What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

বাংলা ডকুমেন্ট কে PDF বানানো কিভাবে? (1 Viewer)

Status
Not open for further replies.

pialkkk

Member
Joined
Jun 9, 2020
Threads
4
Messages
121
Credits
680
বাংলা ডকুমেন্ট কে PDF বানানো

MS Word ডকুমেন্টে বাঙলা ইংরেজই উভয় আছে। Foxit Reader দিয়ে MS Word কে PDF ফাইল বানালে ফাইল বানানোর পর কপি করতে গেলে হিজিবিজি আসে আর Adobe Acrobat দিয়ে করলে ফাইলটাই হিজিবিজি আসে, অদ্ভুত ভাবে টেক্সট কপি করা যায় যদিও!

সমাধান কি ?
 
সবার প্রথমে যানতে চাইবো আপনি অফিস কোন ভার্সন ব্যবহার করেন?
যদি ২০০৭ ব্যবহার করেন তবে অফিস ২০০৭ এর সার্ভিস প্যাক ৩ আপডেট
করুন, তাহলে অফিস ২০০৭ এ Save as এর মদ্ধে সরাসরি PDF এর অপশন
পাবেন, আর যদি ২০০৭ এর ওপরের ভার্সন ব্যবহার করেন তবে নতুন সকল
ভার্সন থেকে সরাসরি PDF হিসাবে সেভ করতে পারবেন।
3suZ9S.webp



যদি আপনি Foxit Reader ব্যবহার করেন তবে আমার মতে Foxit Phantom Pro
ব্যবহার করুন, এতে অনেক সুবিধা আছে, কাজ অনেক ভাল হয়।
3sutA7.md.jpg




কিন্তু আমার বেক্তিগত অভিগ্যতায় দেখেছি, Nitro PDF Pro অনেক ভাল কাজ
করে যে কোন ডকুমেন্ট থেকে PDF ডকুমেন্ট বানাতে বা PDF থেকে অন্য কোন
ডকুমেন্ট কনভার্ট করতে।

3suLS2.md.webp


 
আমি ব্যাবহার করি DoPDF নামের সফটওয়ার
এটা ইনস্টল করলে আপনার ওয়ার্ড এক্সেল সহ সব অ্যপ্লিকেশনেই প্রিন্টার অপশনে একটা প্রিন্টার পাবেন - DoPDF নামে
এই প্রিন্টার সেলেক্ট করে দিলে বাকি সব অপারেশন নরমাল প্রিন্টারের মতো
সব পাতা প্রিন্ট দিতে পারবেন, পেন নাম্বার উল্লেখ করে প্রিন্ট দিতে পারবেন
 
আমি ব্যাবহার করি DoPDF নামের সফটওয়ার
এটা ইনস্টল করলে আপনার ওয়ার্ড এক্সেল সহ সব অ্যপ্লিকেশনেই প্রিন্টার অপশনে একটা প্রিন্টার পাবেন - DoPDF নামে
এই প্রিন্টার সেলেক্ট করে দিলে বাকি সব অপারেশন নরমাল প্রিন্টারের মতো
সব পাতা প্রিন্ট দিতে পারবেন, পেন নাম্বার উল্লেখ করে প্রিন্ট দিতে পারবেন
ভাই আপনি যেভাবে বললেন সেভাবে করা হলে কি টেক্সট রেকগনাইজ করা যাবে অর্থাৎ আমি কি বাংলা লাইন গুলি কপি করে অন্য ফাইলে নিতে পারব?
 
সবার প্রথমে যানতে চাইবো আপনি অফিস কোন ভার্সন ব্যবহার করেন?
যদি ২০০৭ ব্যবহার করেন তবে অফিস ২০০৭ এর সার্ভিস প্যাক ৩ আপডেট
করুন, তাহলে অফিস ২০০৭ এ Save as এর মদ্ধে সরাসরি PDF এর অপশন
পাবেন, আর যদি ২০০৭ এর ওপরের ভার্সন ব্যবহার করেন তবে নতুন সকল
ভার্সন থেকে সরাসরি PDF হিসাবে সেভ করতে পারবেন।



যদি আপনি Foxit Reader ব্যবহার করেন তবে আমার মতে Foxit Phantom Pro
ব্যবহার করুন, এতে অনেক সুবিধা আছে, কাজ অনেক ভাল হয়।
3sutA7.md.jpg




কিন্তু আমার বেক্তিগত অভিগ্যতায় দেখেছি, Nitro PDF Pro অনেক ভাল কাজ
করে যে কোন ডকুমেন্ট থেকে PDF ডকুমেন্ট বানাতে বা PDF থেকে অন্য কোন
ডকুমেন্ট কনভার্ট করতে।

3suLS2.md.webp
ভাই সমস্যা হল টেক্সট কপি হয় না, টেক্সট কপি করে পেষ্ট করলে হিজিবিজি আসে, এটাই আসল সমস্যা।
 
ভাই সমস্যা হল টেক্সট কপি হয় না, টেক্সট কপি করে পেষ্ট করলে হিজিবিজি আসে, এটাই আসল সমস্যা।
দাদা, আপনি কোথা থেকে কপি করে কোথায় পেস্ট করছেন?
আর আপনি কিভাবেই বা PDF বানাচ্ছেন একটু বিস্তারিত বলুন।
 
ভাই আপনি যেভাবে বললেন সেভাবে করা হলে কি টেক্সট রেকগনাইজ করা যাবে অর্থাৎ আমি কি বাংলা লাইন গুলি কপি করে অন্য ফাইলে নিতে পারব?

সম্ভবতঃ না
ইংরেজী আসতে পারে, বাংলা আসে না
যুক্তাক্ষর সমস্যা করে
আকার ইকারও ঝামেলা করে
মোট কথা, কাজ হবার কথা না

আসলে আমি পিডিএফ সহজে করার ব্যাপারে বলেছিলাম
অনেক সফটওয়ারেই পিডিএফ করলে বাংলা ঠিক ভাবে আসে না
সেদিক দিয়ে ওটা ভালো ভাবে কাজ করে
 
সম্ভবতঃ না
ইংরেজী আসতে পারে, বাংলা আসে না
যুক্তাক্ষর সমস্যা করে
আকার ইকারও ঝামেলা করে
মোট কথা, কাজ হবার কথা না

আসলে আমি পিডিএফ সহজে করার ব্যাপারে বলেছিলাম
অনেক সফটওয়ারেই পিডিএফ করলে বাংলা ঠিক ভাবে আসে না
সেদিক দিয়ে ওটা ভালো ভাবে কাজ করে
এইতো ভাই ধরতে পারসেন! বাংলা আসে কিভাবে সেটাই জানতে চাচ্ছিলাম, মজার ব্যাপার হচ্ছে বাংলা আসে না Adobe Acrobat দিয়ে ফাইল বানালে, ফাইলে হিজিবিজি দেখায় কিন্তু টেক্সট কপি করে পেস্ট ঠিক আসে।
 
দাদা, আপনি কোথা থেকে কপি করে কোথায় পেস্ট করছেন?
আর আপনি কিভাবেই বা PDF বানাচ্ছেন একটু বিস্তারিত বলুন।
ফাইল বানানোর পরে ফাইল থেকে কপি করতে চাচ্ছিলাম। উপরের কমেন্ট টা একটু দেখেন, বানানো বা convert করার পদ্ধতি একই, আমার অবশ্য Foxit Reader , Foxit Phantom Pro নাই।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top