What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (15 Viewers)

Status
Not open for further replies.
এই হুজুর সম্মন্ধে তেমন কিছু জানি না। হয়তো বিখ্যাত কেউ হবেন।
তবে আমি যদি ভারতে কখনো যাই, তবে শুধু বেড়ানোর উদ্দেশ্যেই যাবো... আর আপনার ওখানে বিখ্যাত এক কাপ চা খেতে...

মামা অবশ্যই আমাদের উত্তরবঙ্গ ভ্রমন পিপাসুদের জন্য সবসময় উন্মুক্ত দ্বার,
আর দার্জিলিং এর চা লাজাবাব, সুধু বেরান আর চা চাখার জন্যই আসুন, আর
আপনি জখনি আসবেন অনুগ্রহ করে আমাকে একটু জানাবেন।

চা এর ওপর আমাদের মির দার এই ভিডিও টি দেখুন...............

To view this content we will need your consent to set third party cookies.
For more detailed information, see our cookies page.
 
শুভ সকাল

সবাই বোধহয় এখনো অফলাইন আড্ডার ঘোরের মধ্যেই আছেন। অবশ্য আমি নিজেও ফোরামে ঢুকেই আগে মিলন মেলার থ্রেডে ঢুকে দেখছি কে কি নতুন ছবি আপলোডাইলো 😍
 
আজকে দুপুরের পর আর অফিসে যাইনি মামা। তবে কালকে না গেলেই নয়, সকালে আবার গুলশান দুইয়ে একটা মিটিং আছে
আল্লাহ যেন আপনাকে দ্রুত সুস্থ্য করে দেন, আমিন।
 
আপনি খুব একটা "না "
আর আমি একেবারেই "না " !!
আমি একমাত্র পুরান ঢাকার নারিন্দার পীর সাহেব ছাড়া জীবনে আর কাউকে কখনো বিশ্বাস করি নাই। উনি মারা যাওয়ার পর আর কারো কাছে কখনো টেনে নিয়ে গেলেও যাই নাই।
 
মামা। গ্যান আমারও খুবি সিমিত, হলদিবাড়ি হল কুচবিহার জেলাএ একটি ছোট্ট সহর, বাংলাদেশ সিমানা লাগোয়া।
সেখানে হুজুর সাহেব নামে একজন পির সাহেব ছিলেন তার অনেক কাহিনি প্রচলিত আছে, এলাকার হিন্দু মুসলিম
সবার মধ্যে একটি বিশ্বাস আছে তার সমাধি মাজারে মানত করলে হুজুর সাহেব সবার ইচ্ছা পূর্ণ করেন, তাই ওই

বিশেষ দিনে হিন্দু মুসলিম নির্বিশেষে প্রচুর মানুষ তার মাজারে যান এবং সেই দিনে ২ দিন বাপি বিসাল মেলা বসে।

To view this content we will need your consent to set third party cookies.
For more detailed information, see our cookies page.
ধর্মীয় দৃষ্টিকোন থেকে এটা সম্পূর্ণ বে-আদাতি কাজ।
 
শুভ সকাল

সবাই বোধহয় এখনো অফলাইন আড্ডার ঘোরের মধ্যেই আছেন। অবশ্য আমি নিজেও ফোরামে ঢুকেই আগে মিলন মেলার থ্রেডে ঢুকে দেখছি কে কি নতুন ছবি আপলোডাইলো 😍
আমিও তাই করেছি।
 
ধর্মীয় দৃষ্টিকোন থেকে এটা সম্পূর্ণ বে-আদাতি কাজ।

ওই বললাম না মামা, আমার গ্যান ও খুবি সিমিত, বে-আদাতি কিনা জানি না
তবে এটা জানি সত্যি প্রচুর মানুষের সমাগম হয় হালদিবারি মাজারে, এবং
সবাই বলে হুজুর সাহেব সবার কথাই শোনেন, সবার ইচ্ছেই পূর্ণ হয় সেখানে।
 
ওই বললাম না মামা, আমার গ্যান ও খুবি সিমিত, বে-আদাতি কিনা জানি না
তবে এটা জানি সত্যি প্রচুর মানুষের সমাগম হয় হালদিবারি মাজারে, এবং
সবাই বলে হুজুর সাহেব সবার কথাই শোনেন, সবার ইচ্ছেই পূর্ণ হয় সেখানে।
থাক, আপনি এইগুলা মাইনেন না।
 
হেতেরব কেউ চিনির সিরার মধ্যে চুবায়না ক্যারে 🙄
শত্রুতা করার কায়দাটা ভালোই জোগাড় করছেন !
আমার ডায়াবেটিস বইল্যাই তো চিনির মইধ্যে আমারে ডুবাইতে চাইতেছেন... মনে করছেন আপনের এই কায়দা কি আমি ধরতে পারুম না !! হে হে হে...
 
Holdibarir hujurer astana ta Kothay, mama? Ami ei name 1st time shunlm... Sorry, amr khuddro gyaner jonno...
হুজুরের ব্যাপারে না হয় আপনের জ্ঞান কলার লাহান ক্ষুদ্র। তাই বইল্যা বাংলা সফটের ব্যাপারে যে আপনের জ্ঞান ক্ষুদ্র না সেইটা আমরা সবতেই জানি। তবে কেনো এখনো আপনে বাংলিশে লেখেন। ঘটনার ব্যাখ্যাটা কি আমাগোরে শোনাইবেন, মামা ?
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top