What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০২৪ (13 Viewers)

তাহলে সবকিছু বেশি বেশি হয়ে যাবে।

বেশী বেশী হয়ে গেলে থ্রেড ডিলিট করারও তো সুযোগ আছে।
তাছাড়া ফোরাম রুলস ব্রেক করলে যে কারনে করেছে তারও ব্যবস্থা নেয়া যেতে পারে।
 
দুই একটার নাম কনতো দেহি।

আপনার তো না জানা থাকার কথা নয় ! হে হে হে...
আয়ারল্যান্ড, অ্যান্টার্কটিকা, গ্রীনল্যান্ড ও রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে সাপ নাই। উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত আয়ারল্যান্ড এমন একটি দেশ, যেখানে সাপ নেই
আয়ারল্যান্ডে বন আছে, কিন্তু সেই বলে কোনো সাপ নেই !!
 
জর্দা মানেই যে চোখ উল্টাইবো, ব্যাপারটা তেমন না।
মিষ্টি জর্দা আছে অন্তত ৪০ রকমের যা আমাদের দেশে ব্যবহার হয়।

ঐগুলো কি মিস্টি জর্দা, নাকি মিস্টি মশল্লা ? !!
 
ইচ্ছে আছিল, পারি নাই।

ভালো কথা!
একটা দাওয়াত দিয়া রাখি, পরে ভুইল্ল্যা যামু।
আগামী ১২-১৩ জানুয়ারী-২০১৪ আমাদের সিলভারের পক্ষথেকে একটা পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। যেখানে আমি কালাই রুটি ঘর নামে একটা স্টল দিতেছি।
কালাই রুটি + বেগুন ভর্তা + শুকনা মরিচের ভর্তা + কাঁচা মরিচের ভর্তা + ধনে পাতা ভর্তা ফুল প্যাকেজ - ৭০/-
গরুর ভুঁড়ি (বট) - ১০০/-
চিনা হাঁসের মাংশ - ১৫০/-
পাটিসাপটা/প্যান কেন - ৩০/-


নির্জন মেলার রেফারেন্স থাকলে ৫০% ডিস্কাউন্ট।

বেশ লোভনীয় অফার !
পারলে লোকেশনটা জানায়েন।
সুযোগ পাইলে দৌড় দিমুনে...
 
Apni ekta thread khule den na Amra Shobai adda marlam okhane please

ওটা আমি করতে পারবো না।
আপনি হয়তো শুরু করতে পারবেন।
তবে এটাও বলে রাখা ভালো, এই ধরনের আড্ডাতে অনেকেই কথার লিমিট ধরে রাখতে পারে না। যার কারনে একজনের সাথে অন্যজনের অনাকাংখ্যিত কথার যুদ্ধ শুরু হয়ে যায়। ফলশ্রুতিতে একটা বিভাজন সৃস্টি হয়। এই ধরনের ঘটনা ঘটলে স্টাফ হিসাবে আমাদের ব্যবস্থা নিতেই হয়। যেটা আবার অনেকে পছন্দ নাও করতে পারেন।
অতএব সব কিছু বিবেচনায় কোনো স্টাফ এই ধরনের কোনো থ্রেড খোলার দায়ীত্ব না নেয়াটাই ভালো।
 
সাথে একটু পোলাও এর চাউল আর একটুখানি গোস্ত নিয়া নিলে বিরিয়ানি আর পানের স্বাদ একসাথেই নিয়ে নিতে পারবে 😉

একটা টেরাই লইবেন নাকি ? !!
 

Users who are viewing this thread

Back
Top