maruftamimauthor
Member
Movie Name: Baaghi 3
Director: Ahmed Khan
Cast: Tiger Shroff,Ritesh Deshmukh,Sharaddha Kapoor.
IMDb Rating: 1.9/10
Personal Rating: 1.5/10
.....
দেখে ফেললাম এ বছরে প্রকাশকৃত Tiger Shroff এর নতুন মুভি Baaghi 3.
ঠান্ডা মুভির পাশাপাশি এ্যাকশন মুভিও আমার কাছে খুব পছন্দের। আর বলিউডের এ্যাকশন মুভিতে আলাদা একটা মশলা আছে যা অনেকেই জানেন। তবে এই এ্যাকশন মুভিতে নায়ক হিসেবে হৃতিক,টাইগার অথবা বিদ্যুত জামাল থাকে তাহলে বুঝতে হবে আমরা এ্যাকশনের সাথে সাথে কিছু স্ট্যান্টও দেখতে পারব। কারণ তারা হলেন স্ট্যান্ট এর জন্য সেরা।
ঠিক তেমনই দেখতে বসেছিলাম Baaghi 3 কিন্তু কথায় আছে খাওয়া ভালো কিন্তু অতিরিক্ত খাওয়া হয়ে গেলে বদ হজম হয়, ঠিক তেমন আমার ক্ষেত্রেও হয়েছে।
এবার আসল কথায় আসা যাক তার আগে বলে রাখি আমার এই লেখার ভিতরে হাল্কা স্পয়লার আসতেও পারে তাই সেটি নিজ দায়িত্বে গ্রহন করবেন।
...
প্রথমে আসি মুভি এর কাহিনী নিয়ে। বলতে গেলে আহমরি কোনো কাহিনী নয় সেই পুরাতন কোনো মুভি থেকে কাহিনী নিয়ে সেটিকে আর একটু গজামিল করে রূপ দিয়েছে।
মুভির ট্রেইলারে আমরা দেখতে পাই যে হৃতেশ এবং টাইগার দুইভাই এবং টাইগার হল তার বড় ভাই হৃতেশ এর রক্ষ্যাকবজ।
বড় ভাই হৃতেশ যখন বিপদে পড়ে আর তখন ছোটভাইকে খুব জোরে ডাক দেয় তখন তার ছোট ভাইও কই থেকে যেন উড়ে এসে জুড়ে বসে।
তেমনই সহজ সরল বড় ভাইকে তার ছোটভাই সব বিপদ থেকে রক্ষ্যা করে যায়।
এবং একসময় বড় ভাই পুলিশে চাকরি পায় কিন্তু তার সব মিশনগুলো ছোট ভাই নিজেই করে দেয়।
যাই হোক মুভির শুরু এক থেকে দেড় ঘন্টা সব কিছু ঠিক ছিল কিন্তু এরপর
যখন সিরিয়া থেকে হৃতেশ অপহরণ হল তখন থেকে মুভির টুইস্ট বাড়তে থাকে সাথে আমার বদ হজম এর পরিমাণও বাড়তে থাকে।
একজন মানুষ কীভাবে একা অন্য দেশে গিয়ে একটা জঙ্গি গোষ্ঠীকে শেষ করে দিতে পারে? এটা আমার মাথায় খেলছে না। যে ছেলেটা ছিল এলাকার চকলেট বয় এবং পাতি মাস্তানদের পিটানোর উস্তাদ আর সে কি না দুই হাতে বন্দুক নিয়ে খুব স্টাইল করে গুলি করছে আবার বোম নিক্ষেপ করছে। কীভাবে এটা সম্ভব রে ভাই?
একজন টেরোরিস্টও যখন বন্দুক হাতে নেয় তাকেও কিছুদিন ট্রেনিং নিতে হয় আর এই মহারাজ নিজের দুইহাতে বন্দুক নিয়ে গুলি করে যাচ্ছেন দেখে মনে হচ্ছিল কোনো বাচ্চার হাতে বন্দুক দেওয়া হয়েছে সে ইচ্ছামত গুলি গুলি খেলে যাচ্ছে।
এখন অনেকে বলতে পারেন যে অনেক মুভিতেই নায়ক একা যেয়ে কত বড় মিশন করে আসে তা এ আর নতুন কী?
এখানে কথা হল আমরা সালমান খান এর Tiger Zinda Hai মুভিতে দেখেছি মাত্র ৮জন লোক নিয়ে একটা জঙ্গি ক্যাম্প ধ্বংস করে দেয়,কিন্তু এখানে কথা হল তারা সবাই ছিল ট্রেনিং প্রাপ্ত সৈনিক নিজেদের বুদ্ধি এবং শক্তি দিয়ে লড়াই করেছে যা তারা তাদের সামরিক বাহিনী থেকে অর্জন করেছে।
আবার ইংলিশ মুভি Taken এ আমরা দেখেছিলাম একজন বাবা তার কিন্যাপ হওয়া মেয়েকে নিজের বুদ্ধি দ্বারা খুজে বের করেন এবং খুব সাবধানে শত্রুদের সাথে লড়াই করে মেয়েকে নিয়ে ফিরে আসেন।
কিন্তু এখানে যে ছেলে কিছুই জানে না সে কিনা একটা রাজ্য ধ্বংস করে দিল তাও ঐ বানরের মতো লাফালাফি করে এটা কী কোনো বাচ্চা খেলা?
আমি এই নিয়ে আর কিছু বলব না কারণ নিজেই এখনও বদ হজমের ভিতরে রয়েছি।
লকডাউনে ঘরে বসে আছি তাই ভেবেছিলাম সময় পার করার জন্য মুভি দেখি তাই এটা দেখে এখন আমি শিহরিত। আপনাদের কাছে যদি অধিক সময় এবং অঘাত ইন্টারনেট ডাটা থাকে তাহলে দেখতে পারেন মুভিটি। ২ঘন্টা লস করার মানসিকতা থাকে তাহলে আপনি এই মুভি দেখে নিতে পারেন।
এখন যারা দেখে নিয়েছেন তারা তাদের অভিজ্ঞতার কথা আমাকে জানাতে পারেন।
এটি আমার তিন নাম্বার মুভি রিভিউ হয়ত অনেক কিছু ভূল থাকতেও পারে তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কারও আমার উপর রাগ থেকে থাকে এবং গালি দিতে মন চায় তাহলে ইফতারের পর যত ইচ্ছা গালি দিয়েন সমস্যা নাই।
ভালো থাকবেন সবাই,ধন্যবাদ।
Director: Ahmed Khan
Cast: Tiger Shroff,Ritesh Deshmukh,Sharaddha Kapoor.
IMDb Rating: 1.9/10
Personal Rating: 1.5/10
.....
দেখে ফেললাম এ বছরে প্রকাশকৃত Tiger Shroff এর নতুন মুভি Baaghi 3.
ঠান্ডা মুভির পাশাপাশি এ্যাকশন মুভিও আমার কাছে খুব পছন্দের। আর বলিউডের এ্যাকশন মুভিতে আলাদা একটা মশলা আছে যা অনেকেই জানেন। তবে এই এ্যাকশন মুভিতে নায়ক হিসেবে হৃতিক,টাইগার অথবা বিদ্যুত জামাল থাকে তাহলে বুঝতে হবে আমরা এ্যাকশনের সাথে সাথে কিছু স্ট্যান্টও দেখতে পারব। কারণ তারা হলেন স্ট্যান্ট এর জন্য সেরা।
ঠিক তেমনই দেখতে বসেছিলাম Baaghi 3 কিন্তু কথায় আছে খাওয়া ভালো কিন্তু অতিরিক্ত খাওয়া হয়ে গেলে বদ হজম হয়, ঠিক তেমন আমার ক্ষেত্রেও হয়েছে।
এবার আসল কথায় আসা যাক তার আগে বলে রাখি আমার এই লেখার ভিতরে হাল্কা স্পয়লার আসতেও পারে তাই সেটি নিজ দায়িত্বে গ্রহন করবেন।
...
প্রথমে আসি মুভি এর কাহিনী নিয়ে। বলতে গেলে আহমরি কোনো কাহিনী নয় সেই পুরাতন কোনো মুভি থেকে কাহিনী নিয়ে সেটিকে আর একটু গজামিল করে রূপ দিয়েছে।
মুভির ট্রেইলারে আমরা দেখতে পাই যে হৃতেশ এবং টাইগার দুইভাই এবং টাইগার হল তার বড় ভাই হৃতেশ এর রক্ষ্যাকবজ।
বড় ভাই হৃতেশ যখন বিপদে পড়ে আর তখন ছোটভাইকে খুব জোরে ডাক দেয় তখন তার ছোট ভাইও কই থেকে যেন উড়ে এসে জুড়ে বসে।
তেমনই সহজ সরল বড় ভাইকে তার ছোটভাই সব বিপদ থেকে রক্ষ্যা করে যায়।
এবং একসময় বড় ভাই পুলিশে চাকরি পায় কিন্তু তার সব মিশনগুলো ছোট ভাই নিজেই করে দেয়।
যাই হোক মুভির শুরু এক থেকে দেড় ঘন্টা সব কিছু ঠিক ছিল কিন্তু এরপর
যখন সিরিয়া থেকে হৃতেশ অপহরণ হল তখন থেকে মুভির টুইস্ট বাড়তে থাকে সাথে আমার বদ হজম এর পরিমাণও বাড়তে থাকে।
একজন মানুষ কীভাবে একা অন্য দেশে গিয়ে একটা জঙ্গি গোষ্ঠীকে শেষ করে দিতে পারে? এটা আমার মাথায় খেলছে না। যে ছেলেটা ছিল এলাকার চকলেট বয় এবং পাতি মাস্তানদের পিটানোর উস্তাদ আর সে কি না দুই হাতে বন্দুক নিয়ে খুব স্টাইল করে গুলি করছে আবার বোম নিক্ষেপ করছে। কীভাবে এটা সম্ভব রে ভাই?
একজন টেরোরিস্টও যখন বন্দুক হাতে নেয় তাকেও কিছুদিন ট্রেনিং নিতে হয় আর এই মহারাজ নিজের দুইহাতে বন্দুক নিয়ে গুলি করে যাচ্ছেন দেখে মনে হচ্ছিল কোনো বাচ্চার হাতে বন্দুক দেওয়া হয়েছে সে ইচ্ছামত গুলি গুলি খেলে যাচ্ছে।
এখন অনেকে বলতে পারেন যে অনেক মুভিতেই নায়ক একা যেয়ে কত বড় মিশন করে আসে তা এ আর নতুন কী?
এখানে কথা হল আমরা সালমান খান এর Tiger Zinda Hai মুভিতে দেখেছি মাত্র ৮জন লোক নিয়ে একটা জঙ্গি ক্যাম্প ধ্বংস করে দেয়,কিন্তু এখানে কথা হল তারা সবাই ছিল ট্রেনিং প্রাপ্ত সৈনিক নিজেদের বুদ্ধি এবং শক্তি দিয়ে লড়াই করেছে যা তারা তাদের সামরিক বাহিনী থেকে অর্জন করেছে।
আবার ইংলিশ মুভি Taken এ আমরা দেখেছিলাম একজন বাবা তার কিন্যাপ হওয়া মেয়েকে নিজের বুদ্ধি দ্বারা খুজে বের করেন এবং খুব সাবধানে শত্রুদের সাথে লড়াই করে মেয়েকে নিয়ে ফিরে আসেন।
কিন্তু এখানে যে ছেলে কিছুই জানে না সে কিনা একটা রাজ্য ধ্বংস করে দিল তাও ঐ বানরের মতো লাফালাফি করে এটা কী কোনো বাচ্চা খেলা?
আমি এই নিয়ে আর কিছু বলব না কারণ নিজেই এখনও বদ হজমের ভিতরে রয়েছি।
লকডাউনে ঘরে বসে আছি তাই ভেবেছিলাম সময় পার করার জন্য মুভি দেখি তাই এটা দেখে এখন আমি শিহরিত। আপনাদের কাছে যদি অধিক সময় এবং অঘাত ইন্টারনেট ডাটা থাকে তাহলে দেখতে পারেন মুভিটি। ২ঘন্টা লস করার মানসিকতা থাকে তাহলে আপনি এই মুভি দেখে নিতে পারেন।
এখন যারা দেখে নিয়েছেন তারা তাদের অভিজ্ঞতার কথা আমাকে জানাতে পারেন।
এটি আমার তিন নাম্বার মুভি রিভিউ হয়ত অনেক কিছু ভূল থাকতেও পারে তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কারও আমার উপর রাগ থেকে থাকে এবং গালি দিতে মন চায় তাহলে ইফতারের পর যত ইচ্ছা গালি দিয়েন সমস্যা নাই।
ভালো থাকবেন সবাই,ধন্যবাদ।