What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (8 Viewers)

Status
Not open for further replies.
গোপন কথা বাইর হইল, @sany13 মামার চুল্কানি আছে/আছিল
গোপন খবর কি এমনি এমনিই প্রকাশ পাইছে ?
দীপু মামা যে ওনার কাছে চুলকানীর মলম চাইছিলো !!
 
কেন মামী কি ঠান্ডা হয়ে গেছে? তাইলে আবার ওভেন!!
ঠান্ডা গরমের কথা জানি না !
তবে যুবি মামার বাসার সাইকেল এখনো ঠিক হয় নাই !!
চাক্কা পাংচার...
 
একটা অভিজ্ঞতা শেয়ার করিঃ
তখন ডিপ্লোমা ১ম বর্ষে পড়ি। মেসে উঠেছি। এক রুমে তিনজন, যার মধ্যে আমরা দুইজন নতুন ১ম বর্ষের আর একজন ২য় বর্ষের। পাশের রুমে থাকেন তিনজনই ৩য় বর্ষের মানে সিনিয়র। তিনজনই বাংলা বিড়ি খায়। আসলে তা না মাসের প্রথমে গোল্ড লিফ, মাঝামাঝি স্টার, শেষের দিকে কেটু আর তারপর পাবনার বিখ্যাত বাংলা বিড়ি। আজিজ বিড়ির চেয়েও গন্ধটা বেশি। যাহোক একদিন রাতে সিনিয়র ভাইয়েরা তাসের আসর বসিয়েছেন একজন কম হয়েছে তাই এই অধম। ওই রুমের তিনজনের একজনের মাথাব্যাথা উনি মশারি খাটিয়ে শুয়ে আছেন। আরেক পাশের বেডে আমরা চারজন ইন্টারন্যশনাল ব্রিজ নিয়ে বসেছি। এখন আমার গোল্ডলিফের প্যাকেট থেকে সিগারেট নিচ্ছেন আর আয়েস করে জ্বালাচ্ছেন। কিন্তু মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে, সিগারেট যখন শেষের দিকে তখন ডাকছেন "জাহিদ এই, গোল্ডলিফ নে"। জাহিদ ভাইও বলছেন দে। মতিনভাই একটা জোরে টান দিয়ে উনার মশারীর উপর ছুড়ে দিলেন, মশারী ফুটো হয়ে বিড়ি মহাশয় ভেতরে প্রবেশ করলেন আর জাহিদ ভাই জন্টি রোটস এর মত ক্যাচ ধরে নিলেন। তাকিয়ে দেখলাম মশারীর ছাদ মশারীর মত হয়ে গেছে।
কাছাকাছি টাইপের আমারও একটা অভিজ্ঞতা আছে...
মাখন, হাফেজ, রফিক আর আমি সন্ধ্যার পর মামাদের বাড়ির বারান্দায় বসে আড্ডা দিচ্ছি। এই সময়টা মামাদের বাংলা ঘরের বারান্দার দিকে সাধারনত কেউ আসে না। আমরা মনের সূখে বিড়ি টানছি আর টিনএজার আড্ডা দিয়ে যাচ্ছি। হঠাত করেই মেজো মামা এসে হাজির। হাতের বিড়ি ফেলে দিয়ে হাত ঝাপটায় ধোঁয়া সরিয়ে তাড়াতাড়ি আমরা ভদ্র ছেলে হয়ে গেলাম। যদিও মামার সামনে মাখন আর হাফেজ বিড়ি খেতো, তবুও দেখাদেখি তারাও সাফ সুতরো হয়ে গেলো। মামা প্রস্তাব দিলেন, চল তাস খেলি। এর আগে কখনো মামার সাথে বসে তাস খেলেনি। ভেবেছিলাম সটকে পড়বো। কিন্তু হঠাত করেই রফিকের পেট মোচর দিয়ে উঠাতে সে তড়িঘরি করে ছোট ঘরের উদ্দেশ্যে দৌড় দিলো। অগত্যা আমাকে বসতে হলো তাদের সাথে। হাফেজ মামার সাথে খেলবে না বলে আগেই ঘোষনা দেয়াতে তাকে আর নেয়া হলো না সেই আসরে। সে উঠে চলে যেতেই মাসুম, মুশু আর মুশিভাই এসে হাজির হলো আমাদের আসরে। ইতিমধ্যে খেলা শুরু হয়ে যাওয়াতে তারা পাশে বসে খেলা দেখতে লাগলো। কিছুক্ষণ পর দেখলাম, মাখন ফস করে দিয়াশলাই জ্বালিয়ে বিড়ি ধরালো। সে আমার পাশে বসা বলে খেয়াল করে দেখলাম বিড়িটা ৫৫৫। সে তো এই বিড়ি খায় না। সে খায় স্টার ! তখনি হঠাত মনে পড়লো, মামা আসার আগে আমরা যখন বিড়ি খাচ্ছিলাম, তখনই সে আমার কাছ থেকে বিড়ির প্যাকেট নিয়ে ওটা থেকে একটা বিড়ি ধরিয়েছিলো। এরপর আর প্যাকেটটা আমাকে ফেরত দেয়নি। মনে মনে হিসাব করছি, কয়টা বিড়ি ছিলো প্যাকেটটায় ? চৌদ্দটা... মামার সামনে বিড়ি খাইনা আমি। তাই বিড়ির প্যাকেটও ফেরত চাইতে পারতেছি না। কিছুক্ষনের মাঝেই দেখলাম মাখনের বাম পাশে থাকা আমার সেই বিড়ির প্যাকেট থেকে মুশু একখান বিড়ি নিয়ে ধরালো। মাছুমও ধরালো তার সাথে সাথেই। ইতিমধ্যে রফিকও চলে এসেছে। এসেই ধরিয়েছে আরো একখান বিড়ি। সবাই হিসাব করছে কার হাতে কি তাস আছে, আর আমি হিসাব করছি প্যাকেটে আর কয়টা বিড়ি আছে ! এদিকে আস্তে আস্তে রাত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে কমে আসছে আমার বিড়ির সংখ্যা ! খেলা ছেড়ে উঠতেও পারছি না, বিড়ির প্যাকেট নিজের কাছে ফেরতও আনতে পারছি না। সবাই যেনো আজ একেবারে চেইন স্মোকার হয়ে গ্যাছে। একটা ফেলে কিছুক্ষনের মাঝেই আরেকটা ধরাচ্ছে। মাঝে মধ্যে মাখন নিজে থেকেও অফার করছে মাছুম কিংবা মুশুকে। খেলতে গিয়ে বারবার ভুল করছি খেলায়। আসলে মাখনের উপর রাগটা আমার প্রতি ক্ষনে ক্ষনেই বাড়তেছিলো। রাত যখন প্রায় নয়টা বাজতে চললো, তখন মাখনের পেচ্ছাপ পেলো। সে পেচ্ছাপ করতে উঠার সাথে সাথে আমিও লাফ দিয়ে বেরিয়ে এলাম যেনো আমার পেচ্ছাপ পড়ে যায় যায় অবস্থা এমন ভাব করে। বেরিয়েই দেখলাম মাখন সামনে বসে ছরছর করে পেচ্ছাব করছে। রাগের মাথায় ঠেসে ধরলাম তাকে সেই পেচ্ছাবের উপরই... শালা, পরের ধনে পোদ্দারী !! আমার বিড়ি তুই এইভাবে বিলিয়ে যাচ্ছিস ক্যান ? মাখন কিন্তু একটুও রাগ করেনি আমার এই ব্যবহারে। সে হাসতে হাসতে বললো, আরে তোর লাইগ্যা তো একটা রাইখ্যাই লইছি। এই দ্যাখ !! প্যাকেটটা আমার হাতে দিতে দিতে সে জানালো, আমি জানি রাত্রে তোর একটা লাগবোই। আর এতো রাইতে বিড়ি পাইবি কই ? হের লাইগ্যাই আমি পেশাব করতে বাইর হইছি যাতে তোরে প্যাকেটখান দিতে পারি। আমি জানতাম, আমি পেশাব করতে বাইর হইলে তুইও বাইর হবি...
 
আবার জিগায়!
তিন টাকায় তিন সেলাই, সেটাও ভালই টের পেয়েছি।
সরকারী হাসপাতালের সেলাই বলে কথা !
টের না পাইলে কি চলে !!
 
জানালা দিয়ে সেটাই দেখেছি
অনুভূতিটা না পেলেও দেখে ভালো লেগেছে
সে বৃস্টিতে কিছুক্ষণ হেটেও এসেছিলাম...
অসম্ভব ভালো লেগেছে !!
 
ছোটবেলায় বলতাম, আমার স্টীল বডি
এটাতে জংং ধরেনা, চুম্বকও লাগে না
আপনার এখনো স্টীল বডি।
যার কারনে এই ধরনের চুম্বক আপনাকে আকর্ষণ করতে পারে না !!
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top