What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made অশ্বডিম্ব (1 Viewer)

Joined
Aug 2, 2018
Threads
244
Messages
21,963
Credits
140,759
Guitar
Statue Of Liberty
Helicopter
Television
Laptop Computer
Lollipop
সামান্য বেড়াবার রোগ আছে আমার। অল্প যা বেড়িয়েছি সেই সময় নানান জায়গায় নানান এলোমেলো কিছু ছবি তুলে রেখেছি। ফটোগ্রাফাররা ক্যামেরায় চোখ রেখে ছবির সমুদ্রে ডুব দিয়ে মুক্ত তুলে আনার মত অসাধারণ সব ছবি তুলে নিয়ে আসেন তাদের ছবিতে। আমি কিন্তু তা নাই। আমি যা তুলি তা শুধুই ছবি, ক্লিক-বাজী, ফটোগ্রাফি কখনোই না। সেই সব ক্লিক-বাজী থেকে এলোমেলো কিছু ছবি এখন উপস্থিত করলাম।


১। অশ্বারোহী
ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার।
ছবি তোলার সময় : ১৫/০৬/২০১০ ইং
মোবাইল : Samsung GT-B3310
18850469024_4e0a507719_z.jpg



ছবির গল্প : সেদিন ছিল ৩ নং বিপদ সংকেতের পরের দিন। প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে সারা সৈকত ছিল প্রায় জন শূন্য।
এই ক্ষুদে অশ্বারোহী কেন বেড়িয়েছে কে জানে!



 
২। একুশ
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা
ছবি তোলার সময় : ২৮/০২/২০১১ ইং
ক্যামেরা : Sony DSC-W310
19285398858_a2620c205a_c.jpg



ছবির গল্প : বাংলা একাডেমীর একুশে বই মেলায় যাব। বাসা থেকে বেরিয়ে কিছুদূর যেতেই দেখি একুশের এই মুখ।



 
৩। প্রস্তুতি
ছবি তোলার স্থান : বড়-বেড়াইদ, ঢাকা।
ছবি তোলার সময় : ০৪/১০/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80
19286839199_92824d31bd_c.jpg



ছবির গল্প : জতন নামের একটি হিন্দু ছেলে আছে আমার দোকান ভাড়াটিয়া। ওদের পূজার আয়োজনে নিয়ে গিয়েছিল আমাদের। সেখানে একজন ঠাকুর সব কিছু প্রস্তুত করে নিয়ে বসে ছিল পূজা শুরু করার আগে।



 
৫। হংস
ছবি তোলার স্থান : বেরাইদ, ঢাকা।
ছবি তোলার সময় : ০৯/০৭/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80
19472947275_3800633d91_c.jpg



ছবির গল্প : আমরা চারজন বেড়িয়েছিলাম সারা বিকেল নৌকা ভ্রমণে। একটি ইঞ্জিন নৌকা নিয়ে সারা বিকেলে বেড়িয়েছি বালু নদী দিয়ে। ফেরার সময় বেড়াইদের কাছে এই হাসদের দেখা মেলে।



 
৬। স্নান
ছবি তোলার স্থান : পানাম, সোনারগাঁ।
ছবি তোলার সময় : ১৫/০৯/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80
18850445774_a2ba7a9f84_c.jpg



ছবির গল্প : আমি আর ইস্রাফীল সোনারগাঁ আর পানামের আশপাশের ছবি তুলতে গিয়েছিলাম। পানাম নগরের শেষ প্রান্তে এই পুকুরে দেখলাম দুপুরের স্নান চলছে।



 
৭। কামড়
ছবি তোলার স্থান : পানাম, সোনারগাঁ।
ছবি তোলার সময় : ১৫/০৯/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80
19446895756_6a38a786de_c.jpg



ছবির গল্প : আমি আর ইস্রাফীল সোনারগাঁ আর পানামের আশপাশের ছবি তুলতে গিয়েছিলাম। পানাম নগরের পুরনো বাড়ির একটি দেয়ালে সময়ের কামড় এই ছবিতে।



 
৮। বিলুপ্তি
ছবি তোলার স্থান : বর্ষায় ডুবে যাওয়া ফসলের মাঠ, রূপগঞ্জ।
ছবি তোলার সময় : ১৭/০৯/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80
19477259621_a70bde0a57_c.jpg



ছবির গল্প : জলভ্রমনে বেরিয়েছিলাম ইঞ্জিন নৌকায়। শীতলক্ষ্যায় যাওয়ার পথে বিলুপ্ত প্রায় এই পাল তোলা নৌকার দেখা মিললো।




 
৯। সবুজ মায়া
ছবি তোলার স্থান : মালনীছড়া চাবাগান, সিলেট।
ছবি তোলার সময় : ২৪/০৯/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80
19477257711_bc828e52ea_c.jpg



ছবির গল্প : এটাই আমার প্রথম চা বাগান যেখানে অনেকটা পথ বাগানের ভিতর দিয়ে হেঁটে বেরিয়েছি।



 
১০। দৈন্য
ছবি তোলার স্থান : জিন্দা পার্ক, ঢাকা।
ছবি তোলার সময় : ০১/০১/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80
19446884706_1124e5f5ca_c.jpg



ছবির গল্প : বছর শুরু ছোট্ট একটা ভ্রমণে বেরিয়েছিলাম বউ-বাচ্চা নিয়ে জিন্দা পার্কে। গাছটি ছিল জারুল গাছ। ফুল ফোটা শেষে রয়ে গেছে শেষাংশ।
 

Users who are viewing this thread

Back
Top