What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (15 Viewers)

Status
Not open for further replies.
দীর্ঘ‌দিন প‌রে আদর সোহা‌গের সু‌যোগ পা‌বেন।
দীর্ঘদিন পরের কথা আপনেরে কইলো ক্যাঠা !!
আমি তো জানি মামী সব সময়ই মনি মামারে আদর সোহাগে ব্যস্ত থাকেন !!
 
তাইলে তো ঠিকই আছে আমার বয়স মোটে ১৯.২৫। আমার জন্য তো খালায় হন নাকি?
Dhuro amr bissas hoi na. Mone hocce pakna pola. Sotto kore bolen too
দেখছেন, খালায় আপনেরে ঠিকই চিন্যা ফালাইছিলো !
আফসোস !
নিজেরে কচি বানাইতে গিয়া আপনে যে পাকছেন সেইটার প্রমান দিতে পারলেন না !
 
তবে সেইসাথে আমি আশা করবো যে প্রতি শতেক মৃতের পাশে অন্তত পক্ষে ৫০০০ সুস্থের তালিকা থাকবে...........
পাঁচ হাজারের জায়গায় পঞ্চাশ হাজার বানাইয়া লইলেও কেউ কিছু কওনের নাই।
আমার ভাগিনায় উনিশ দিন আগে স্যাম্পল জমা দিছে। জমা দেয়ার পর থেকে গতোকাল পর্যন্ত বাসায় আইসোলেশনে ছিলো। ইতিমধ্যে সামান্য শুকনো কাশি ছাড়া বাকি সব উপ্সর্গ আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। তার ধারনা ছিলো সে করোনায় আক্রান্ত না। কিন্তু শেষ পর্যন্ত আজ রিপোর্ট আসছে সে পজেটিভ। এখন তার মাঝে তেমন কোনো উপসর্গই নেই। যেহেতু কুড়িদিন পার হয়ে গেছে, আমরা তাকে পরামর্শ দিলাম আবারো স্যাম্পল জমা দেয়ার জন্য। যদি নেগেটিভ আসে, তবেই নিশ্চিন্ত। কিন্তু কিছুতেই স্যাম্পল জমা দিতে পারলো না। কর্তৃপক্ষের এক কথা, আক্রান্ত হয়েছে যারা তাদের স্যাম্পলই নেয়া শেষ করতে পারি না, ভালো হয়েছেন কিনা সেটার স্যাম্পল নেয়ার তো প্রশ্নই আসে না !!
এখন তার কি করা উচিৎ ?
কিভাবে আমরা নিশ্চিত হবো যে সে করোনা নেগেটিভ ?
কিংবা সে আদৌ নেগেটিভ হয়েছে কিনা সেটা বুঝবো কিসের মাধ্যমে ? !!
 
Ha boji ami. Hoice r mone mone sokh korte hobe na. Karon oi sukh ey asol sukh 🙄🙄
আহারে ! এইটা জানি কোন সূখের কথা কইছিলো খালায় !
এখন পাইলে আবার জিগাইতে পারতাম...
 
দীর্ঘদিন পরের কথা আপনেরে কইলো ক্যাঠা !!
আমি তো জানি মামী সব সময়ই মনি মামারে আদর সোহাগে ব্যস্ত থাকেন !!
তো আর কারে সোহাগ করবেন তিনি..........
 
পাঁচ হাজারের জায়গায় পঞ্চাশ হাজার বানাইয়া লইলেও কেউ কিছু কওনের নাই।
আমার ভাগিনায় উনিশ দিন আগে স্যাম্পল জমা দিছে। জমা দেয়ার পর থেকে গতোকাল পর্যন্ত বাসায় আইসোলেশনে ছিলো। ইতিমধ্যে সামান্য শুকনো কাশি ছাড়া বাকি সব উপ্সর্গ আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। তার ধারনা ছিলো সে করোনায় আক্রান্ত না। কিন্তু শেষ পর্যন্ত আজ রিপোর্ট আসছে সে পজেটিভ। এখন তার মাঝে তেমন কোনো উপসর্গই নেই। যেহেতু কুড়িদিন পার হয়ে গেছে, আমরা তাকে পরামর্শ দিলাম আবারো স্যাম্পল জমা দেয়ার জন্য। যদি নেগেটিভ আসে, তবেই নিশ্চিন্ত। কিন্তু কিছুতেই স্যাম্পল জমা দিতে পারলো না। কর্তৃপক্ষের এক কথা, আক্রান্ত হয়েছে যারা তাদের স্যাম্পলই নেয়া শেষ করতে পারি না, ভালো হয়েছেন কিনা সেটার স্যাম্পল নেয়ার তো প্রশ্নই আসে না !!
এখন তার কি করা উচিৎ ?
কিভাবে আমরা নিশ্চিত হবো যে সে করোনা নেগেটিভ ?
কিংবা সে আদৌ নেগেটিভ হয়েছে কিনা সেটা বুঝবো কিসের মাধ্যমে ? !!
মামু করোনা একটা জ্বর, আর কিছুই না. আপনি চেক করেন আপনিও মনে হয় ধরাই পড়বেন যে পসিটিভ, হয়তোবা হয়ে আবার সেরেও গেছে কে জানে. কিন্তু বিষয়টা হলো যে জ্বর হলেও কিন্তুতা দীর্ঘসময় থাকছে আর এতে রক্ত জমাট বেঁধে যাচ্ছে শরীরে. যদিও চিকুনগুনিয়া ডেঙ্গু এতে রক্ত জমাট বেধেই যায় কিন্তু এক্ষেত্রে কিছুটা সময় বেশি থাকে যাতে প্রাণহানির কারণ হচ্ছে. ভয় পেতে হবে সাবধানতার জন্যে কিন্তু ভয় পেয়ে সেঁধিয়ে গেলে তো আর জীবন চলবেনা. বহির্বিশ্বে করোনায় মৃতের চেয়ে সুস্থের হারই বেশি তাহলে এদেশে পাঁচ এর জায়গায় পঞ্চাশ হউকনা কেন.......আর আমার মনে হয় যে আস্তে আস্তে শরীরে এটা সয়েই যাচ্ছে, এটা তো আর বিলুপ্ত হয়ে যাবেনা কখনো কিন্তু মানুষ এটার সাথেই চলবে একসময় তার শরীরের প্রতিষেধক ক্ষমতা নিয়ে.
আর বিশ্ব সাস্থসংস্থা মোতাবেক পৃথিবীতে অন্তত শতকোটির উপরে মানুষ আক্রান্ত কিন্তু তারা বুঝতেও পারেনি...........
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top