What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২১ (3 Viewers)

Status
Not open for further replies.
অনেকগুলো দিন অভিজ্ঞতার, কষ্টের না বলতে পারা অভিমানের, নিরবে ঝরা জলের আর সুর্য উঠবে এমন প্রত্যাশার। সুর্য ওঠেনি কিন্তু তার লালিমা দেখা দিয়েছে। একদিন হয়তো আলোও দেখতে পাব। যে প্রত্যাশায় এতোগুলি দিন পার করেছি আর কিছুদিন নিশ্চয়ই কাটিয়ে দিতে পারব ইনশাআল্লাহ।
কতদিন হাজিরার খাতায় ঢুকিনি, আড্ডায় ঢুকে চুপটি করে নজর বুলিয়ে পালিয়েছি, ভয়ে, আবার না জিজ্ঞাসা করে বসেন, "কিছূ হল?।

অনেক রিপোর্ট নজরে এসেছি, কিন্তু ভুলে গেছি কি যেন করতে হবে!

চুপটি করে কিছু গল্পও পড়ে গেছি যখন অনেক নির্ঘুম রাত আশার জাল বুনতে বুনতেও ঘুম ধরাতে পারিনি।

খুব মিস করেছি না হওয়া অফলাইন আড্ডা। আরন মামার বাঁশ, মনি মামার বাচ্চা বাচ্চা চেহারা,, যুবি মামার পোস্ট, পাখি মামার ফিলিপ্সের বডি, সানি মামার তেলতেলে রিফ্লেক্টর, রবিন মামার হাসি, আর বুইচ্ছেন্নি?

দিপু মামার কথা বলিনি কারন, কারনে অকারনে উনি ঠিকই আমার খোঁজ নিয়েছেন এবং তা হয়তো আর সবার সাথে শেয়ারও করেছেন। অপু মামার সাথে দেখা হওয়ার চাঞ্চটা মিস হয়ে গেছে না বলে বলব দাওয়াতটা পাওনা রয়ে গেছে।

আরো অনেক কিছুই বলার আছে কিন্তু এতো ছোট জায়গায় আর পারছি না, হাপিয়ে উঠছি। যেগুলি তুলে রাখলাম খোলা আকাশের নিচে বিড়ির ধোয়ার সাথে উড়িয়ে দিব।


মামাকে আবার আড্ডা ঘরে দেখে সত্যি আজ অনেক আনন্দিত লাগছে মামা। আসলে কি মামা, আমি থাকি এইপার বাংলায়,
আমার কাছে আপনার বেক্তিগত যোগাযোগ মাধ্যম কিছু নাই, তবু সময় অন্তর আরন মামার থেকে বা ফোরামের মাদ্ধমে
আপনার খবর নেওয়ার চেষ্টা করেছি। ফাইনালি আপনি ফোরামে আবার ফিরেছেন সত্যি অনেক অনেক ভাল লাগছে মামা।
বহুদিন থেকে ফোরামে আপনার ও জুবরাজ মামার অনুপস্থিতি ফোরামে কে বিশাল শূন্যতার সৃষ্টি করেছিল, আপনি আবার
ফিরে আসায় সেই শূন্যতা কাটছে দেকছি। আর সত্যি সকল প্রতিকুল পরিস্থিতির শেষ আছে রাত্রি যতই বর হোক সেই রাত্রের
পর আবার সকাল আছে। আড্ডা ঘরে আপনাকে অনেক অনেক সুস্বাগতম মামা।
 
মামাকে আবার আড্ডা ঘরে দেখে সত্যি আজ অনেক আনন্দিত লাগছে মামা। আসলে কি মামা, আমি থাকি এইপার বাংলায়,
আমার কাছে আপনার বেক্তিগত যোগাযোগ মাধ্যম কিছু নাই, তবু সময় অন্তর আরন মামার থেকে বা ফোরামের মাদ্ধমে
আপনার খবর নেওয়ার চেষ্টা করেছি। ফাইনালি আপনি ফোরামে আবার ফিরেছেন সত্যি অনেক অনেক ভাল লাগছে মামা।
বহুদিন থেকে ফোরামে আপনার ও জুবরাজ মামার অনুপস্থিতি ফোরামে কে বিশাল শূন্যতার সৃষ্টি করেছিল, আপনি আবার
ফিরে আসায় সেই শূন্যতা কাটছে দেকছি। আর সত্যি সকল প্রতিকুল পরিস্থিতির শেষ আছে রাত্রি যতই বর হোক সেই রাত্রের
পর আবার সকাল আছে। আড্ডা ঘরে আপনাকে অনেক অনেক সুস্বাগতম মামা।
ছোটমামা
আপনাকে আমার আগাগোড়াই হিংশে হয়, শিত প্রতিকুলতার মাঝেও আপনি যেভাবে আপর কন্ট্রিবিউশন বাড়িয়ে নিয়েছেন আমাদের এই প্রানপ্রিয় ফোরামে তা মনেহয় আমারমত অনেকেরই হিংশার কারন। আমার লেখায় আপনাকে উল্লেখ্য করা অংশটুকু কেটে দিয়েছিলাম, সেই আপনিই প্রথম রিপ্লাই দিলেন। তার মানে আপনি আছেন সেই আমার দেখা ছোট মামাই। আমি এও জানতে পারলাম যুবি মামার অনুপোস্থিতি। দেখি মামার সাথে যোগাযোগ করে, ব্যস্ততার কারন জানা যায় কিনা! হাতের সবগুলি আংগুলিই অপরিহার্য মুসঠি পাকাতে গেলে।
আমার অভাব আপনি অনুধাবন করেছেন জেনে আমি কৃতজ্ঞ। ভালোবাসা অবিরাম মামা।
সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন।
 
শুভ দুপুর।

গত ১০দিন প্রচন্ড ব্যস্ততার পর আজকে একটু ঢু মারলাম।
শুভ দুপুর , আপনার ব্যস্ততা কমে গেছে এখন নিশ্চয় আপনার উপস্থিতিতে সরব হয়ে উঠবে এই ফোরাম
 
আপনি তো দেখি প্রভাতেই বাত্তি জ্বালিয়েছেন। ত ঠেলে উঠিয়েছে নাকি ঠেলতে উঠেছিলেন?
শুভ সকাল

i am back

আহাহা ! এটা কি দিখিলেম...
ছোটম মামা আড্ডা ঘরে ফিরে এসেছেন !
এর থেকে আনন্দের খবর আর কি হতে পারে !!

এই গৃহে হেরিয়া তব আপ্লুত হইলো এই মন,
শানৈ শানৈ লোহ দৌড়ে যেনো বায়ূ শন শন !!

ফজরান্তে দেহটাকে আর বিছানার ধারে কাছে নিয়া যাইনি।
ফলাফল, প্রাত ভ্রমনান্তে সরাসরি অফিসে গমন ও কর্মে মনোনিবেশ...
ঠেলাঠেলির কোনো বিষয় ছিলো না ! আমি রোযা না রাখলেও গিন্নী এমাসে বেশ কিছু রোযায় আটকে আছেন...
 
অনেকগুলো দিন অভিজ্ঞতার, কষ্টের না বলতে পারা অভিমানের, নিরবে ঝরা জলের আর সুর্য উঠবে এমন প্রত্যাশার। সুর্য ওঠেনি কিন্তু তার লালিমা দেখা দিয়েছে। একদিন হয়তো আলোও দেখতে পাব। যে প্রত্যাশায় এতোগুলি দিন পার করেছি আর কিছুদিন নিশ্চয়ই কাটিয়ে দিতে পারব ইনশাআল্লাহ।
কতদিন হাজিরার খাতায় ঢুকিনি, আড্ডায় ঢুকে চুপটি করে নজর বুলিয়ে পালিয়েছি, ভয়ে, আবার না জিজ্ঞাসা করে বসেন, "কিছূ হল?।

অনেক রিপোর্ট নজরে এসেছি, কিন্তু ভুলে গেছি কি যেন করতে হবে!

চুপটি করে কিছু গল্পও পড়ে গেছি যখন অনেক নির্ঘুম রাত আশার জাল বুনতে বুনতেও ঘুম ধরাতে পারিনি।

খুব মিস করেছি না হওয়া অফলাইন আড্ডা। আরন মামার বাঁশ, মনি মামার বাচ্চা বাচ্চা চেহারা,, যুবি মামার পোস্ট, পাখি মামার ফিলিপ্সের বডি, সানি মামার তেলতেলে রিফ্লেক্টর, রবিন মামার হাসি, আর বুইচ্ছেন্নি?

দিপু মামার কথা বলিনি কারন, কারনে অকারনে উনি ঠিকই আমার খোঁজ নিয়েছেন এবং তা হয়তো আর সবার সাথে শেয়ারও করেছেন। অপু মামার সাথে দেখা হওয়ার চাঞ্চটা মিস হয়ে গেছে না বলে বলব দাওয়াতটা পাওনা রয়ে গেছে।

আরো অনেক কিছুই বলার আছে কিন্তু এতো ছোট জায়গায় আর পারছি না, হাপিয়ে উঠছি। যেগুলি তুলে রাখলাম খোলা আকাশের নিচে বিড়ির ধোয়ার সাথে উড়িয়ে দিব।

আহা !
আমিও যদি এমনি করে অনুভূতি প্রকাশ করতে পারতাম...
মনটা একেবারে ভরে গেছে, মামা !
 
ছোটমামা
আপনাকে আমার আগাগোড়াই হিংশে হয়, শিত প্রতিকুলতার মাঝেও আপনি যেভাবে আপর কন্ট্রিবিউশন বাড়িয়ে নিয়েছেন আমাদের এই প্রানপ্রিয় ফোরামে তা মনেহয় আমারমত অনেকেরই হিংশার কারন। আমার লেখায় আপনাকে উল্লেখ্য করা অংশটুকু কেটে দিয়েছিলাম, সেই আপনিই প্রথম রিপ্লাই দিলেন। তার মানে আপনি আছেন সেই আমার দেখা ছোট মামাই। আমি এও জানতে পারলাম যুবি মামার অনুপোস্থিতি। দেখি মামার সাথে যোগাযোগ করে, ব্যস্ততার কারন জানা যায় কিনা! হাতের সবগুলি আংগুলিই অপরিহার্য মুসঠি পাকাতে গেলে।
আমার অভাব আপনি অনুধাবন করেছেন জেনে আমি কৃতজ্ঞ। ভালোবাসা অবিরাম মামা।
সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন।

যতোদূর জানি, দুই মহারথীর একজন আছেন আরবী পড়া নিয়ে আর আরেকজন আছেন গল্প সাহিত্য পড়া নিয়ে...
দেখেন তাদের চোখ কিতাব আর পুস্তক থেকে কিঞ্চিৎ উত্তোলন করাতে পারেন কিনা...
 
শুভ দুপুর , আপনার ব্যস্ততা কমে গেছে এখন নিশ্চয় আপনার উপস্থিতিতে সরব হয়ে উঠবে এই ফোরাম

আপনার মতো দীপু মামার কাছে আমিও সেই প্রত্যাশা করছি...
 
ছোটমামা
আপনাকে আমার আগাগোড়াই হিংশে হয়, শিত প্রতিকুলতার মাঝেও আপনি যেভাবে আপর কন্ট্রিবিউশন বাড়িয়ে নিয়েছেন আমাদের এই প্রানপ্রিয় ফোরামে তা মনেহয় আমারমত অনেকেরই হিংশার কারন। আমার লেখায় আপনাকে উল্লেখ্য করা অংশটুকু কেটে দিয়েছিলাম, সেই আপনিই প্রথম রিপ্লাই দিলেন। তার মানে আপনি আছেন সেই আমার দেখা ছোট মামাই। আমি এও জানতে পারলাম যুবি মামার অনুপোস্থিতি। দেখি মামার সাথে যোগাযোগ করে, ব্যস্ততার কারন জানা যায় কিনা! হাতের সবগুলি আংগুলিই অপরিহার্য মুসঠি পাকাতে গেলে।
আমার অভাব আপনি অনুধাবন করেছেন জেনে আমি কৃতজ্ঞ। ভালোবাসা অবিরাম মামা।
সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন।


মামা, এক এক জনের ভালবাসা এক এক রকম, হয়ত আপনার এই হিংসা এক ধরনের ভালবাসা।
আর মামা, আমি বিশেষ কিছুই করি নাই, আমার পোস্ট সংখা যখন প্রিনানাদ মামার কাছাকাছি ছিল তখন অনেকদিন পোস্ট করা থেকে
বিরত ছিলাম, পরে প্রিনানাদ মামার ও বাকিদের অনুমতি নিয়েই মামার পোস্ট সঙ্খা অতিক্রান্ত হই, তারপর আবার যখন জুবরাজ মামা
অনিওমিত হবার পোস্ট করা অনেক অনেক কমিয়ে দিয়েছি, এখন সুধু ফোরামের সদসসদের অনুরধ বা চাওয়ার অপরি পোস্ট করি।
তাই কন্ট্রিবিউসন বারানর আর কিছুই নাই মামা।
জি মামা, ইচ্ছে আছে সব সম্য জেন সবার পরিচিত মানুস হয়েই থাকতে, চেষ্টাও করি সেরকম।
আর আপনার অভাব ফোরামে অনেক শূন্যতা নিয়ে আসে মামা, আপনি ফোরামের এর অপরিহার্য অঙ্গ মামা, আমি একদিন ফোরাম ছেরে
গেলে এই জায়গায় অন্য কেউ পোস্ট করবে, হয়ত আমার থেকে অনেক ভাল করবে। কিন্তু মামা, আপনি জেকদিন অনুপস্থিত ছিলেন আপনার
অভাভ পদে পদে অনুভুত হয়েছে, আপনি অনিওমিত হবার পর এখনো অবধি হাজিরা খাতার মাসিক হিসেব প্রকাস হয় নাই, কিছু জন চেষ্টা
করেছিলেন, কিন্তু আপনার পাদুকায় পা গলানর সাহস কেউ করে নাই। অর অনেক আছে, এইটা একটা উদাহরন মাত্র। তাই মামা আপনার
অনুপস্থিতি সব সময় দেখতে পাই।
আপনার জন্য অনেক অনেক ভালবাসা, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন মামা।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top