What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২১ (7 Viewers)

Status
Not open for further replies.
আর আমি দিলাম লাস্ট মিনিটে।

আমি দিনের সিল ভাংছিলাম, আর আপনে দিনের তালা লাগাইলেন...
ভালো লাগলো, দিনের শেষে হইলেও যে গতোকাল আপনের দেখা পাইলাম...
 
শুভ রাত্রি, মামা।
আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন?

আলহামদুলিল্লাহ !
আল্লাহর মেহেরবানীতে আমি ভালো আছি, মামা।
সময় কিন্তু দ্রুত এগিয়ে আসছে...
আগামী মাসে ঢাকাতে আপনার পদধূলি আশা করেছিলাম। প্রস্তুতি রেখেছেন তো, মামা ?
ইতিমধ্যে আমাদের সবার প্রিয় ছোটম মামা ছেলের বাপ হয়েছেন। একটা চিন্তা দূর হলো...
এখন আর আমাদের কাছের মানুষদের একত্রিত হবার ক্ষেত্রে আর কোনো বাঁধা বা পিছুটান রইলো না !!
 
বেটায় বহুত টেটনা।

আজকে জিগাইলাম: "সে গেলোতো গেলো এমনভাবে গেলো আর ফিরে এলো না" এর ইংরেজী কি হইবো? বেটায় পারবোনা দেইখা কথা ঘুড়ায় অন্যদিকে নিয়া গেলো।

তারপর আমি কইলাম: "He gone তো gone, এমনভাবে gone, আর not come".

এরকম করে আরো কিছুদিন বলতে থাকলে আপনার আশেপাশে আর বসবে না।
 
নতুন করে পানি চিনতে হবে দেখছি!
আরো কোন রং আছে?

আছে...
কালা পানি !
লাল পানি আর সাদা পানিতে বেশি অভ্যস্ত হয়ে গেলে সেই কালা পানিতে নির্বাসন যাইতে হয় !
 
আমারেও জানাইয়েন। দুই পাশে সমান বল প্রয়োগ করবো। এতে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে😁

চিন্তায় পইড়া গেলাম...
এইডা কি আমার পক্ষে গেলো নাকি বিপক্ষে ? !!
 
ম্যাসেঞ্জারেতো আপডেট দিছিলো।

রাত্রে ঘুমানোর আগে ছাড়া আমি সাধারণত ম্যাসেঞ্জারে ঢুকি না।
যার কারনে কেউ কোনো আপডেট দিলেও সাথে সাথে জানতে পারি না !
 
আজকে যে হারবে সে বিষয়ে আমার কোন সন্দেহ না আগে ছিলো না আজ আছে। টুর্ণামেন্টের অন্যতম ফেভারিট আর শক্তিশালী দল ইংল্যান্ডের কাছে পরাজয়টা প্রায় নিশ্চিত ছিলো সেই শুরু থেকেই। তবে এই দু'দলের প্রথম সাক্ষাৎটা কেমন হয় সেটাই ছিলো দেখার বিষয়। মানে বাংলাদেশ কতোটা ভালো খেলতে পারবে সেটাই ছিলো দেখার বিষয়। আশা করেছিলাম, হয়তো আগের ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে একটা পজেটিভ খেলা আমাদের উপহার দিবে। যদিও ফলাফলের ব্যাপারে কোন সন্দেহ নেই। শেষ পর্যন্ত বাংলার ছেলেরা সেই ভালো খেলাটুকু আমাদের দেখাতে পারেনি। তাদের কাছ থেকে অন্তত যেটুকু ব্যাটিং দৃঢ়তা প্রত্যাশা করেছিলাম তারা তার ধারে কাছে দিয়েও যেতে পারেনি। জানিনা গেইম প্ল্যান কি ছিলো। যেটুকু দেখেছি, তাতে গেইম প্ল্যানে মারাত্নক ত্রুটি ছিলো বলেই মনে হচ্ছে। এভাবে খেলতে থাকলে শুধু দেশের মান-সম্মানই নস্ট হবে না সেই সাথে খেলয়াড়দের মনোবল ভেঙ্গে যাবে। যার ফলে শুধু দেশের মাটি ছাড়া অন্যত্র খেলতে গিয়ে অসহায় আত্নসমর্পণ ছাড়া আর কোনো পথ থাকবে না !
প্রথম ইনিংসের খেলা শেষ।
এখন দেখার বিষয় বাংলাদেশ কয় উইকেটে হারে...
দু'চারটা উইকেট তুলে নিতে পারলেও অন্তত বলতে পারবো, ও.ইন্ডিজের থেকে আমরা খুব বেশি পিছিয়ে নেই...
 
কার জন্যে অপেক্ষা করেছেন?

হায় আল্লাহ !
এমন কেনো হলো, মামা ? !!
ব্রিগেডিয়ার জেনারেল সাহেবের জন্য।

শখ করে BMA 88 long course এর মাঠ করেছি। মেডিকেল টেস্টে ছাটাই-বাছাই শেষে ২৮ জন টিকে ছিলাম। উনি অর্ধেকের ভাইভা নিয়ে ১ ঘন্টার কথা বলে গেলোতো গেলো এমন ভাবে গেলো একেবারে ৪ ঘন্টা পর ফিরে আসলো।

পরে ভাইভা শেষে ওনারা এতটাই কনফিউজড ছিলো যে, ফলাফল প্রকাশ করতে ৩০ মিনিটের জায়গায় ১:৩০ মিনিট লাগিয়ে দিয়েছেন।

সব শেষে সন্ধা ৭ টার পর অপেক্ষার পালা শেষ করে ফোন হাতে নিতে পেরেছিলাম।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top