই মশগুল হয়ে গিয়েছিলাম যে, শেষ পর্যন্ত পুরোটা পার্ক ঘুরে আর দেখা হলো না। আফসোস থেকে গিয়েছিলো মনে, যার কারনে পরের সপ্তাহে আবার আমার যেতে হয়েছিলো অনিন্দ্য সুন্দর এই পার্কটিতে ঘুরে ফিরে দেখার জন্য। অবশ্য মিলন মেলার দিন আমাদের সবার একত্রিত হতেও বেশ বিলম্ব হয়ে গিয়েছিলো। আর সেই বিলম্বের অন্যতম একটা কারন ছিলো ঢাকা থেকে যারা গিয়েছিলো তাদের জ্যামে পড়া।
Can you give me some more details??

Amazing shots..good effort..thank you
 
এখানে যাই নি কখনও...তবে যাওয়ার ইচ্ছা আছে
 

Users who are viewing this thread

Back
Top