What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (17 Viewers)

Status
Not open for further replies.
arn43 মামা আমি আড্ডা ঘরে আসি আর আপনাদের বচন পড়ি। কিন্তু পোড়া কপাল সবতো আর পরতে পারিনা তাই ভালো করে টপিক বুঝি না। কিন্তু সবচাইতে বড় কথা এই যে আমি আপনাদের সাথে আছি ইন-শা-আল্লাহ থাকবো। এই ফোরামটি আমার একান্ত ব্যাক্তিগত বলেই আমি মোনে করি এই ফোরামের ভাগ আমার জিবন সাথিকেও আমি দেই না।
 
arn43 মামা আমি আড্ডা ঘরে আসি আর আপনাদের বচন পড়ি। কিন্তু পোড়া কপাল সবতো আর পরতে পারিনা তাই ভালো করে টপিক বুঝি না। কিন্তু সবচাইতে বড় কথা এই যে আমি আপনাদের সাথে আছি ইন-শা-আল্লাহ থাকবো। এই ফোরামটি আমার একান্ত ব্যাক্তিগত বলেই আমি মোনে করি এই ফোরামের ভাগ আমার জিবন সাথিকেও আমি দেই না।
কথাটা মনে ধরেছে মামা। এই যে আমাদের সাথে আছেন, এটাই আমাদের বড় প্রাপ্তি। সবসময় না হলেও মাঝে মাঝে এখানে এসে ঢু মেরে কিছু না কিছু আলাপ করলে আমরা অনেক কৃতজ্ঞ থাকবো মামা। যে কোন টপিক নিয়ে আপনি শুরু করে দিবেন। দেখবেন সেটা নিয়েই আলোচনা চলতে থাকবে।
 
arn43 মামা আমি আড্ডা ঘরে আসি আর আপনাদের বচন পড়ি। কিন্তু পোড়া কপাল সবতো আর পরতে পারিনা তাই ভালো করে টপিক বুঝি না। কিন্তু সবচাইতে বড় কথা এই যে আমি আপনাদের সাথে আছি ইন-শা-আল্লাহ থাকবো। এই ফোরামটি আমার একান্ত ব্যাক্তিগত বলেই আমি মোনে করি এই ফোরামের ভাগ আমার জিবন সাথিকেও আমি দেই না।

যেটাতে কিছু বুঝবেন, সেটাতেই কিছু বলে যাবেন। এটাই আড্ডা।
 
মামাকে ছোট্ট করে একটা খোঁচা দিয়েন যদি কিছু হয়।

We have enabled both light or dark themes mode. Please follow the link below for more information about how to enable dark themes.

 
আকাইম্মা মামা, ভালা আছেন নি?

@monipuri মামা, একটু এই নামে ভুড়িওয়ালারে ডাক দেন।
মনে পড়ে লালবাগের সেই প্রথম মিলনমেলার কথা।
যেদিন মনি মামা প্রথম আমাকে এই নামে ডেকেছিলেন !!
 
ধুরু যা, আমি কি সেই রকম নাকি !!
আমি তো কেবল সংশয় প্রকাশ করেছিলাম।
এখন তো দেখছি সত্যি সত্যিই ঐটা টাইপিং মিসটেক ছিলো !!
 
arn43 মামা আমি আড্ডা ঘরে আসি আর আপনাদের বচন পড়ি। কিন্তু পোড়া কপাল সবতো আর পরতে পারিনা তাই ভালো করে টপিক বুঝি না। কিন্তু সবচাইতে বড় কথা এই যে আমি আপনাদের সাথে আছি ইন-শা-আল্লাহ থাকবো। এই ফোরামটি আমার একান্ত ব্যাক্তিগত বলেই আমি মোনে করি এই ফোরামের ভাগ আমার জিবন সাথিকেও আমি দেই না।
অনেক ভালো লাগলো, মামা। আমার ডাকে সাড়া দিয়েছেন দেখে গর্ব বোধ করছি। আমরা ক'জন হয়তো সব সময় (যখনই একটু অবসর মিলে তখনি ) আড্ডার থ্রেডে পড়ে থাকি, এটা আমাদের জন্য নেশার মতো হয়ে গেছে বলে। আপনি হয়তো সেটা পারবেন না। কিন্তু কাজের ফাঁকে কিংবা অবসরে অথবা মনটা যখন কোনো কারনে খুব খারাপ হয়ে যায়, তখন আড্ডার ঘরে এসে যেকোনো ব্যাপারে লিখবেন। দেখবেন কিছুক্ষনের মাঝেই কেউ না কেউ আপনার সেই মন্তব্যের উপর রিপ্লাই দিয়ে যাচ্ছে... আপনি যদি সে রিপ্লাইয়ের উপর কিছু লিখেন তখন আবারো প্রত্যুত্তর পেয়ে যাবেন। আর এমনি করেই আড্ডায় আড্ডায় মন ভালো হয়ে যাবে আপনার। এটাই এই আড্ডা ঘরের প্রথা... এখানে নির্দ্ধারিত কোনো টপিকের উপর আলোচনা হয় না। আলোচনার প্রয়োজনে টপিক নির্দ্ধারিত হয়...
আপনার পরবর্তী কথাগুলো অন্তর ছুঁয়ে গেছে, মামা। শুধু আমার না, এই পরিবারের সবারই।
 
ঐটাই লিখতে চাইছিলো কিনা কে জানে...
দিপু মামার টাইপিং মিসটেকের কারনে কি-বোর্ডের পরের অক্ষরের জায়গায় আগের অক্ষর চইল্যা আইতে পারে ! হে হে হে...
আপনি ইদানিং অনেক বানান ভুল লিখছেন, ওখানে মিসপিং টাইটেক হবে 😉
 
arn43 মামা আমি আড্ডা ঘরে আসি আর আপনাদের বচন পড়ি। কিন্তু পোড়া কপাল সবতো আর পরতে পারিনা তাই ভালো করে টপিক বুঝি না। কিন্তু সবচাইতে বড় কথা এই যে আমি আপনাদের সাথে আছি ইন-শা-আল্লাহ থাকবো। এই ফোরামটি আমার একান্ত ব্যাক্তিগত বলেই আমি মোনে করি এই ফোরামের ভাগ আমার জিবন সাথিকেও আমি দেই না।
সত্যই মামা, আমরা যারা দীর্ঘদিন এই ফোরামের সাথে আছি তাদের কাছে এটাকে পরিবার ব্যতীত আর কিছুই মনে হয়না। আল্লাহ যেন আমৃত্যু আমাদের এই বন্ধন অটুট রাখেন
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top