What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৯ (15 Viewers)

Status
Not open for further replies.
আপনার অতীত থাইক্যা টাইন্যা আনেন। যখন স্কুলে পড়তেন তখনকার সময়ের ঘটনাই তো আসল ঘটনা !

মাথা ইদানিং কম কাম করে মামু...
 
এক পাশে সার্জারী কইরা কোনোমতে জ্বালাইয়া নিছে আরকি !!
কোনোমতে টিপ্যা টাইপ্যা জ্বালায় আরকি...

হেকিম হইয়াও সার্জারী সম্পর্কে অনেক জানেন, নিজেরটা করাইছেন নাকি?...
 
অবশ্যই, ফোরামে কি রং ব্যবহার করা যাবে আর কি যাবে না সেই সম্পর্কে আপনার পূর্ন ধারনা থাকাই স্বাভাবিক...

আমার মন্তব্যটা একটা পরামর্শ ছিল, মানা না মানা আপনার ব্যাপার, তবে সেটা আপনি অন্যভাবে নিবেন ধারনা করিনি...

জ্ঞাতার্থে বলছি (অবশ্যই ব্যাখ্যা নয়) কালার টেস্ট কোয়ালিফাই করেছি বহু বৎসর আগে...
And I am still in possession of a valid driving licence (For which colour test qualifying is must)...
কালার ব্লাইন্ড যে নই, তা অন্য কারো জানার প্রয়োজন নাই, আমার জন্য আমি নিশ্চিত...


Additional Information:

"Magenta is a color that is variously defined as purplish-red, reddish-purple or mauvish-crimson. - Wikipedia"...

"
Bangla Academy English-Bangla Dictionary অনুযায়ীঃ Magenta (ম্যাজেন্টা) adj, n ম্যাজেন্টা রং, টকটকে লাল।"...

এটা ম্যাজেন্ডা
এটা লাল
কিছু কি বুঝা যায়? প্লিজ ইহা বিশ্লেষন করার জন্য গুগলের রেফারেন্স দিয়েন না আর 🙏🙏🙏
 
চোখে না দেখলে আর কি করার, সাদা ছড়ি নিয়ে সামনে হাঁটতে থাকুন 😄
জি, ডাক্তার মানুষ, যা বলবেন তাতেই রাজি। পাঠিয়ে দেন একটা সাদা ছড়ি।

তবে এখনকার রংটা বেশ মনে ধরেছে।
 
এখানে নাই বললেই হয় । গুতাগুতির দরকার কি ? অন্য জায়গায় পেয়েছি । তবে এইটুকু বুঝতে পেরেছি যে এইখানে share করা যাবে না ।
rick.gif
যেইটা পেয়েছেন সেইটা মিথিলার ভিডিও না। ঐ নামে চালানো হয়েছে।

সাবধান, ঐটা নিয়ে মামলা অনেক হয়েছে, আরো হবে।
 
ভালোলাগা ও ভালোবাসা মামু...
বেশ কিছুদিন ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি...
দোয়া করি দ্রুত ঝামেলা মুক্ত হয়ে আমাদের মাঝে আবার আগের মতো ফিরে আসুন।
 
কি রং ব্যাবহার করা যাবে আর কি যাবে না সেই সম্পর্কে আমার সম্পুর্ন ধারনা আছে। আমার এখন মনে হচ্ছে আপনারা আসলেই কালার ব্লাইন্ড। আমি এর আগে যে রং ব্যাবহার করেছি তা মোটেও লাল নয়। দৃষ্টিশক্তির সল্পতার কারনে কখনো কখনো তা লাল মনে হলেও আদতে তা ম্যাজেন্ডা কালার।
আমি সহমত পোষন করছি আপনার সাথে আপনার কোন রং-ই লাল ছিলো না। তবে এখনকার চেয়ে একটু আগে যে রংটা ব্যবহার করেছিলেন সেটা ভালো লাগছিলো ডাক্তার ম্যাম।
 
ঐদিন ও পরের কদিন রাজশাহী, বগুড়া মিলিয়ে ছিলাম মামা, তবে তিনি ভালো খাওয়ানোর মত অবস্থায় ছিলেন না, In fact তার নিজেরই সময়মত খাওয়া হয়নি...
তাহলেতো বেশ পেরেশানিতে আছেন মনে হচ্ছে।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top