What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৯ (11 Viewers)

Status
Not open for further replies.
চালানোর কারিগর আবার পরিচালক না, ভেতরের কুশলীরা :cautious:

চালানোর কারিগর নিয়া তো আপনার মাথাব্যাথা থাকার কথা না। আপনি যেহেতু বানানোর কারিগর আপনি বানিয়ে ফেলুন। দেখবেন কিরকম চ্যালচ্যালাইয়া চলতেছে...
 
এটা সম্ভব তাঁহার কৃপাদৃষ্টির কারণে। সেই ৭১ও বিশ্বের পরাশক্তি আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারপর স্বাধীন হয়েছে দেশ, এতে মনে করা যেতেই পারে যে পরওয়ারদিগারের করুনা সবসময়েই আছে এদেশের উপরে......

তা তো আছেই ! না হলে কি পরাশক্তিরা আড়ালে থেকে এদেশ চালায় ?
 
শুনতে ভালোই লাগে যে মাইনষে অনেক কিছুই ভাবে 🤩

মানুষের ভাবনা তো আর এমনি করেই আসে না । আপনি নিজেই নিজেকে কোটপতি বলেছেন বলেই না আমরা সেটা ভাবতে পারছি।
তাছাড়া আপনার বসবাস আড়ালে আবডালে। যেখানে সব ধনীদের বাস...
 
তবে একজন ভালো পরিচালকই পারে গুনি অভিনেতার জন্ম দিতে

নিঃসন্দেহে... যেমন একটা ভাল গল্প হতে পারে ভালো একটা ছবির মূল নিয়ামক !
 
বুকের ভিতর বাক্য পাখির বাস

বুকের ভিতর কথার গৃহস্থালি

বুকের ভিতর শব্দেরই নির্যাস

জলের রূপে বুকেতেই উছলি।



তোমায় যখন বলবো প্রিয় কথা

তোমায় যখন দেখবো প্রিয় আলোয়

তোমায় যখন সাজতে দেবো পাতা

তখন তুমি ঝলকাবে নিজ আলোয়।



বুকের ভিতর আদর খেলা করে

বুকের ভিতর বাঁধার প্রাচীর ভাঙা

বুকের ভিতর তোমার মুখটা ধরে

রোজ মায়াটা করছে তোমায় রাঙা!



তুমি যখন চোখে রাখছো চোখ

তুমি যখন বানের মত আসো

তুমি যখন ভুলিয়ে দিচ্ছো শোক

সত্য কথা আমায় ভালোবাসো!



তখন আমার সকল অনুর্বর

জিয়নকাঠির ছোঁয়ায় নেচে ওঠে

তোমার বীজনে সমীরণ চঞ্চল

আমাকে শেখায় কীভাবে ফুল ফোটে।
তোমার হৃদ বৃক্ষের ডালে আমি যে বাসা বেঁধেছিলাম
সেখানে প্রসব করেছিলো ভালোবাসার কাব্যগুলো,
তোমার আমার মিলনের সমীকরণ ঢেউ তুলেছিলো
প্রতিটি পত্র পল্লবে, উড়িয়ে এনেছিল এক ঝাঁক প্রজাপতি।
তোমার আমার প্রেমের কাব্য দিয়ে সুর তুলেছিল এক জোড়া ধান শালিক,
সূর্য তখন হাসির ঝলক দিয়ে, রাঙ্গিয়েছিলো দীঘির জলের রাশি।
বৃক্ষ খুশিতে ফুল ফুটিয়ে শাখে, জানিয়েছিল আনন্দের উৎসব
তোমার চিবুকে চুম্বন লেপে দেওয়া, আমার ছিলো শেষ প্রহরের দাবি।।
 
ইফতারের সময় বাতাস তাণ্ডব বওয়াইয়া গেলো।
সবাই ঠিকঠাক আছেন ইনশাল্লাহ।
 
ইফতারের সময় বাতাস তাণ্ডব বওয়াইয়া গেলো।
সবাই ঠিকঠাক আছেন ইনশাল্লাহ।
আলহামদুলিল্লাহ্‌ আমরা (আমি এবং আমার পরিবারবর্গ) সহি সালামতে আছি। তবে আমাদের সন্নিকটে (গুলশান শ্যুটিং ক্লাবের সামনে) একটি গাছ রাস্তার উপর উপড়ে পড়ার খবর পেয়েছি, তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি
 
করেন যদি সেটাও সম্ভব হয়, সেইসাথে আন্দোলনেও দাঁড়ান 😐




আগে সরকার কউক হেরা নদী বাঁচাইতে অক্ষম। নদী বাঁচানোর জন্য জনগন কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পূর্ণ ক্ষমতা দেয়া হইল।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top