What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২১ (4 Viewers)

Status
Not open for further replies.
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?

ওয়ালাইকুমুস সালাম, খালা !
আলহামদুলিল্লাহ !
আল্লাহর ইচ্ছায় আমি ভালো আছি।
বেশ কিছুদিন পর আপনাকে দু'কলম লিখতে দেখে খুব ভালো লাগছে...
 
শেষ পর্যন্ত আমার শঙ্কাটাই সত্যে পরিণত হলো...
আমি এরকম কিছু একটাই ধারনা করেছিলাম।
অসূস্থ্য না হলে আপনি একনাগাড়ে এতোদিন ফোরামে অনুপস্থিত থাকার বান্দা নন।
দোয়া করি, আল্লাহ যেনো আপনাকে দ্রুত শেফা দান করেন...

ঠিক তাই মামা, অনেক শোকরিয়া...

হেভী সাফারিং হলো, এখন অনেকটা ভালো তবে কাশি চলছেই...
 
হাতে মোবাইল রাখেন ক্যান তাইলে?

মোবাইল আমার হাতে থাকে না বললেই চলে।
দপ্তরে পৌঁছার পর সেটা দেরাজেই পড়ে থাকে।
কথা বলার জন্য আমার একটা বিশেষ বাটন ফোন আছে যেটাতে এই কিছুদিন আগে ইলাস্টিক পেঁচিয়েছি...
 
অপু মামার পোস্টখানা দেখেই মামাকে ফোন দিয়েছিলাম। অবস্থা বেশ খারাপই...মামা বর্তমানে ইনফ্লুয়েঞ্জায় ভুগছেন। গতো এক সপ্তাহ যাবতই বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা ওনাকে বেশ কাবু করে ফেলেছে। জ্বর আর শরীর ব্যাথার মতো অসূখ তো আছেই এর সাথে যুক্ত হওয়া অন্যান্য অসূখে মামা প্রায় শয্যাশায়ী হবার দশায় আছেন। এই শরীর নিয়েই নাকি আবার অফিস করার চেস্টা করেন। দৈনিক কিছুক্ষনের জন্য হলেও অফিসে বসতে হচ্ছে। মামার কথায় যেটুকু বুঝলাম, এই দেশের মালিক পক্ষ লেবু তেতো হয়ে গেলেও চিপতে কোনো কসুর করেন না !
মিনিট সাতেকের মতো কথা হয়েছে মামার সাথে। এর মাঝে আমারই খুব খারাপ লাগছিলো মামার সাথে কথা বলতে। কাশির দমকে একেকবার অবস্থা এমন হয় যেনো আমার সাথে কথা বলাটা ওনার কিছুতেই উচিৎ হচ্ছে না। শুকনো কাশির প্রভাবে ইতিমধ্যেই শ্বাস কস্ট দেখা দিয়েছে। মাঝে মধ্যে শ্বাস প্রশ্বাসে বেশ সমস্যা হচ্ছে। ডাক্তার দেখিয়েছেন গতো পাঁচদিনে তিনবার। করোনা থেকে এক্সরে পর্যন্ত যাবতীয় পরীক্ষাই করা হয়েছে। শুধুমাত্র রক্তে সামান্য এলার্জী ছাড়া আর কিছু তেমন ধরা পড়েনি। মামা সবার কাছে ওনার আরোগ্যের জন্য দোয়া কামনা করেছেন...

আল্লাহ মালিক...

মহান রাব্বুল আলামিনের অসীম রহমতে ও সকলের দোয়ায় অনেকটা সুস্থ...

কাশিটা আরো কিছু ভোগাবে...
 
না মামা। বাম সাইডে 🤣🤣

তবে তো আপনার পিউর সিঙ্গেল থাকনের কথা না !
সুবোধ বালকেরা মাথায় সোজা সিঁথী কাটে আর সময় পার হইয়া যাওনের পরেও পিউর সিঙ্গেল থাকার চেস্টা করে...
মাথার বাম পাশে যারা সিঁথী কাটে তারা তো এন্টার্সের আগেই রোমান্সে এন্ট্রি দিয়া দ্যায় !!
 
নাম ডেকে একপাশে ১৬ জন আর অন্য পাশে ১২ জন দাঁড় করানো হয়েছিল।
১৬ জনের মধ্যে ১০ জনের নরমাল ড্র্রেস ছিলো আর বাকি ৬ জনের ফরমাল। অন্যদিকের ১২জন ফরমাল ড্রেস পড়ে বাবু সেজে এসেছিলো।

অফিসার প্রথমে প্রথম ১৬ জনের হাতে রেজাল্ট শিট বলেন "আপনারা সবাই ভাইভায় অনেক ভালো করেছেন। তবে আপনাদের মধ্যে সিরিয়াসনেস ছিলো না। আমরা আপনাদের থেকে অফিসার ক্যাডেড হওয়ার জন্য যেটা এক্সপেক্ট করেছিলাম আপনারা সেটা ফুলফিল করতে পারেন নি। তাই আমরা আপনাদের মধ্য থেকে বেস্টদের সিলেক্টেড করেছি। ব্লা..ব্লা..ব্লা.."

আমি ১৬ জনের মধ্যে একজন ছিলাম। আমি

  • নরমাল ড্রেসে ছিলাম।
  • ক্লিন শেভ করে যাই নি।
  • সাইন্সের স্টুডেন্ট হওয়ার ভৌগোলিক অবস্থানের দিকে নজর ছিলো না। বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও রাজধানীর নাম মুখস্থ করি নি।
  • ৮০% প্রশ্নের উত্তর করতে পেরেছিলাম।
তবে যা-ই হোক, জীবনের প্রথম ভাইভার অভিজ্ঞতাটা অনেক ভালো হয়েছে।

আমার এক নাতনী বেশ ক'বার চেস্টা করেও শেষ পর্যন্ত পেরে উঠেনি।
সে দ্বিতীয় হবার পরও পঞ্চম যে হয়েছে সে চান্স পেয়েছে।
কারন সেই একটাই... সিরিয়াসনেসের অভাব।
তবে লোকে বলে আসলে আমার ভাতিজার টাকার অভাব...
 
আপনার প্রত্যাবর্তনে ভীষণ আনন্দিত মামা। তবে মিলন মেলায় আসতে পারবেননা জেনে যারপরনাই হতাশ। তবু আমি এখনই পুরোপুরি হতাশ হচ্ছিনা। সামনে যেহেতু এখনো কিছুটা সময় আছে, আপনার পজিটিভ উত্তরের জন্য সেই পর্যন্ত অপেক্ষায় থাকলাম।

মিলনমেলার কথা বলিনি, ওটা অন্য ব্যাপার। নইলে ফোরামের কথা বলতাম, আমি শুধু দীপু মামার কথা বলেছি
 
আর্ন মামার জাহাজের খবর নিতে আসলাম
যদিও আদার ব্যাবসা শুরু করেছি, তবু সাহস করে ফেললাম আর কি

ইবনে-ছোটর কল্যানে ভাই-মামুর রাতের ঘুম কেমন হচ্ছে?
আমি এখন রাতে ৫/৬ ঘন্টার বেশী ঘুমাতে পারছি না, তাই আগেই ঘুমের খবর নিলাম

দিপু মামু ফোনে একটা খবর দিয়েছিলেন
সেখানে যাওয়া আর হচ্ছে না, সঙ্গত কারণেই, জানিয়ে দিলাম

তিন জনকে দিয়ে শুরু করলাম, বাকিদের সাথে আস্তে ধীরে আবার সড়্গড় করে নিবো আর কি

পোস্টটা দেখার পর দু দু'বার চোখ কচলে নিতে হয়েছে।
এরপরই যে ভাবনাটা এসেছে সেটা হলো, যুবি মামা এতোদিন ফোরামের পাসওয়ার্ড মুখস্ত রেখেছেন কিভাবে ? !!
আমাদের কথা মনে রাখাতে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ, মামা।
এবার আর কেউ ছাড় দিবে বলে মনে হয় না। আমি তো অবশ্যই দিবো না। যেতেই হবে...
না গেলে ঈদের পর থেকে লাগাতার আন্দোলনের ডাক দেয়া হবে... !!
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top