What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৯ (18 Viewers)

Status
Not open for further replies.
না মামা! ২৩০+ কিমি মটর সাইকেল চালাইছি তো একটানা তাই। আর ওই পা এর পর একখান ছা আছে উহ্য। আসলে সেটাই জ্বলে।
আমিও সেইটারেই বুঝাইছি।
 
একটি বিশেষ ঘোষনা:

আপনাদের সকলের প্রতি আকুল আবেদন এই যে, আমরা আড্ডাবাজেরা এই থ্রেডে নিয়মিত আড্ডা দেই। মজা পাই, মজা করি, সবাইকে নিয়ে ভালো কিছু সময় উপভোগ করি। এর জন্য আমরা বেশিরভাগ লেখার রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করি আলাদা আলাদাভাবে। সেজন্য একসাথে অনেকগুলো রিপ্লাই হয়ে যায়। এটা অনেকের কাছে বিরক্তির কারন হয়ে দাঁড়িয়েছে।

তাই আমি সকলের কাছে অনুরোধ করছি, এখন থেকে অনেকগুলো লেখার রিপ্লাই দেওয়ার ক্ষেত্রে +Quote অপশন ব্যবহার একসাথে একই রিপ্লাই-এ অনেকগুলো রিপ্লাই দিবেন।
 
কি কি বিষয় নিয়ে আড্ডা হয় এখানে?
কোনো নির্দিষ্ট বিষয় নেই মামু, আপনি জয়েন করেই দেখতে পারেন :)

বাঁইচ্যা গেছি, আমার মাথায় চুলই নাই ! হে হে হে...
আপনে তাইলে নিশ্চিত জাম্বুই...........

Time and tide wait for none.
সময় কত তাড়াতাড়ি চলে যায়...........

ইয়াল্লা !
গুগল মামায়ও ফেইল মারছে !!
এখন চিন্তা করতাছি, পাখী মামী মামারে চিনবো কিনা...
উনি যে কোনো সুরতেই চিনবো নিশ্চিত :rolleyes:

কইছি...
পিছনে ফিরা দেখলেই পাইয়া যাইবেন !!
সামনের পানেই এগিয়ে চলছি শুধু 😐

কি সর্ব্বনাশা কথা...
আপনে সবতেরে দেখেন, অথচ আপনেরে আমরা কেউ দেখি না !!
দেখলে আমি আর আড়ালে হইলাম কেমনে :sneaky:

বদি'র কথাও কিছু কন...
বোকা বন্ধুর চেয়ে চালাক শত্রু অনেক ভালো 😑

আপনে দেখি শামসু মিয়ার সব খবরই রাখেন...
উনিই তো বলছিলেন যে উনি বর্তমানে ঢাকার অদূরেই কোথাও আছেন 😌

এটাকে নেশা ছাড়া আর কিইবা বলবো ? !!
আচ্ছা বেশ, ভালো নেশা........

ঠিক বাড়িতে ছিলাম না। তবে বলতে পারেন বাসায় ছিলাম !
তো বাসাটা নিশ্চই পাখির বাসা না, নাকি...........

আপনাকেও মোবারাক মামা (ঈদ চলে গেছে, এখন খালি মোবারাক আছে) ;)
দেরি করনের জরিমানা কবে দিবেন ঘোষণাটা দিয়া ফালান😜
বছর বছর আসবে ঘুরে.........

তাইলে আরন মামার কাছে কোচিং করে দেখতে পারেন :ROFLMAO:
এখানে থাকাই তো arn মামুর কাছে কোচিং নেয়া 😃

হালনর মামা কিন্তু আপনার কথা চিন্তা কইরাই ঐটা কইছে
উনার কথা অনুযায়ী খাওন যেইখানে উনি সেখানে :LOL:

যতোদূর জানি, এখনো তো সে ইচ্ছা বিলুপ্ত হয়ে যায়নি...
অনেকটাই থিতে হয়ে গেছে এখন কারণ যাদেরকে নিয়ে আমার ছবির কথা চিন্তা করেছিলাম তাদের কেউই আর বেঁচে নেই 🥺

তা আছে। তবে বোঝা বয়ে বেড়ানোর কারনে ছোট মামার যে আবার পিঠে ব্যাথা !!
আর বোঝাটা তো ঘরের ওনিই ছিলেন...
হায় হায়, ঐটা বোঝা মনে করলে তো আর ঘরই থাকবোনা মামু 😟

কিন্তু আজকে থেকে আবার মেজাজ বিগড়ানো শুরু হয়ে যাচ্ছে !!
তাইলে গান শুনেন একটা
To view this content we will need your consent to set third party cookies.
For more detailed information, see our cookies page.

দিপু মামায় যখন পুরান ঢাকার বাসিন্দা ছিলেন, তখন ঐ ব্যাটায় গজায় নাই !!
ওই বেটায় সবসময়েই ছিল, মনে হয় কোনো ভিন্য নামে 😶

এই জ্বলুনী তো দাওয়াখানার ওষুধের গুনেই সৃস্ট...
তাইলে তো সেটা থামার ঔষুধও থাকবো :D

আপনে নিজে গাইবেন ?
তাইলে রেকর্ড কইরা পাঠাইয়া দ্যান !!
শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো.........

আমার দাওয়াখানার দাওয়াই খাইয়া জোশ বাইড়া যাইবার কারনেই তো ইমুন ঘটনা ঘটছে...
না খাইলে না জানি আরো কি হইতো :rolleyes:

আমার মতো নিয়মিত আড্ডায় পড়ে থাকলে ধরা যায় বৈকি...
আড্ডায় পইড়া আছেন বইলাই তো চলতাছে আড্ডা 😊

নরম হাতে মাথায় শ্যাম্পু লাগানোর এই সুযোগ মনেহয় আরন মামা হাতছাড়া করবেনা 😜
শ্যাম্পু! তাইলে কি উনি জাম্বু নন :oops:

আপনার চোখ মনেহয় সেটা ধরতে ব্যর্থ হয়েছে
তাইলে তদন্ত কমিটি বাদ আপাতত..........

বলটা যে কেমনে ঢুইকা স্ট্যাম্পে লাগলো বুঝতেই পারলামনা...
এব্যাপারে কোচ আপনাগোরে বিস্তারিত তালিম দিবো 🏏

প্রেম প্রেমেরই মতো, আমি হতে চেয়েছিলাম তাহারই মতো
প্রেমের মরা জলে ডুবেনা...........

আমি কিন্তু বুঝি না, কি নিয়ে আড্ডা হয় এখানে?
মনে মনে বুঝলেই হইবো মামু (মনের প্রাসাদে)

আপনারে কি কাপড় তুলে দেখাইছে নাকি!
উইড়া এতদূর আইলো কেমনে তাইতো চিন্তা করি 🤥
 
যারা পারে তারা একসাথে অনেক কিছুই করতে পারে !
একেই বলে, কপাইল্যার কপাল, অকপাইল্যার চাড়া,
লাগাইছে গেন্ডারী, হইয়া আছে দাড়া...

হুম, তেনারা সকল কাজের কাজী...

তা না থেকে কি পারে ?
ওনি যে চলচ্চিত্র বিশেষজ্ঞ...

হাঃ হাঃ হাঃ, উনি অনেক বিষয়েই বিশেষজ্ঞ...

বাঁইচ্যা গেছি, আমার মাথায় চুলই নাই ! হে হে হে...

তাইলে তো বাইচ্যাই গেছেন...
কথা হইলো চুল না থাকলে আপনে কি চুল-কান ?? :p


...কোলগ্যাট উকুন নাশক শ্যাম্পু...

এইটা বেশ ভালা হইছে...

বাদাম আর চা নাকি অতি দ্রুত ক্ষুধা নিবারণ করে...

জ্বী মামা, আমিও সে রকমই শুনেছি...

কাঠের চশমা লাগাইছি, মামা।
আগে স্টিলের আছিলো। ঐটা পাল্টাইয়া এখন কাঠের লাগাইছি...

তাহলে এবার বিমান পথের পরিবর্তে নৌপথে ভ্রমন করান...

মাত্র একশোতে একশ ?
যেইভাবে অপু মামায় ফিরিস্তি দিছে, আমি তো মনে করছিলাম আপনে অন্তত একশোতে দেড়শো দিবেন !!

হ তাই, মামায় আগেকালের মাষ্টারগো মতো কিরপিন আছে, হাত খুইলা নাম্বার দেয় না...
 
আপনে চেইত্যা হাসি দিছেন নাকি হাইসা চেতছেন নিজেই বুইঝ্যা লন...
দিপু মামায় মনে করাইয়া দেওনের পরে মনে পড়ছে...
তয় হাসিটা মনে হয় চেতনের পরেই দিছিলাম !


হা হা হা, মজাদার কমেন্টগুলিই আড্ডাকে আরো প্রানবন্ত করছে...
এই জন্যই তো আড্ডার নেশা আমাকে ছাড়ে না !!

খাইছে, এখন বিসিবির নজর না পড়ে ওনার উপর...
আড্ডাটা তাইলে যে ম্যাড়ম্যাড়া হইয়া যাইতে পারে... :p
লাভ নাই !
কুপির তেল ফুরাইয়া আইছে। নিভু নিভু অবস্থা। যেকোনো সময় কুপি নিভ্যা যাইবার পারে...


কি কি বিষয় নিয়ে আড্ডা হয় এখানে?
শালীনতা বজায় রেখে সব ধরনের বিষয়েই আড্ডা হয় এখানে...

বাংলা ছিঃনেমার নামের মত লাগতাছে, 'বউ যখন গার্লফ্রেন্ড', 'খাইছি যখন পাতলা ঝোল'...
ঐখান থাইক্যাই তো এই রিপ্লাইয়ের ধারনা লইছিলাম !!

ভাইগ্নারে কোলে কইরা নেয়া যায়, অবশ্য ঘাড়েও নিতে পারে...
যুক্তিতে যে একেবারে শমশের যুক্তিবাদী...

এট্টু বয়ান করেন দেহি, আমরা মজা লই আর আরন মামা আরেকবার চেতুক...
বয়ান করলেও শুরুটা কইতে পারবো না।
ওনার বিলম্বে আসার কারনেই যে আমি চেতছিলাম !!


আপনাকেও মোবারাক মামা (ঈদ চলে গেছে, এখন খালি মোবারাক আছে) ;)
দেরি করনের জরিমানা কবে দিবেন ঘোষণাটা দিয়া ফালান😜
মোবারকের ছোট ভাইয়ের নাম তোবারক...
সে কবে আসবে, মামা ?


তাইলে আরন মামার কাছে কোচিং করে দেখতে পারেন :ROFLMAO:
ভাল খেলোয়াড় হইলেই ভালো কোচার হওয়া যায় না, মামা !!

সারা দিন শেষে বাসায় আসলাম। এখন পর্যন্ত দিনটি সত্যিই চমৎকার কাটল।
জেনে ভালো লাগছে...
প্রতিদিনই এরকম ভালো কাটুক সে কামনা রইলো...


হালনর মামা কিন্তু আপনার কথা চিন্তা কইরাই ঐটা কইছে
তা তো বটেই...
তবে কথা হইলো আমার ভুঁড়ি দেইখ্যা অনেকেই আবার ভুল বুঝে...
তারা ভাবে,আমি এইমাত্র বুঝি খেয়ে উঠলাম...


আমি আবার কি দোষ করছি, আমার উপর এই দায়িত্ব কেন :rolleyes:
খুব নিকট অতীতে যে এই ব্যাপারে আপনিই প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেছেন...

লক্ষণ তো ভালো মনে হইতাছেনা মামু...
কিজানি কার বাতাস কার গায়ে লাগে... 🤔
আপনে দেখি উল্টা চিন্তায় ফালাইয়া দিলেন আমারে...

প্রবচনটা কি ঐ রকম ছিলো, নাকি 'কারো ভাদ্র মাস, কারো তালগাছ' ছিলো... :ROFLMAO:
তালগাছের মতো এতো বড় জিনিষ নিতে পারুম না দেইখ্যা সব্বোনাশের উপর দিয়া চালাইয়া দিছিলাম আরকি...

তাই! তা ওনার কোচিং-এ কি কি শেখানো হবে শুনি!
এই সেরেছে...
এইবার বুঝি সব জারিজুরি সাঙ্গ হলো...


ওহও! সারা জীবন ফিল্ডিংই দিয়ে গেলেন! অবশ্য এই বয়সে আর ব্যাট বল করে কি হবে 😚
চমৎকার রিপ্লাই...
এই রিপ্লাই পড়েও শান্তি...


কি জানি হবে হয়তো, তবে আপনার Sense of Humor অসাধারন... 😊
এই "Sense of Humor " জিনিষটা কি, মামা ?
কোনো খাবার আইটেম না তো !!


এখনো অনুধাবনের চেষ্টা করছি 😜
আরেকবার পড়লে মনে হয় টের পাইবেন !!
 
আপনাকে একটা নোবেল দিতে খুব ইচ্ছা করছে মামা :ROFLMAO:
দিলে হুমায়ুন আহমেদের দিয়েন।
যতোটুকু বুঝছি, অপু মামার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ !
 
নরম হাতে মাথায় শ্যাম্পু লাগানোর এই সুযোগ মনেহয় আরন মামা হাতছাড়া করবেনা 😜
মাথায় শ্যম্পু লাগানোর দৃশ্য পাইলেন কই ? সিনে তো ঐ অংশটা দেখি নাই !
তাইলে কি সেন্সর বোর্ড ঐ অংশে কাঁচি চালাইছিলো নাকি !!
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top