What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (11 Viewers)

Status
Not open for further replies.
সাবধানে আর থাকতে পারছি কই ?
এতোদিন যেখানে বাড়ি থেকেই প্রায় বেরোতাম না, এখন বাড়িতে থাকতেই পারছি না। ক্লিনিক হাসপাতাল আর এখানে সেহানে দৌড়েই দিন কাটছে...
এই দৌড়ে কতোজনের সাথে যে কতো খারাপ অবস্থায় মেলা-মেশা হয়ে যাচ্ছে তার কোনো ইয়াত্তা নেই। শত সাবধানতার মাঝেও কিছু একটা হয়ে যাবার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না।
তারউপর সামনের রবিবারে হয়তো ঢাকা যাওয়া লাগতে পারে...
আমি সাবধানে, কিন্তু আরেকজন কি তাই............
 
মনের দিক দিয়ে সত্যিই আমি খুব সুখী। আমার সবচেয়ে বড় অস্ত্র হলো আমার সততা। আমি ছোট বেলা থেকে নিজের সাথে নিজে সবসময়ই সৎ। এটা জীবনে প্রয়োগ করে দেখতে পারেন মামা, বিফল হবেন না, গ্যারান্টি দিলাম।
নিজের কাছে নিজে সৎ হওয়ার চাইতে ভালো গুন আর নেই।
যেটা আমাদের অনেকেরই নেই...
 
দুই দিন দেখেননি মামা। ঐ দুই দিনই সারাদিন বাইরে ছিলাম। প্রচন্ড দৌড়াদৌড়িরতে ক্লান্তির কারনে আর ফোরামে ঢুকা হয়নি। ইফতারের পর ঘুমাইছি, ঘুম থেকে উঠে তারাবী পড়ে খেয়ে আবার ঘুমাইছি। তারপরও একদিন সাহরী খাইতে পারিনাই
দৌড় কি জিনিষ সেটা এখন আমিও বুঝতেছি...
 
আড্ডার আসরে আবার হাজির হইলাম।

মামারা সবাই কেমন আছেন?

আশাকরি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।
 
Dada, ami nirjonmelay kono thread e access korte parchina... Bolche you need at least 100 posts, kivabe access korte parbo ektu help korun.... ami ekhane notun

দাদা আমি নির্জন মেলায় নতুন... কোনো থ্রেড পড়তে পারছিনা, বলছে ১০০ টা পোষ্ট লাগবে, কেউ বলুন কিভাবে করবো ??
আপনি ভুল বলেছেন।
সব থ্রেডই আপনি পড়তে আর দেখতে পারছেন। শুধু এক দুইটা ছাড়া।
ঐ এক দুইটা থ্রেডে ঢুকার জন্য নিয়ম মতো রিপ্লাই দিয়ে যান। এক সময় ঢুকার অনুমতি পেয়ে যাবেন !
 
আড্ডার আসরে আবার হাজির হইলাম।

মামারা সবাই কেমন আছেন?

আশাকরি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।
গোস্বা তাইলে ভাংছে ? !!
আলহামদুলিল্লাহ !
আল্লাহ যেমন রেখেছেন...
তবে আপনাকে দেখে বেশ চাঙ্গা লাগছে।
কেমন আছেন, মামা ?
বাড়ির সবাই ভালো আছে তো ?
 
না মামা। কাঁচা মানে ভেজানো ছোলা। সেদ্ধ ছোলা তো আলাদা। সেদ্ধ করলে আবার কাঁচা থাকে কেমনে :rolleyes:
সেদ্ধ ছোলাও এক ধরনের কাঁচাই
যেহেতু ঐ অবস্থার পরবর্তী পর্যায় হলো, রান্না করা ছোলা। যেটা আমরা সাধারণত ইফাতারী বা অন্যান্য সময় খেয়ে থাকি।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top