What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২১ (9 Viewers)

Status
Not open for further replies.
মামা, সাধারনত মহামারির ৩ টা ঢেউ হয়, ইতিহাস ও বিগ্যান এটাই বলে, প্রথম ঢেউ গিয়ে আমরা
এখন দিতিও ঢেউ এ আছি, এরপর হয়ত আগামি বছর ত্রিতিও ঢেউ আসবে। কিন্তু ত্রিতিও ঢেউ
সেরকম ক্ষতিকর হবে না, কারন তার আগে প্রথম দুই বারে যারা প্রভাবিত তাদের মধ্যে Natural
Immunity তৈরি হয়ে যাবে, আর বাকি সকলের মধ্যে ভ্যাকসিন দেওয়া হয়ে যাবে, কিন্তু এই দিতিও
ঢেউ সবচে মারাত্মক, কারন এখন পুরানো ভাইরাসের নতুন নতুন Variant পাওয়া যাচ্ছে। তবে আশার
কথা আমাদের দেশ সত্যি অনেক অনেক উন্নতি করেছে, কিন্তু বিদেশি মিডিয়া যেটা তিভিতে দেখাচ্ছে
সেরকম আমাদের দেশে কিছুই নাই।

প্রতমত সবচে বড় বিস্বাস ঘাতকতা করেছে আমেরিকা, আমাদের সবচে খারাপ সময়ে তারা ভ্যাকসিন
তৈরির কিছু গুরুত্বপূর্ণ কাঁচামাল রপ্তানি বন্ধ করেছে। সেই কারনে আপনাদের দেশ ভারত থেকে ভ্যাকসিন
পাচ্ছেন না। কিন্তু আমরা ঘুরে দারিয়েছি, আমেরিকাকে জবাব দিয়ে আমরা দেশেই সেই সকল কাঁচামাল
উৎপাদন শুরু করে দিয়েছি, আর ডিপ্লোম্যাটিক পথে আমেরিকা আবার রপ্তানি শুরু করেছে।

অক্সিজেনের অভাব আমাদের দেশে ছিল না, কিন্তু সমস্যা হল সেটি বণ্টন বাবস্থায়, সময় মত অক্সিজেত
সঠিক স্থানে আমরা পৌছতে পারি নাই। আর তারচে বড় সমস্যা হল কালবাজারি। কিছু অসাধু লক জন
এই খারাপ পরিস্থিতিতে সিলিন্ডার গুদাম জাত করে কালবাজারি করেছে।
কিন্তু এইরকম পরিস্থিতে আমাদের মিত্র দেশ আমাদের প্রয়জনের অনেক অনেক বেশি অক্সিজেন
আমাদের দেশে পাঠিয়েছেন, দেশের সকল বড় শিল্পপতি যেমন টাটা, আদানি এরা প্রচুর পরিমান
ক্রায়জনিক অক্সিজেন দিয়েছেন সকলের জন্য।
তারচে বড় আমাদের দেশের DRDO ও সেনার জন্য বাবহ্রিত প্রযুক্তি একটু পরিবর্তন করে সেটা সাধারনের
ব্যবহার যোগ্য করে সাধারনের কাছে পৌঁছেছেন।

আমাদের সেনার মেডিকেল সাখা সাধারনের জন্য হসপিটাল করেছেন, সেনার অবসর প্রাপ্ত ডাক্তার ও
মেডিকেল স্টাফ নিঃস্বার্থ সেবা দিচ্ছেন।

আমাদের দেশের DRDO একটি নতুন ধরনের ড্রাগ তৈরি করেছেন ( 2-DG ) জেটি করোনার রোগীদের
অক্সিজেনের ওপর নিরভরসিলতা অনেক কম করে দেয়, ও প্রান হানি হতে দেয় না, আমাদের দেশের
সরকার এই ড্রাগটি বাবহারের ছাড়পত্র দিয়েছেন।


মামা, আমরা ঘুরে দাঁড়াবো, আমরা লরাই করব, আমরা ভারতীও, হার মানা আমাদের মধ্যে নেই। আর হাঁ
অনেক প্রতিকুল পরিস্থিতি আসবে তার পর ও আমরা নিজেরা ঘুরে দারিয়ে অন্যদের পাশে দাঁড়াবো।
তাই যেনো হয়, মামা।
সব প্রতিকূলতা কাটিয়ে যেনো সব কিছু আবার আগের মতো হয়ে যায় সে প্রার্থনা করছি...
 
আড্ডা ঘরের জৌলুস অনেকাংশেই ফিরেছে দেকছি, @dukhopakhi মামা @dipu মামা প্রায় নিয়মিত
আর আমদের আড্ডা প্রান @arn43 মামা আছেন সবসময় আর @RiazAhsan মামা প্রায় আসেন আমাদের
খবর নিতে। কিন্তু @Yuvrajj মামা ও @ছোটভাই মামার অভাব অনেক টের পাই।
আর আমি নিজে একটু ইন্টারনেটের অন্য দিকে ডুব দিয়েছি, তাই একটু অনিওমিত তাই ক্ষমা প্রার্থী।

এইমাত্র মনি মামার সাথে কথা বললাম।
অর্ধঘন্টারও বেশী সময় ব্যাপী বিস্তারিত আলোচনা হলো বিভিন্ন বিষয়ে। খুব সহসা মনে হয় মামা আর ফোরামে ফিরছেন না ! তবে একেবারে বিচ্ছিন্নও হয়ে যাচ্ছেন না। একে একে সবার খোঁজ খবরই জেনে নিয়েছেন প্রশ্ন করে করে...
ওনি ভালো আছেন, ব্যস্ত আছেন পড়া-শোনা নিয়ে।।
 
মামা সকল, অনেকদিন পর আবার একটা প্রতিবেদন লিখলাম, অনুগ্রহ করে জানাবেন কেমন হল।

 
মামা সকল, অনেকদিন পর আবার একটা প্রতিবেদন লিখলাম, অনুগ্রহ করে জানাবেন কেমন হল।

জী দেখেছি এবং ইন্টারনেট সম্পর্কে জেনেছি
 
আহহা !!
ডাক্তার আর সময় পাইলো না খবরটা জানাবার !!

কথা ঠিক, এই সমাজে আগে এই ধরনের কর্মকান্ড খুব একটা না থাকলেও এখন অহরহই ঘটছে...
বেশ কিছু ক্ষেত্রে এসব ব্যাপারে স্বামীদের সম্মতিও থাকে...
তাই নাকি? জানতাম না।
 
আসসালামু আলাইকুম
ঈদ মোবারক

কেমন কাটলো সবার ঈদ?
ওয়ালাইকুম আসসালাম।

ঈদ মুবারাক।

আলহামদুলিল্লাহ ঈদ ভালোই কাটলো। গতবার বাপের বাসায় যেতে পারিনি। কিন্তু এবার গিয়েছিলাম।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top