What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (2 Viewers)

Status
Not open for further replies.
আর যাওয়া হয়নি মামা। একটা কাজে আটকে গেছি।
গতকাল থেকে আবার লেপ্টুর কীবোর্ড কাজ করছে না। আর সারাদিন নবাবপুর, ধোলাইখাল, ওয়ার্কশপ দৌড়ে বাসায় পৌছাতে রাত ১০/১১ টা বেজে যাচ্ছে। তবে মোবাইলের টাচ সহ স্ক্রীণ পাল্টে ফেলেছি



বিল্লি দুটো আমার লেপ্পুর কি বোর্ডের সেই হাল করেছে। এক্সটারনাল কি বোর্ড দিয়ে চালাচ্ছি।
 
কইছিলাম না, আমি কম কথায় বেশী উত্তর দিতে পারি না।
পাইছেন নি এইবার তার প্রমান ?
আমি তো পাখি মামার দুই কথার উত্তর দিছিলাম।
মাঝের ফাঁকটা বড় হয় নাই বইল্যা একটা জবাব হইয়া গেছেগা। পাখি মামার ল্যাপ্পুর কি-বোর্ড নস্ট হইয়া যাওনে নাকি মামায় ওয়ার্কশপে গ্যাছিলো কি-বোর্ড বানানোর লাইগ্যা । ঐটার উত্তর দিছিলাম পয়লা। পরের লাইনে মোবাইলের টাচস্ক্রীন সাইরা ফালানোর কারনে আড্ডা যে আর থাওম্যা থাকবো না সেইটা জানাইছিলাম !
দেখছেন, এইটুকু কইতে গিয়াই কত্তো বড় রচনা হইয়া গেছে ? মনি মামায় দেখলেই আবার মনে করবো আমি বুঝি পোলার স্কুলের রচনা প্র্যাকটিস করতাছি...





মোয়া খাইয়ে প্রাকটিস করে নিল নাকি ?? :unsure::confused:
 
শুভো সকাল,কেমন আছেন সবাই কে বলছি


শুভ সকাল সবাই কেমন আছেন



আলহামদুলিল্লাহ মামারা।
আপ্নারা কেমন আছেন ?
 
আমি ছাড়া এই ব্যবসায় এখন সবাই পারদর্শী। সেজন্যই আমাকে এটাতে প্যাঁচায় নাই !




মাতৃ ভাণ্ডারের রসমালাইয়ের স্বাদ কি আর কোন ভান্ডার দিতে পেরেছে ...
 
শুভ মধ্যাহ্ন , মামা !
সবাই বলে, পানি নাকি নিচের দিকেই গড়ায়...



আসলেই ভুল করেছে যুবি মামা।
কথাটা যে ওনার ঘাড়ে গিয়ে পড়তে পারে বোঝা উচিত ছিল। 😐
 
এইখানে লেখার সনদ তো আপনে আগেই দিয়া দিছেন।
এইবার আমার খাতা পেন্সিলের ব্যবস্থা করেন !



দেব না কখন বললাম।
স্লেটে প্রাকটিস করতে থাকেন।
 
ধুর মামা আপনাকে দিয়ে কিসসু হবে না।

ওই সিনেমাগুলো দেখেননি, লাভস্টোরি, এক দুজে কে লিয়ে আর আরও কি কি সব আছে.....

পারিবারিক প্রধানরা বিত্তশালী /গরিব, সামাজিক প্রতাপ / দুর্বল অসহায় শিক্ষিত/মূর্খ ইত্যাদি ফাটাফাটি করছে আর তাদের ছেলেমেয়েরা একে অপরের ভালোবাসায় বিভোর।

মামা আমাদের দুই দেশের মানুষের মধ্যে (দুই বাংলার) ভালবাসার কোন অভাব নেই। তবে আপনাদের দেশের সরকারের অনেক মনোভাব ও কাজ আমাদের দেশের জনগনের মধ্যে শুধু ব্যাথা নয় ভোগান্তি ও দেয়।

সিমান্ত এলাকায় আমাদের দেশের জনগনের দুই চারটে লাশ প্রায় প্রতি মাসেই পরে। আপনাদের সরকার নির্বিকার আর আমাদের সরকারের নির্লিপ্ততা তো আমাদের দেশের সাধারনের মনে একটু ক্ষোভ সৃষ্টি করবেই।

সেটাকে একটু প্রশয় দেওয়া যেতেই পারে।
যা আমরা আম জনতা, নির্জন প্রেমীদের প্রেমে কোন অন্তরায় সৃষ্টি করতে পারার কোন অবকাশই নেই।


হুম, মামা, আপনার কথা বুঝলাম,

" # মজার ব্যাপার হচ্ছে সীমান্তে ২০ জন ভারতীয় পায়ুসেনাকে পকাৎ করে দেয়ার পর আর ১০ জনকে বন্দী করার পরের দিন, ভারতীয়রা যখন সার্জিক্যাল স্ট্রাইকের বদলে চীনের উপর বলিউডি সেলেব্রেটিদের লেলিয়ে দেয়ার জন্য চীনা টিভি, মোবাইল ফোন আর খেলনা পুড়াচ্ছে, সেই দিনই ভারত ৫৭০০ কোটিটা ঋণ থুক্কু খয়রাতি টাকা দেয়ার ঘোষনা দিয়েছে চায়না। "

প্রথমত ওই ২০ জন ভারতীও বায়ু সেনার নয়, তারা ছিলেন ভারতীও সেনার জওয়ান। ( যদি বায়ু সেনা হত তাহলে এতদিনে চায়নার কয়েক হাজার মারা যেত।)
ভারত চিন সিমানায় এই দুই দেশের মদ্ধে এক চুক্তি আছে, যার কারনে এই সিমানায় কোন প্রকার আগ্নেয়াস্ত্র ব্যবহার নিসিদ্ধ, এবং কোন প্রকার সংঘাতে দুই
দেশের মদ্ধে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেবার বিধান আছে। আর সেই কারনের খালি হাতে চিনের সাথে আলোচনার জন্য ভারতের এক অফিসার কিছু
সইনিক সমেত তাদের কেম্প এ যায়, এবং সেই সুযোগে তারা আমাদের নিরস্ত্র সেনাদের কাটা অয়ালা লাঠি রড ইত্যাদি দিয়ে আক্রমন করে, যা ওই এলাকায়
এর আগে কখনো ঘটেনি। অতর্কিত আক্রমনে প্রথমে ৩জন নিহত হন, ও ১৭ জন গম্ভির আহত হন। পরে ভারতের তরফ থেকে পাল্টা আক্রমনে চিনের প্রায়
৩৫-৪০ জন নিহত হন তাদের মদ্ধে একজন চিনের কামান্ডিং অফিসার ছিলেন। চিন এখনো মৃতদের সংখ্যা বলে নাই হয়ত অপমানিত হবার ভয়ে, কিন্তু ভারতীও
সেনার মতে ১৫-১৬ জন নিহত সেনা ভারত চাইনাকে ফেরত দেয়, ও ভারতের পাল্টা আক্রমনের পর চিনের তরফ থেকে প্রায় ৪০এর ওপর আহত/নিহত সেনা
তাদের হেলিকপ্টার মাধ্যমে সরান হয়। আমেরিকার US intelligence reports ৩৫ জন নিহত হবার রিপোর্ট দেন আর হ্যাঁ একজন দেশবাসী হিসেবে ভারতিওরা
সকলে সইচ্ছায় চায়না পন্ন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সেটা কোন সরকারি সিদ্ধান্ত নয়।



To view this content we will need your consent to set third party cookies.
For more detailed information, see our cookies page.

আর চায়না কোন দেশকে কত ঋণ দিল, কত ঋণ মাফ করল তাতে আমাদের সাধারন মানুষের কিছু যায় আসে না।
তবে হ্যাঁ, যদি সময় হয় ইন্টারনেট এ "chinese debt trap" সম্বন্ধে একটু পড়াশোনা করে দেখেন, উদাহরন হিসেবে
HAMBANTOTA PORT , Sri Lanka. CPEC পাকিস্তান, ও আরও অনেক, Wikipedia lnk একটা দিলাম কোন কোন দেস
ভুক্তভোগী তার নাম ও বিবরন সহ পাবেন।

 
ভাগ্যিস ওটি টেবিলে রুগীকে অজ্ঞান অবস্থায় শোয়ানো হবে !!



জ্ঞান থাকলেই বা কি ??
আপনার কাটা ছেঁড়ার বিদ্যায় ওনার সন্দেহ করার কোন অবকাশই নেই।
তবে কাটা ছেঁড়ার বহর দেখে সেগুলো জোড়া লাগানোর জন্য আপনার ওই মুচির ওপর শেষ পর্যন্ত আস্থা রাখতে পারবে কিনা সেটা আমার জানা নেই।
 
বিল্লি দুটো আমার লেপ্পুর কি বোর্ডের সেই হাল করেছে। এক্সটারনাল কি বোর্ড দিয়ে চালাচ্ছি।
ল্যাপ্পু খোলা রাইখ্যা অন্য কাজে মত্ত হইয়া গেলে তো বিল্লি কিছু টাইপ করতে চাইতেই পারে...
 
ল্যাপ্পু খোলা রাইখ্যা অন্য কাজে মত্ত হইয়া গেলে তো বিল্লি কিছু টাইপ করতে চাইতেই পারে...


বিল্লা যদি স্ক্রিনে বিল্লির ছবি দেখে, একটু উত্তেজিত হতেই পারে
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top