What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (16 Viewers)

Status
Not open for further replies.
খাল কাইট্যা কুমির আনতে চাই না, মামা।
বাসা থাইক্যা বাইর হইয়া কলা বাগানে হাটতে চাইনা।
এতে যে কলাবাগানের করোনা ভাইরাস বাসা পর্যন্ত রাস্তা চিন্যা ফালাইবো...
আচ্ছা তাইলে বাগানটা বাড়ি থেকে কিছুটা দূরে :rolleyes:
 
আপনার সাথে ব্যাক্তিগত পরিচয় ছিলো জেনে ভালো লাগছে, মামা। সময় সময়ে হয়তো ওনার সম্মন্ধে আরো অনেক কিছুই আপনার কাছে থেকে জেনে নিতে পারবো।
যতোটুকু মনে পড়ে, @dipu মামার সাথেও ওনার বেশ ভালো পরিচয় ছিলো !
খুব ভালো পরিচয় ছিল তা বলবোনা, উনাকে খান আংকেল বলতাম. তার একটা বিখ্যাত গান আছে "নয়ন সবার নয়ন মনি" যেটা তার ব্যান্ড দল উচ্চারণ এর গিটারিস্ট নয়ন মুন্সী কে গাওয়া, এটা তিনি নিজেই গল্প করেছিলেন আমাদের কাছে তখন..........
 
TBH you're the inspiration. When i saw your collection it's made me to think to do something. Thanks for your wishes.



Good to know that you liked my collection. and its a honor that I did Inspired someone to post for the forum.
and Thank you for the honor. not only mine but all of our wishes with you so keep up your good work.
 
আমরাও এক সময় কারো না কারোর পোস্ট দেখেই অনুপ্রানীত হয়েছিলাম নতুন নতুন পোস্ট দেয়ার জন্য। আপনি Choto মামার মতো লিজেন্ডের পোস্ট দেখে অনুপ্রানীত হয়েছেন সেটা দেখেও কেউ আবার অনুপ্রানীত হবে...
একদম সঠিক বলেছেন। এটাই মানব ধর্ম।
 
করোনা এফেক্ট হতে পারে...
আগে রোজার মাসে বিকেল হবার আগেই অলিতে গলিতে রাস্তার দুপাশে রকমারী ইফতারী বিক্রির জন্য দোকান বসে যেতো। কেউ রোযা থাকুক কিংবা না থাকুক রকমারি ইফতারী থেকে কোনো একটা আইটেম হয়তো পছন্দ করে কিনেই ফেলতো রসনা বিলাসের তাগিদে। এবছর করোনার কারনে সেটা একেবারেই সীমিত আকারে হচ্ছে। কিংবা কোনো এলাকায় একেবারে হচ্ছেই না। আর সে কারনে কেউ যদি এই রোজার মাসের কথা ভুলে গিয়ে থাকে সে জন্য করোনাকে কিছুটা হলেও দায়ী করা যায় বৈকি !!
হরেক রকম ইফতার কেনা এককথায় বাঙালির একটা ঐতিহ্যই. আর এখানে কোনোখানেই ইফতারির বাজার নেই এবার.............
 
আমরাও এক সময় কারো না কারোর পোস্ট দেখেই অনুপ্রানীত হয়েছিলাম নতুন নতুন পোস্ট দেয়ার জন্য। আপনি Choto মামার মতো লিজেন্ডের পোস্ট দেখে অনুপ্রানীত হয়েছেন সেটা দেখেও কেউ আবার অনুপ্রানীত হবে...



ছোট মামায় আবার লিজেন্ড কবে হইল মামা!!!🤔😇
 
বেশী করে কাগুজি লেবুর রস দিয়ে চিনির শরবৎ একসময় আয়েশ করে খেতাম...
বরফ শীতল ঠান্ডা সেই শরবতে ছোট ছোট সিপ... আহ, !
প্রানটা একেবারে জুড়িয়ে যেতো...
এখন আছে শুধু লেবুর রস। সাথে নেই চিনির সেই মজাদার আমেজের অংশটা !
লবন লেবুর শরবতও গরমে উপকারী 🍋
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top