What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (12 Viewers)

Status
Not open for further replies.
যখন এরকম গা সওয়া হয়ে যায়, তখন বইলেন, মামা।
এখন পর্যন্ত করোনা একটি মূর্তীমান আতঙ্কের নাম। এটাকে ভয় পেয়ে সমীহ করে চলাই উচিৎ। এতে শুধু যে ভয় পাবে তারই লাভ নয়, এতে গোটা সমাজ তথা দেশের লাভ !
যেখানে বিশ্বের সর্ব্বোচ্চ স্বাস্থ্য সংস্থা থেকে সবাই বলছে ঘরে থাকার জন্য সেখানে আপনি অভয় দিয়ে লোকজনকে ঘর থেকে বের করতে চাচ্ছেন। এতো বিশাল বড় আত্নঘাতি প্রচারোনা, মামা।
সময়সাপেক্ষ সবকিছুই. কলেরা, নিউমোনিয়া, টাইফয়েডও ভোরে এসে বিকেলে চলে যায়নাই..............
 
আপনারও স্বাস্থ্যবিধি মানতে হয় !!
আপনার জন্য তো এটা একটা মামুলী জ্বর বৈ কিছু না।
আল্লাহ না করুন, আক্রান্ত হইয়া গেলে না হয় দুইখান প্যারাসিটামল খাইয়া নিবেন...
সেজন্যে নাপা ঘরে আছে............
 
পাঁচ হাজারের জায়গায় পঞ্চাশ হাজার বানাইয়া লইলেও কেউ কিছু কওনের নাই।
আমার ভাগিনায় উনিশ দিন আগে স্যাম্পল জমা দিছে। জমা দেয়ার পর থেকে গতোকাল পর্যন্ত বাসায় আইসোলেশনে ছিলো। ইতিমধ্যে সামান্য শুকনো কাশি ছাড়া বাকি সব উপ্সর্গ আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। তার ধারনা ছিলো সে করোনায় আক্রান্ত না। কিন্তু শেষ পর্যন্ত আজ রিপোর্ট আসছে সে পজেটিভ। এখন তার মাঝে তেমন কোনো উপসর্গই নেই। যেহেতু কুড়িদিন পার হয়ে গেছে, আমরা তাকে পরামর্শ দিলাম আবারো স্যাম্পল জমা দেয়ার জন্য। যদি নেগেটিভ আসে, তবেই নিশ্চিন্ত। কিন্তু কিছুতেই স্যাম্পল জমা দিতে পারলো না। কর্তৃপক্ষের এক কথা, আক্রান্ত হয়েছে যারা তাদের স্যাম্পলই নেয়া শেষ করতে পারি না, ভালো হয়েছেন কিনা সেটার স্যাম্পল নেয়ার তো প্রশ্নই আসে না !!
এখন তার কি করা উচিৎ ?
কিভাবে আমরা নিশ্চিত হবো যে সে করোনা নেগেটিভ ?
কিংবা সে আদৌ নেগেটিভ হয়েছে কিনা সেটা বুঝবো কিসের মাধ্যমে ? !!
১। যখনই পড়লাম আপনার ভাগিনা করোনায় আক্রান্ত তখনই একটা দুঃখ রি-একশন স্থির করলাম, তারপর আবারো দুঃখ রি-একশন স্থির করলাম আমাদের দেশের ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থার বাস্তব চিত্র আপনার লেখায় ফুটে ওঠায় কিন্তু শেষের দিকে এসে আপনার করা প্রশ্নে সেই রি-একশন কি দিব ভেবে কমেন্ট করছি।
২। মামা আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর কি ইহজগতে কারো কাছে পাবেন বলে আশা করেন?
** এবার একটা ঘটনা (অনেকেই হয়তো পড়েছেন, প্রথম আলোতে প্রকাশিত)
চাচা-ভাতিজা মিলে চারজন, তাদের একই ধরনের জ্বর, কাশি, গলাব্যাথা থাকায় চিন্তা করছে তারা করোনার স্যাম্পল জমা দেবে। যথারীতি তারা সিভিল সার্জন এর কার্যালয়ে গিয়ে নিয়ম মোতাবেক বুধবার ফরম পুরন করে আসে, তাদের বলাহয় মোবাইল ফোনে জানিয়ে দেয়া হবে কবে স্যাম্পল দিতে আসতে হবে। বৃহস্পতিবার সন্ধায় তাদের কাছে ফোন আসে শনিবার তাদের স্যাম্পল দিতে আসতে হবে সিভিল সার্জন এর কার্যালয়ে। কিন্তু পারিবারিক/ব্যবসায়িক ঝামেলায় তারা কেওই আর শনিবারে স্যাম্পল দিতে যেতে পারেনি। পরের বুধবার ভাতিজার ফোনে ফোন আসে যে সে করোনায় আক্রান্ত, তাকে আইসোলেশনে থাকতে বলাহয়। সে জানায় আমি তো স্যাম্পলই দেইনাই তাহলে আমার করোনা আপনারা বুঝলেন কি করে? সিভিল সার্জন নিজেও এর কোন স্বদুত্তর দিতে পারেননি। এখন বেচারা ভাতিজা, সামাজিক ও পারিবারিকভাবে বিভিন্ন প্রতিবন্ধকতার মাঝে সময় পার করছে।

এবার আপনি বলেন এই ভাতিজা কিভাবে জানতে পারবে সে কবে করোনা নেগেটিভ হবে?
 
আমার তো ভাত আর রাতের বেঁচে যাওয়া মুরগী/গরুর গোস্ত দিয়েই চালিয়ে দিতে হচ্ছে গতো দুদিন যাবত !
পান্তা ভাতে কাঁচালঙ্কা ডুলে গরুর গোসত দিয়ে খেতে যা লাগে না মামা
 
বাচ্চাদের স্কুল বন্ধ থাকলে তাদের মায়েদেরও যেনো ছুট্টি হয়ে যায় !
এদিকে ঘরে যে আরো একজন আছে সে কথা বেমালুম ভুলে বসে থাকে !!
হোম মিনিস্টার এর ব্যাপারে কিছু বলার আগে ভালোভাবে ভেবে চিন্তে বলবেন। নয়তো জেল এবং জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা৯৯.৯৯%
 
সেইটাই
বাচ্চারা উঠে ১১টায়
তারপরে নাস্তা দেয়


আমি ঠিক করেছি, রবিবার থেকে বাচ্চাদেরও ৯.৩০ এ উঠিয়ে দেব
দেখি, পরিস্থিতি বদলায় কি না
লংকা কান্ড ঘটল জানাতে ভুল করবেন না। সে ক্ষেত্রে আমরা সতর্ক হয়ে যাওয়ার সুযোগ পাবো হা হা হা
 
মোবাইলেও একটা ট্যাব খোলা রাইখেন
এই রকম সময়ে অসময়ে অনেক কাজে লেগে যাবে
আমিও তো এখন মোবাইলেই ব্রাউজ করছি। ল্যাপটপের কিবোর্ড একেবারেই কাজ করছে না। আর আপনার দেওয়া বুদ্ধিতে গুগল স্পেস ব্যবহার করে ভালই উপকার পাচ্ছি। কি মজা আমি কথা কই আর গুগোল ব্যাটা বলদ এ লেখা যায়
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top