What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৯ (10 Viewers)

Status
Not open for further replies.
আমি কল্পনায় দেখার চেষ্টা করতেছি, খেকজ...
কিছু কিছু দৃশ্য চোখ খোলা অবস্থা থেকে চোখ বন্ধ অবস্থায় আরো বেশী স্পস্ট দেখা যায়...
 
একটি বিশেষ ঘোষনা:

আপনাদের সকলের প্রতি আকুল আবেদন এই যে, আমরা আড্ডাবাজেরা এই থ্রেডে নিয়মিত আড্ডা দেই। মজা পাই, মজা করি, সবাইকে নিয়ে ভালো কিছু সময় উপভোগ করি। এর জন্য আমরা বেশিরভাগ লেখার রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করি আলাদা আলাদাভাবে। সেজন্য একসাথে অনেকগুলো রিপ্লাই হয়ে যায়। এটা অনেকের কাছে বিরক্তির কারন হয়ে দাঁড়িয়েছে।

তাই আমি সকলের কাছে অনুরোধ করছি, এখন থেকে অনেকগুলো লেখার রিপ্লাই দেওয়ার ক্ষেত্রে +Quote অপশন ব্যবহার একসাথে একই রিপ্লাই-এ অনেকগুলো রিপ্লাই দিবেন।
আড্ডার ঘর, বিনোদনের ঘর। এখানে আমরা নিজেদের মাঝে কথা বলে বিষিয়ে উঠা মনকে প্রফুল্ল করে তুলি। হাসি-কৌতুক আর ঠাট্টাচ্ছলে নিজেরা বিনোদিত হই আর অন্যান্যদের মনে আনন্দ দেয়ার প্রয়াস পাই। যেহেতু এই ঘরটাই আনন্দ বিনোদন আদান-প্রদানের, তাই ধরেই নিচ্ছি এই নোটিশটাও আমাদের জন্য একটা মজার বিষয় ছিলো। শিক্ষনীয়ও বটে...
আশা করি খুব শীঘ্রই দিপু মামা আমাদেরকে এই ব্যাপারে নতুন দিকনির্দেশনা দিবেন...
 
নিজে তদন্ত কইরা বাইর কইরা ফালাইছে মনে হয় !
অনুমান করে বলেছিলাম প্রথম মেসেজ দেওয়ার পরপর। ভুলে গেছেন মনে হয়🙂
 

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৯

সবাইকে আড্ডা ঘরে স্বাগতম!

বিশেষ কারনে এই থ্রেডটি আবার নতুন করে চালু করা হয়েছে যার ফলে হয়তো অনেকেরই অসুবিধা হতে পারে, সে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত!

এই থ্রেডটি আমাদের অনেকের জন্যই নিশ্বাসের মতো। বিশেষ করে আড্ডাপগল আড্ডাবাজদের জন্য তো বটেই। আমরা যেমন প্রতিনিয়ত নিশ্বাস নেই বেঁচে থাকার জন্য ঠিক তেমনি এই থ্রেডে আটকে থাকে আমাদের প্রান। একদিন আড্ডা দিতে না আসলে মনে হয় যেন কিছু হারিয়ে গেছে। অসম্পূর্ণ থেকে গেছে আজকের দিনটা...

শত ব্যস্ততার মধ্যেও সব ক্লান্তি দুর করে বন্ধুদের সাথে কিছুটা সময় অতিবাহিত করার জন্য আমরা এখানে ছুটে আসি এবং মন খুলে কথা বলে আড্ডা মারি যার ফলে সব ক্লান্তি দুর হয়ে যায়।

আশা করবো সবাই আগের মতোই এখানে আড্ডা মারবো এক সাথে।



ধন্যবাদ
ব্যস্ততার কারনে আমি এখানে তেমন একটা আসতে পারিনা। আর এখানে যেমন প্রানবন্ত আলোচনা হয় তার খেই ধরতেও আমার একটু কষ্ট হয়, সেই সাথে আক্ষেপও হয় এরা কত মজা করে রে। সময়ের অভাবে যা আমি পারি না। উপরের কথাগুলি আমার অন্তর ছুয়ে যাওয়া কথা, আমি মাঝে মাঝেই শুধু এই লেখাটুকু পড়ার জন্য প্রথম পেজ ভিসিট করি। আজ হঠাথ কি হল? এই ঘর কিচিরমিচির ছাড়া কখনই মানায় না। আর এখানে আরন কথা বলবে না, অপু কথা বলবে না হালনর কথা বলবে না তাই হয় নাকি? এডমিনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, আমি জানি না কি হয়েছে তবে তার আশু সুরাহা হওয়া অতিব জরুরি।
 
লেখকদের হয় রাইটিং ব্লক, তখন শত চেষ্টা করেও এক লাইন লেখা হয় না।
তেমনি আড্ডাবাজদের হয় আড্ডা ব্লক। এটা সাময়িক, আবার ঠিক হয়ে যাবে।
 
এই থ্রেডে আমি তুলনামূলক কম এক্টিভ। নির্জন্মেলায় বেশির ভাগ সময় ই আমি নির্জনতায় থাকি। এই নির্জনমেলায় প্রথম যখন আসি তখন আমার কোনও পোস্ট ই ছিল না। তাই ঠিক মত কোনও লেখা পড়তে পারতাম না। আমার প্রথম পোস্ট ছিল এই আড্ডা থ্রেড এ। খুব মন খারাপ করে বলেছিলাম, ১০০ পোস্ট হতে তো অনেক দিন লাগবে। এই আড্ডাতেই এক মামা বলেছেন,"আমাদের সাথে আড্ডা দিতে থাকুন, কখন ১০০ পোস্ট হয়ে যাবে বলতেও পারবেন না।" যেকোনও সময় আসলেই দেখতাম কতটা প্রাণচঞ্চল এই থ্রেড। আর আজকে সারাদিন শেষে থ্রেডে এসে যখন দেখি থ্রেড নিশ্চুপ, অবাক হয়েছিলাম। কেমন যেন বিষন্নতা গ্রাস করছে আমাকে।

মনমালিন্য জীবন, বন্ধুত্ব, আড্ডা এসবেরই অংশ। তাই একেও আমরা আড্ডা হিসেবেই নিই না কেন? @arn43 @hlnr @apuvai @dukhopakhi @dipu আপনারা না থাকলে এই থ্রেডে নিজেকে আসলে অচেনা মনে হয়। আশা করি শীঘ্রই আবার আড্ডায় মেতে উঠব আপনাদের সাথে।
ফিরে আসুন মামারা।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top