What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২১ (6 Viewers)

Status
Not open for further replies.
জি মামা, দালাল ধরে বা চোরা পথে যাবার কোন ইচ্ছে আমার নেই। তবে যদি যাই তবে ফোরাম সদস্য যাদের সাথে
দেখা করা সম্ভব হবে সকলের সাথে অবশ্যই দেখা করে আসব। আমার আত্তিও বলে কেউ আর নেই অইপারে তাই
তাদের সাথে দেখা করার কোন বিসয় নেই, সুধু ফোরাম বন্ধুদের সাথে দেখা করা আর আমার মায়ের জন্ম ভুমি
একবার দেখা।

ফোরামের একজন সদস্য হিসাবে আপনার এই কথায় বেশ গর্ব বোধ করছি, মামা।
কখনো আসলে আশা করি অনেকের সাথেই আপনার দেখা হবে...বিশেষ করে ঢাকায় আসলে তো অবশ্যই !
 
আমার হাই স্পীড নেট এর মেয়াদ উত্তীর্ণ হয়েছে, রিচারজ করি নাই, পরের সপ্তাহে করব।
আপাতত আমিও মোবাইল নেট এর সাহায্যে ফোরামে আসছি।

মোবাইলে আমি কিমুন ওস্তাদ তা তো জানেনই...
হাজিরা খাতায় একটা হাজিরা দিয়া আড্ডাঘরে আইতে আইতেই আমার আধা ঘন্টা পার...
মোবাইল দিয়া ফোরাম ব্রাউজ করা আমার কম্ম না !!
 
পুরুষ মানুষের হালকা ভুঁড়ি না থাকলে ভালো লাগে না৷

খাইছে !
ইমুন হুবুহু কপি করলেন ক্যামতে ? !!
কথাটা তো ঈশিতা খালায়ও ইমুন কইরাই কইছিলো !
 
সন্ধা প্রায় ৬ টা থেকে ৮ঃ৫০ পর্যন্ত বৃষ্টির কারণে ইলেক্ট্রিসিটি ছিলো না। সাথে ওয়াইফাই ও।
মোবাইলে ইন্টারনেট আছে ভেবে আরামছে ব্রাউজিং করছিলাম। হঠাৎ দেখি পেজ লোড হচ্ছে না। পরে ইন্টারনেট ব্যালেন্স চেক করে দেখি মোবাইলে ইন্টারনেট থাকলেও মেয়াদ ছিলো না৷ যতক্ষণ মোবাইলে মুল ব্যালেন্স ছিলো ততক্ষণ পর্যন্ত As Pay You Go সার্ভিসের আন্ডারে ইন্টারনেট চলেছিল😭

খুবই দুঃখজনক...
এরকম হলে পরে ব্যালেন্স চেক না করার জন্য খুব আফসোস লাগে...
 
দেরিতে হোক এসেছেন, সেটাই বা কম কি। তবে আজ আড্ডা ঘর একদম ফাঁকা।

ফাঁকা তো হবেই। আমার যে সারাদিন নেট ছিলো না ! হে হে হে...
 
সময় ও সুযোগ ব্যাটে বলে মিললে হয়তো দেখা হয়ে যাবে। যদি বয়সের অসামঞ্জস্যতা আমাদের মধ্যে দুরত্ব তৈরি না করে তবে।
বয়স! সেটা আবার কি জিনিস!!

বন্ধুত্ব হলো আসল জিনিস 😍
 
ফাঁকা তো হবেই। আমার যে সারাদিন নেট ছিলো না ! হে হে হে...


হুম, আপনাদের ওইখানে বিদ্যুৎ বাবস্থায় মনেহয় আন্তর্জাতিক সমস্যার ছোঁয়া লেগেছে, আমাদের দেশে
বেশ কিছুদিন যাবত কথা চলছে আগামি আসন্ন বিদ্যুৎ ঘাটতির, আন্তর্জাতিক বাজারে জালানি কয়লা এখন
দুষ্প্রাপ্য, আর চিনের বদান্যতায় বাকি কয়লা দুর্মূল্য। এই অবস্থায় তাপবিদ্যুৎ কেন্দ্র গুলি খুবি সমস্যার
সন্মুখিন। দেখি আমাদের এখানে কবে থেকে এই সমস্যা সুরু হয়।
 
আচ্ছা, আপনি ফোরামের সবুজ লাল সব যায়গায় কম বেশি ঘোরা ফেরা করেন, আপনি আমাদের সাথে এখানে
বেস আড্ডা দেন, আপনাকে একটা প্রস্তাব দেই, আপনি যদি ফোরামে Support Team Member হতে ইচ্ছুক হন
তবে আপনি একবার সেটার জন্য আবেদন করতে পারেন, আমার মনে হচ্ছে আপনি সত্যি একজন ভালো
Support Team Member হতে পারবেন। আপনার অভিজ্ঞতাও আছে কিছু ফোরামের নিয়ম বুঝে নিতে সময়
বেশি লাগবে না আপনার, আরন মামাও মনেহয় আমার কথায় সায় দেবেন, আর বরতমানে ফোরামে সাপোর্ট
টিম মেম্বার মাত্র একজন, আপনার মত আরও ২-৩ জন হলে ফোরামের পথ চলা আরও মসৃণ হবে মনেকরি।

এটার কাজ মূলত কী?

এসব আলোচনা আসলে ওপেন ফোরামের চেয়ে পিএমে করলে বেশী ভালো হয়।
তাতে অনেক কিছুই খোলাখুলি আলোচনা করা যায় !
 
মামা আমি ইদানিং প্রথমার্ধে কিছুটা সময় পাই, আর এরপর রাত আটটার পর। এছাড়া শনি ও রবিবারে আমার পচন্ড ব্যস্ততা থাকে। তারপরও গতকাল সাপ্তাহিক রিপোর্ট তৈরির ফাঁকে বেশ কয়েকবার ঢু মেরে কারো দেখা পাইনি, তাই কোন সাড়া শব্দ না করে নিজের কাজ করে গেছি। এই তো কিছুক্ষন পর আবার ব্যস্ত হয়ে পড়বো, তারপর আবার সন্ধ্যার পর আড্ডা ঘরে প্রবেশ করবো ইনশাআল্লাহ

আগামীকাল ভোরে কিশোরগঞ্জে যাচ্ছি, যদি আল্লাহ চান।
এনিয়ে গতো একমাসে পাঁচবার হলো...
 
এসব আলোচনা আসলে ওপেন ফোরামের চেয়ে পিএমে করলে বেশী ভালো হয়।
তাতে অনেক কিছুই খোলাখুলি আলোচনা করা যায় !


জি মামা, তবে আমার হটাথ মনে হল উনি একজন ভালো সাপোর্ট মেম্বার হতে পারেন, তাই ওনাকে বিষয়টা জানালাম।
উনি যদি ইচ্ছুক থাকেন তবে বাকি কথা ফোরামের নিয়ম মেনেই হবে, আর এই বিষয়ে উনি বেশি কিছু জানতে চাইলে
তখন পি এম করে দেব।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top