What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

ভ্রমন বাংলাদেশ- জিন্দা পার্ক (2 Viewers)

ভ্রমন পিয়াসী আড্ডা পাগল বন্ধুদের জন্য ভ্রমন বর্ণনামুলক একটি ধারাবাহিক ভ্রমন বাংলাদেশ নিয়ে আপনাদের সাথে গল্পে মেতে উঠব। চেষ্টার ত্রুটি থাকবে না আপনাদেরকেও মাতিয়ে রাখতে।

প্রকৃতি কার না ভাল লাগে! পাষাণ হৃদয়ের মানুষও নাকি প্রকৃতির কাছে গিয়ে নিরবে কাঁদে। উত্তাল সাগর যেখানে আছড়ে পড়ছে, সেখানে যেমন চলে যাই দলবল নিয়ে ছুটোছুটি করতে ঠিক তেমনি চলে যাই মেঘ মালার উপরে খেলাঘরের মত নিচের পাহাড় গুলিকে দেখতে ওই সাজেকে। আবেগে আপ্লুত হয়ে যাই রবের অপার মহিমা দেখে, কিভাবে সাজিয়েছেন প্রকৃতিকে আমাদের চোখ জুড়ানোর জন্য।
এবার বাস্তবতায় ফিরে আসি, ফিরে আসি কল্পনা থেকে বাস্তবে। অনেকেই হয়ত ভাবছেন ব্যস্ততার ঢাকায় যেখানে শুক্রবারে নিউমার্কেটে যেতেই ভয় পাই সেখানে আবার বেড়াতে! হ্যাঁ, তার মাঝেই সময় বের করতে হবে। নিজের জন্য, নিজের পরিবারের জন্য, বন্ধুদের জন্য তো অবশ্যই। এটাই জীবন। আর এই জীবনকে উপভোগ করাই জীবন। ঢাকা শহরের ব্যস্ততায় ঠাঁসা বন্ধুদের জন্য ভ্রমন বাংলাদেশের প্রথম পর্ব- জিন্দা পার্ক
এইটা কোথায় এবং কিভাবে যেতে হয়?

225.jpg

ছাদ থেকে দেখা জলাধার তার গা ঘেঁসে নারকেল গাছের সারি
এইটা কোন যায়গা ভাই? খুব সুন্দর
 
last year we had a plan to visit here.. but at the last moment the plan was changed.. i hope at the end of this year we will visit this place..
 
ভ্রমন পিয়াসী আড্ডা পাগল বন্ধুদের জন্য ভ্রমন বর্ণনামুলক একটি ধারাবাহিক ভ্রমন বাংলাদেশ নিয়ে আপনাদের সাথে গল্পে মেতে উঠব। চেষ্টার ত্রুটি থাকবে না আপনাদেরকেও মাতিয়ে রাখতে।
প্রকৃতি কার না ভাল লাগে! পাষাণ হৃদয়ের মানুষও নাকি প্রকৃতির কাছে গিয়ে নিরবে কাঁদে। উত্তাল সাগর যেখানে আছড়ে পড়ছে, সেখানে যেমন চলে যাই দলবল নিয়ে ছুটোছুটি করতে ঠিক তেমনি চলে যাই মেঘ মালার উপরে খেলাঘরের মত নিচের পাহাড় গুলিকে দেখতে ওই সাজেকে। আবেগে আপ্লুত হয়ে যাই রবের অপার মহিমা দেখে, কিভাবে সাজিয়েছেন প্রকৃতিকে আমাদের চোখ জুড়ানোর জন্য।
এবার বাস্তবতায় ফিরে আসি, ফিরে আসি কল্পনা থেকে বাস্তবে। অনেকেই হয়ত ভাবছেন ব্যস্ততার ঢাকায় যেখানে শুক্রবারে নিউমার্কেটে যেতেই ভয় পাই সেখানে আবার বেড়াতে! হ্যাঁ, তার মাঝেই সময় বের করতে হবে। নিজের জন্য, নিজের পরিবারের জন্য, বন্ধুদের জন্য তো অবশ্যই। এটাই জীবন। আর এই জীবনকে উপভোগ করাই জীবন। ঢাকা শহরের ব্যস্ততায় ঠাঁসা বন্ধুদের জন্য ভ্রমন বাংলাদেশের প্রথম পর্ব- জিন্দা পার্ক
Jinda park onek valo jayga...ami valobasi

এখনো যাওয়া হয়নি এই পার্ক টিতে।
Ghure asuk dada...onk valo jayga

আপনার অবস্থান যেহেতু আমি জানি না, ধরে নিলাম আপনি এয়ারপোর্ট এলাকায় আছেন। তাই এয়ারপোর্ট থেকে জিন্দা পার্ক পর্যন্ত একটা ম্যাপ নিলাম গুগল ভাইয়ের কাছ থেকে।

Map-from-Airport.jpg

এয়ারপোর্ট থেকে মাত্র কুড়ি কিলোমিটার

airport theke kase onk
 
Last edited by a moderator:
ভ্রমন পিয়াসী আড্ডা পাগল বন্ধুদের জন্য ভ্রমন বর্ণনামুলক একটি ধারাবাহিক ভ্রমন বাংলাদেশ নিয়ে আপনাদের সাথে গল্পে মেতে উঠব। চেষ্টার ত্রুটি থাকবে না আপনাদেরকেও মাতিয়ে রাখতে।
প্রকৃতি কার না ভাল লাগে! পাষাণ হৃদয়ের মানুষও নাকি প্রকৃতির কাছে গিয়ে নিরবে কাঁদে। উত্তাল সাগর যেখানে আছড়ে পড়ছে, সেখানে যেমন চলে যাই দলবল নিয়ে ছুটোছুটি করতে ঠিক তেমনি চলে যাই মেঘ মালার উপরে খেলাঘরের মত নিচের পাহাড় গুলিকে দেখতে ওই সাজেকে। আবেগে আপ্লুত হয়ে যাই রবের অপার মহিমা দেখে, কিভাবে সাজিয়েছেন প্রকৃতিকে আমাদের চোখ জুড়ানোর জন্য।
এবার বাস্তবতায় ফিরে আসি, ফিরে আসি কল্পনা থেকে বাস্তবে। অনেকেই হয়ত ভাবছেন ব্যস্ততার ঢাকায় যেখানে শুক্রবারে নিউমার্কেটে যেতেই ভয় পাই সেখানে আবার বেড়াতে! হ্যাঁ, তার মাঝেই সময় বের করতে হবে। নিজের জন্য, নিজের পরিবারের জন্য, বন্ধুদের জন্য তো অবশ্যই। এটাই জীবন। আর এই জীবনকে উপভোগ করাই জীবন। ঢাকা শহরের ব্যস্ততায় ঠাঁসা বন্ধুদের জন্য ভ্রমন বাংলাদেশের প্রথম পর্ব- জিন্দা পার্ক
জিন্দা পার্ক সত্যি দেখার মতো অসাধারণ সুন্দর একটি জায়গা।
 

Users who are viewing this thread

Back
Top