What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৮ (7 Viewers)

Status
Not open for further replies.
আমার কথাটা আপনার কাছে রুঢ়ভাবে যাবে সেটা কিন্তু আমি চাইনি। আমি আসলে এখানে প্রয়োজনের কথাটা শুধু ব্যাখ্যা করতে চেয়েছিলাম, আর কিছুই না। যা হউক, আমি আপনার সব কথার সাথেই সহমত। তবে আমার মনে হয় আপনার একটা ধারনা সম্পূর্ণ ঠিক না। বাংলাদেশের জনগণ হিন্দুদেরকে কাফের বা মালাউন হিসাবে আখ্যা দেয় না, গুটিকতক লোক ব্যাতিত। এটা সব জায়গায়ই পাওয়া যায়। কিছু লোকই এমন থাকে, সব দেশে, সব জায়গায়... যাদেরকে আপনি উদহারন হিসাবে উপস্থাপন করতে পারবেন না।
খেয়াল করেছেন নিশ্চয়ই, এই ফোরামের পুরো নাম "নির্জনমেলা দেসি ফোরাম" এই দেসি বলতে আমরা এই সাব কনটিনেন্টের লোকদের কথা বুঝাতে চেয়েছি। আমরা যেনো এই ফোরামের মাধ্যমে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। বিশেষ করে বাংলা ভাষাভাষি আমরা যারা আছি, আমাদের মাঝে যেনো কোনো কিছুই সম্পর্কের ফাঁটল ধরাতে না পারে সেদিকে আমাদের সবার দৃস্টি রাখা প্রয়োজন। আমাদের মাঝে না আসবে কোনো রাজনীতি, না আসবে কোন ধর্ম... আমরা সবাই একে অপরের সাথে মিলে মিশে কাটাতে চাই...
I am not hurt by your comment. I tried to expose the phallacy of the thought expressed by some people in this forum.I understand not every Muslim in Bangladesh abuse Hindus. I agree every country has narrow minded extreme and fanatic people.
 
Last edited:
পুরো খেলাটা দেখতে পারিনি। শেষ কয়েক মিনিট দেখার সৌভাগ্য হয়েছে। পরে যেটুকু শুনেছি, সেটা খেলা না দেখার আফসোসটা শুধু বাড়িয়েই দিয়েছে। চমৎকার একটা ম্যাচ নাকি ছিল এটি। আমি এমনিতেই আফ্রিকার পাওয়ার ফুটবলের ভক্ত। আর নাইজেরিয়া হলে তো কথাই নেই... জানি না শেষ পর্যন্ত নাইজেরিয়া দ্বিতিয় রাউন্ডে যেতে পারবে কিনা... এই গ্রুপের ক্লাইম্যাক্স এখনো বাকি...
জনাব,আরেজেতেনার সাথে আর আবার কি ক্লাইম্যাক্সে হবে? যা হবে max হবে। অর্থাৎ নাইজেরিয়ার কাছে maximum গোল খেয়ে আর্জেন্টিনার আবার আরজেতেনা হবে।
 
খুবই দুঃখজনক... বিশেষ করে আমাদের দেশের সাপর্টারদের দৃস্টিকোন থেকে। সম্ভবত আমাদের দেশে সব থেকে বেশী সাপোর্টার আর্জেন্টিনাকে সাপোর্ট করে। এই বিশাল সাপোর্টারদের হতাশ করে যদি দলটি দ্বিতিয় রাউন্ডে যেতে না পারে তবে সেটি খুবই হতাশাজনক হবে। সেই সাথে বিশ্বকাপের জৌলুষও যথেষ্ঠ ভাটা পড়বে বলে আমার বিশ্বাস।
আর এটা তো এখন বেশ স্পস্টই হয়ে গেছে যে, আর্জেন্টিনা দলে আভ্যন্তরীণ কোন্দল আছে। সেই কোন্দলের বহিঃপ্রকাশ ঘটেছে তাদের শেষ ম্যাচ ক্রোয়েশিয়ার সাথে। দুয়েকজন ছাড়া কাউকেই তো তাদের নিজের খেলাটা খেলতে দেখলাম না...
জনাব, ওদের প্রধান সমস্যা ওই ৫ ফুট ৬ ইঞ্চির বাঁটকেল মেসি। যেখানে অন্যান্য দেশের ফুটবলারদের এভারেজ হাইট 6 ফুটের উপরে।এবার বাঁটকেল মেসি এত লম্বা ফুটবলারদের সাথে দৌড়ে পারে না। আবার গোল লাইনের সামনে ফিনিশিং টাচ করার আগেই ওর পায়ে সামনে থেকে বল কেড়ে নেয় বিপক্ষ দলের লম্বা ফুটবলাররা।
 
বিশ্বকাপে 32 টি দেশ খেলছে ।তারমধ্যে চার-পাঁচটি মুসলিম দেশ আছে। কিন্তু আমাদের দেশের মুসলিম জনগণ শুধু দুটি বিধর্মী দেশকে চিনে এবং সাপোর্ট করে। এদের মধ্যে এক বিধর্মী খেলোয়ার মেসি আছে যে কিনা হাজারো হাজার মুসলিম ভক্তদের নিষেধ উপেক্ষা করে ইসরায়েলে গিয়ে ফুটবল খেলে এসেছে। ধিক্কার জানাই এদেরকে।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top