What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made ভালোবাসার রোজনামচা (1 Viewer)

dukhopakhi

Global Moderator
Staff member
Global Mod
Joined
Mar 3, 2018
Threads
102
Messages
11,791
Credits
109,956
Mosque
Calculator
LittleRed Car
LittleRed Car
LittleRed Car
Camera photo



কল্পনার রঙে রাংিয়ে এ মন
ছুটে যাও তুমি দূর কোন বন,
দেখ সারি সারি বৃক্ষের মাঝে
পাখিরা গাইছে মধুর সুরে,
ঝি ঝি পোকারাও বলছে তোমায়
মন খারাপের কি এমন দায়!
এসো খেলি মোরা প্রকৃতির সাথে
ভালোবাসা শুধু, ঘৃণা ঝেড়ে ফেলে,
ভালোবাসা, শুধু ভালোবাসাই রবে
তোমার আমার অস্তিত্বের মাঝে...
 

আমি ভালোবাসার ছোট্ট গাছে
সবুজ কচি পাতা,
আস্তে করে ধরবে, যেন
পাইনা আমি ব্যাথা।
আমি খরায় তপ্ত রুক্ষ মাঠে
একটি ঘাসের পাতা,
সাবধানে হেঁটো, যেন
পদতলে পিষ্ট হয়ে যাইনা।
আমি তোমার হাতে রোপণ করা
গোলাপ গাছের পাতা,
ফুল ফুটলে তখন যেন
আমায় ভুলে যেওনা।
 

তোমার চিন্তিত কপালের ভাঁজে
আমি একটা কবিতা দেখেছিলাম;
যে কবিতার পরতে পরতে ছিলো
তোমার ফেলে আসা সুখের গল্প,
ভালোবাসা যোগের গল্প,
হাসি, খুসি, আর উল্লাসের গল্প।

আমি তোমার হৃদখাতাতে নতুন করে
একটি কাব্য লিখতে চাই;
যে কাব্যের পটে থাকবে
নিঃস্বার্থ প্রেমের গল্প,
চোখের পাতায় হাসি, উল্লাস আর
ভালোবাসাময় রাতের গল্প।
 



আমার একলা আকাশ, একলা বাতাস
একলা নির্ঘুম রাত,
আমার একলা পথে চলতে চলতে
খুঁজে পাওয়া তোমার হাত।

আমার একলা বিকেল উদাস চেতনে
একটি চায়ের কাপ,
হঠাৎ তোমার স্নিগ্ধ হাসিতে
ধুয়ে যাওয়া কিছু পাপ।

আমার একলা দুপুর তপ্ত হাওয়া
ক্লান্ত পদচিহ্ন,
মেঘ হয়ে তুমি হঠাৎই এলে
ছড়িয়ে দিলে লাবণ্য।
 
আমার একলা দুপুর তপ্ত হাওয়া
ক্লান্ত পদক্ষেপ
মেঘ হয়ে এসে ছড়িয়ে দিলে
লাবণ্যের প্রলেপ।

একটু ভালোবাসার দিগদারি করলাম।
 
এই কবিতাটি আমার জীবন সঙ্গীনির জন্মদিন জন্মদিন উপলক্ষে লিখেছিলাম, তাই তাকেই উৎসর্গিত


ভালোবাসার রোজনামচা - ৫


তুমি না চাইতেই এনে দিয়েছি শরৎ, সাদা কাঁশফুল
তোমার জন্য করতে পারি প্রতিদিন শত ভুল,
তুমি চাইলেই আকাশটাকে ছেয়ে দিতে পারি মেঘে
তুমি না চাইলেও কাটিয়ে দিব এ জীবন তোমায় ভেবে,
তুমি চাইলেই বৃষ্টি কুড়িয়ে এনে দিব তোমার হাতে
তোমার জন্য রাস্তার মোড়ে ঝড়ো হাওয়া রাখবো বেঁধে,
তুমি চাইলে তারাগুলো দিয়ে গাঁথবো একটি মালা
চাঁদের লকেট পড়িয়ে দিয়ে রাংগাব তোমার গলা,
শুধু তোমার জন্য সকালটাকে সাজাবো শিউলি ফুলে
সারাটা দুপুর কাটিয়ে দিব তোমার হাতটি ধরে,
তোমার জন্য রমনা পার্কে করবো একটা চুক্তি
তুমি আমি ছাড়া কেউ ঢুকবেনা, দেখাক যতই যুক্তি,
তোমার জন্য ঝিরিঝিরি হাওয়ায় উড়াব বকুল সুবাস
সবুজের মাঝে ময়ুর পেখমে গড়বো মোদের নিবাস।
 
Last edited:
অনেক প্রেম অনেক ভালোবাসা - চিরসঙ্গী হোক।
 

মাঝেমধ্যে আমার যুক্তিগুলো মুখ থুবড়ে পরে যায়
তোমার হাসির সামনে,
আমি অন্ধ হয়ে হেঁটে যাই তোমার হাত ধরে
হোক সে পিচ ঢালা পথ অথবা নদীর ধারে।
আমি আবারো যুক্তি তুলে ধরি
তোমার মিষ্টি হাসির ফোয়ারায়
নিজেকে ভেজাবো বলে।
 

আমি ব্যার্থতার বলয়ে ঘুরপাক খেতে খেতে
আছড়ে পরেছিলাম তোমার সামনে,
তুমি তোমার ভালোবাসার চাদরের নিচে
আমাকে টেনে নিয়েছিলে।
আমি সেই থেকে বেঁচে আছি
তোমাকে অবলম্বন করে...
 
Last edited:

Users who are viewing this thread

Back
Top